সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

আশাশুনিতে আইনগত সহায়তা বিষয়ক মতবিনিময় সভা

আশাশুনিতে জনগণকে আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় আশাশুনি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিস্তারিত আলোচনা ও বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন- সিনি. জেলা ও দায়রা জজ মোঃ সাদিকুল ইসলাম তালুকদার।
উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ বি এম মোস্তাকিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভিন্ন বিষয়ে প্রশ্ন উপস্থাপন করে আলোচনা রাখেন, ইউপি চেয়ারম্যান সদর স ম সেলিম রেজা মিলন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, প্রতাপনগর চেয়ারম্যান শেখ জাকির হোসেন, শ্রীউলা চেয়ারম্যান আবু হেনা সাকিল, বুধহাটা চেয়ারম্যান ইঞ্জি. আ ব ম মোছাদ্দেক, কুল্যা চেয়ারম্যান এস এম রফিকুল ইসলাম, শোভনালী চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন, কাদাকাটি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার প্রমুখ।
আর্থিক ভাবে অস্বচ্ছল, সহায় সম্বলহীন বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতনতা বিষয়ক মতবিনিময় সভায় জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

আশাশুনিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০১৮ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদে এ কর্মসূচি পালন করা হয়।
উপানুষ্ঠানিক শিক্ষা বিভাগের আয়োজনে সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের করা হয়।
র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমতের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অরুন কুমার ব্যানার্জী, সিনি. উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমাজ সেবা অফিসার ইমদাদুল হক, শিক্ষা অফিসার শামসুন নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, সহকারী শিক্ষা অফিসার শাহাজাহান আলি ও মাছরুরা খাতুন।
প্রোগ্রাম অফিসার আবু মুসার পরিচালনায় সবশেষে সুন্দর হাতের লেখা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

আন্ত:স্কুল মাদারাসা ফুটবলে বড়দল ও বুধহাটা স্কুল চ্যাম্পিয়ন

আশাশুনিতে উপজেলা পর্যায়ে গ্রীস্মকালীন আন্ত: স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতা ফুটবল ইভেন্টে বড়দল কলে: স্কুল ও বুধহাটা বালিকা বিদ্যালয় উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার চাপড়া ফুটবল মাঠে এখেলা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ফুটবল (বালক) ইভেন্টে কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় ও বড়দল কলেজিয়েট স্কুল দল মুখোমুখি হয়। নির্দারিত সময়ে গোলশূন্য ড্র হলে খেলা ট্রাইব্রেকাওে গড়ায়।
ট্রাইব্রেকাওে বড়দল ৩-১ গোলে জয়লাভ কওে উপজেলা চ্যাম্পিয়র হওয়ার গৌরব অর্জন করে।
ফুটবল (বালিকা) গ্রুপে আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় দল ও বুধহাটা এনএস বালিকা বিদ্যালয় দল মুখোমুখি হয় এবং নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ভাবে শেষ হয়।
ট্রাইব্রেকারে বুধহাটা ৪-১ গোলের ব্যবধানে জয়লাভ কওে উপজেলা চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন অরুন কুমার। সহকারী রেফারী ছিলেন, উজ্জল কুমার ও সঞ্জয় বৈদ্য।

পাইথালী বাজার কমিটি নির্বাচন

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথালী বাজার ব্যবস্থাপনা কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার মিলন মহল যুব সংঘ কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হয়।
২১৪ জন ভোটারের মধ্যে ২০৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। তুমুল উৎসাহ উদ্দীপনার মধ্যে ভোট অনুষ্ঠিত হয়। সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন ও সদস্য ৪টি পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে এড. জাকারিয়া আহমদ (ছাতা প্রতীক) ১২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বিপ্রার্থী প্রাক্তন সেনা সদস্য হযরত আলি (চেয়ার) পেয়েছেন ৮০ ভোট।
সাধারণ সম্পাদক পদে এরশাদ আলি (দেওয়াল ঘড়ি) ১১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বিপ্রার্থী আবু সাইদ মোড়ল (দর্জি) টিউবওয়েল প্রতীক পেয়েছেন ৮৮ ভোট।
সদস্য পদে মোশাররফ হোসেন (গোলাপফুল) ১৫৬ ভোট, মনিরুল ইসলাম (বল) ১৫৪ ভোট, মহিদুল ইসলাম (মাছ) ১৩০ ভোট ও কামরুল ইসলাম (মোরগ) ১২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। পরাজিত প্রার্থী মোস্তফা গাজী (তালাচাবি) পেয়েছেন ৪৪ ভোট।
নির্বাচন পরিচালনা করেন (প্রিজাইডিং অফিসার) শিক্ষক বুদ্ধদেব সরকার।
সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন শিক্ষক জি এম গাওছুল আলম। পোলিং অফিসার ছিলেন শিবপদ বিশ^াস ও মিহির কান্তি মন্ডল। নির্বাচন চলাকালে বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আবম মোছাদ্দেক, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাংবাদিক এস কে হাসান, গোলাম মোস্তফা, সোহরাব হোসেন, ডা. শেখ বাদশা, মেম্বার শফিউল আলম খোকন, উপজেলা চেয়ারম্যানের সিএ নাজমুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!

সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সরকারি কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় আটক-২
  • আশাশুনির শোভনালীতে বিনামূল্যে মশার কয়েল বিতরণ
  • সাতক্ষীরা জেলাব্যাপী মাদক গ্রেফতার ১৯, ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • আশাশুনিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পাউবো’র প্রায় ২৫০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুকিপূর্ন ॥ হুমকির মুখে উপকূলীয় জনপদ