আরো খবর...
আশাশুনিতে অস্ত্র ও গুলি উদ্ধার
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে রিভলবার ও গুলি উদ্ধার করেছে।
শনিবার দিবাগত রাত্র দেড় টার দিকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
ওসি বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এসআই ইসমাইল হোসেন, এসআই নূর ইসলাম, পিএসআই আঃ রাজ্জাক ও এএসআই স্বরজিৎ কুমার গোপন সংবাদের ভিত্তিকে শনিবার রাতে দরগাহপুর ইউনিয়নের রামনগর দুর্গাপূজা মন্দিরের কাছে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা পালিয়ে যায়।
এসময় মন্দিরের পাশে রাস্তার উপর থেকে একটি ৯ ইঞ্চি দেশী রিভলবার ও রিভলবারের ২৬ রাউন্ড তাজা গুলি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
এসআই ইসমাইল হোসেন বাদী হয়ে থানায় অস্ত্র আইনে ৪(১১)১৮ নং মামলা রুজু করেছেন।
অসুস্থ ৭ব্যক্তির মধ্যে মৃত ২জনের দোয়ানুষ্ঠান
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়া গ্রামে একই পরিবারের অসুস্থ ৭ ব্যক্তির মধ্যে মৃতবরণকারী ২ জনের রূহের মাগফিরাত কামনা করে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ জোহর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) ও উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত ছিলেন।
কুঁন্দুড়িয়া গ্রামের হামিদ গাজী, তার স্ত্রী আমেনা বেগম এবং ৫ সন্তান একসাথে অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে হামিদ গাজী ও আমেনা বেগম দু’সপ্তাহের ব্যবধানে ইন্তেকাল করেন। মরহুমদ্বয়ের দোয়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা রাখেন, অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বদিউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। এসময় আশাশুনি হাসপাতালের আরএমও ডাঃ মসউদ বিন, বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সমীর রায়, গোলাম মোস্তফা, এসকে হাসান, সোহরাব হোসেন, মেম্বার মতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সবকারী রবীন্দ্র নাথ দে। দোয়া পরিচালনা করেন হাফেজ তরিকুল ইসলাম।
বুধহাটায় বঙ্গবন্ধু সৈনিকলীগের সম্মেলন
আশাশুনি উপজেলার বুধহাটায় বঙ্গবন্ধু সৈনিকলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় মালেক সুপার মার্কেট চত্বরে এ সম্মেলনের আয়োজন করা হয়।
বুধহাটা ইউপি সদস্য ও ইউনিয়ন আ’লীগ যুগ্ম সম্পাদক রেজওয়ান আলির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সম্পাদক প্রভাষক মাহবুবুল হক ডাবলু, আছাদুল ইসলাম, সদর ইউনিয়ন সভাপতি আব্দুল্লাহেল বাকী বাচ্চু, বুধহাটা ইউনিয়ন সেক্রেটারী মোহাম্মদ আলি, যুবলীগ নেতা নুরুজ্জামান জুলু, বঙ্গবন্ধু সৈনিকলীগ উপজেলা সভাপতি মহানন্দ মন্ডল, সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা তরুনলীগ সভাপতি প্রভাষক প্রিন্স, সেক্রেটারী রবিউল ইসলাম রবি, ইদ্রিস আলি, ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সেক্রেটারী শামসুর রহমান রাজু, আবু সাইদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগ নেতা প্রভাস চন্দ্র ঘোষ। সম্মেলনের দ্বিতীয় পর্বে আমিনুর রহমানকে সভাপতি, শিবপদ চক্রবর্তী, মিজানুর রহমান ও আসলাম হোসেনকে সহ-সভাপতি, শাহীন হোসেনকে সাধারণ সম্পাদক, ইকবাল হোসেন ও হাকিমকে যুগ্ম সম্পাদক, ঝন্টু বিশ^াসকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বুধহাটা ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিকলীগের কমিটি গঠন করা হয়েছে।
বুধহাটা ইউনিয়ন শ্রমিকলীগের কমিটি
জাতীয় শ্রমিকলীগ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন শাখা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
জাতীয় শ্রমিকলীগ আশাশুনি উপজেলা সভাপতি ঢালী মোঃ সামছুল আলম ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল স্বাক্ষরিত পত্রে জানাগেছে, হাতেম আলিকে সভাপতি, আবুল কালাম সরদার, আঃ সামাদ, মইনুর ইসলাম, ফারুক গাজী, আলতাফ হোসেন, আজিজুল ইসলাম ও শাহাজাহান আলিকে সহ-সভাপতি, আব্দুল আজীজকে সাধারণ সম্পাদক, তুহিন আহম্মেদ ও শাহিনুর ইসলামকে যুগ্ম সম্পাদক, ইমদাদুল সানাকে সাংগঠনিক সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট বুধহাটা ইউনিয়ন কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ২ বছরের জন্য কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
২ আসামী গ্রেফতার
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ২ আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের রবিবার আদালতে প্রেরন করা হয়েছে।
এসআই (নিঃ) মোঃ মনজুরুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে জুয়া খেলার অপরাধে বকচর গ্রামের মৃত আঃ সামাদ সানার পুত্র সুজায়েত হোসেনকে গ্রেফতার করেন। এএসআই স্বরজিৎ কুমার পৃথক অভিযানে সিআর ১৯৫/১৮ (বাকেরগঞ্জ) ও আশাশুনি থানা মামলা ২(১০)১৮ এর আসামী চেচুয়া গ্রামের আঃ বারী সরদারের পুত্র এনামুল হোসেনকে গ্রেফতার করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন