বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর....

আমড়াখালী চেক পোস্টে পাসপোর্ট যাত্রীদের হয়রানীর অভিযোগ

আমড়াখালী চেক পোস্টে পাসপোর্ট যাত্রীদের মালা মাল দেখলে তেলে বেগুনে জলে উঠে বিজিবি’র সদস্য আশোক: উভয় দেশের যাত্রীদের অকারনে হয়রানীর অভিযোগ!! বাংলাদেশ ভারত উভয় দেশের পাচপোট যাতীদের ভি,আই,পি গাড়িতে উঠে বেনাপোল কাস্টমস বি জি পি পুলিশ তন্নতন্ন করে চেক করার পরেও সবপরি কাস্টমস স্কানিমেশিনে চেক করার পরেও তারা দেখেশুনে ছেরে দেবার পর বেনাপোল থেক ছেড়ে যাওয়া গাড়িগুলো দেখে বি জি বি সদ্যস অশোক পাসপোট যাত্রী দের ভারত থেকে নিয়ে যাওয়া পরিবারের ব্যাবহারের জন্য মালগুলো দেখলে আশোক তেলে বেগুনে জলে উঠার অভিযোগ। লোকাল গাড়ি গুলোতে অবৈধ ভাবে মাদক দব্যসহ লোকাল বাসগুলোকে বিশেষ সকেতের ম্যাধমে গাড়ি গুলোকে ছেড়ে দেওয়ায় পাচপোট যাত্রীরা বলেন আমড়া খালী পাচপোটে বাংলাদেশ সরকারকে ভ্রমন ট্রাস্ক সহ যাবতীয় ইমিগ্ৰেসন করে আমরা বাংলাদেশ আসি তার পরেও কেন উভয় দেশের যাত্রী দের কেন এই হয়রানি বন্ধকরা হোক। নাম প্রকাশ না করা শ্বতে আমরা খালি বি জি বি ক্যাম্পে চেক করা রত অবস্থায় একাধিক পাচপোট যাত্রী খোভের সঙ্গে বলেন টাকা খরজ করে পাচপোটে যাওয়ার থেকে আগের মতো বিলাকে যাওয়ায় ভালো তাতে খরজ ও কম ম্যানসন্মাও বাচে। একজন মহিলা পাচপোট যাত্রী বলেন সাবাদিক ভায়েরা দুখের কথা কি বলবো আমরা খালি চেক পোস্টে মহিলা বি জি বি সদ্যস থাকা স্বতেও বি জি বি সদ্যস অশোক আমাকে গায় হাত দিয়ে চেক করার চেস্টাও করে বার বার তখন আমি বারণ করলে সে আমার হাত মুচরিয়ে ভেঙে দিতে চাই। বি জি বি সদ্যস অশোকের আরো একটি বড়ো গুন সিসি ক্যামেরার আওতায় না থেকে সে অভিনব কায়দায় যাত্রীদের বাইরে নিয়ে এসে চেক করার নামে বিপুল পরিমা অর্থ হাতিয়ে নিচ্ছে। আমরা খালি এলাকার একাধিক বাসিন্দারা জানান অশোক বাবু যোগদানের পরথেকে পাচপোট যাত্রীদের হয়রানির শেষনেই তার পরেও দুটো একটা ব্যাহারের কাপড় তীপিচ জামা প্যান্ট সহ জালনা দরদার পরদার কাপড় ও তার হাত থেকে রেহায় পায়না। সরকারি নিময় অনুযায়ি একজন ইন্ডিয়ান ও বাংলাদেশের পাচপোট যাত্রী সব সাকুল্যে ৩৫ হাজার টাকার মাল নিজ উদ্দেগে নিয়ে যেতে পারে যেটা আপনি উভয় দেশের কাস্টমস ইমিগ্সেনে গেলে বিশাল সাইন বোডে স্পষ্ট ভাষায় লেখা আছে তার পরেও বি জি বির এই হয়রানি থেকে পাচপোট যাত্রীরা উদ্দদন কতৃপক্ষের আসু হস্তাখেপ কিমনা করেছে। বিনিত নিবেদন পাসপোট যাত্রী হয়রানী শিকার হওয়া। আমিত মন্ডল, রাজ্জাক মন্ডল, আক্তার মোল্লা ,করিম মন্ডল, টিঙ্কু বিশ্বাস, লিটান, সরদার বিজু গোলদার এছাড়াও আরো অনেকে।

নড়াইলের কিশোরদের মাইকিং শান্তির বার্তা প্রদান-সন্ধ্যার-পর-আর-বাইরে-থাকা যাবেনা-না: পুলিশ সুপার জসিম উদ্দিন!
সন্ধ্যার পর কিশোররা। সকাল থেকে প্রতি টি থানা ও নড়াইল শহরে মাইকিং প্রচার করলেন নডাইলের পুলিশ সুপার মর্মবাণী: কিশোররা স্কুল ছাত্র, ছাত্রী ও যুবক ছেলে মেয়েরা বিশেষ কাজ ছাড়া ও কারণ ছাড়া স্কুল টাইমে বা সন্ধ্যার পরে বাইরে ঘোরাফেরা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে অভিভাবকদের বিশেষ ভাবে পুলিশ সুপার অনুরোধ করেছে যাহাতে তাদের ছেলেমেয়ে কারণ ছাড়া বাইরে না বের হয়আসে সে দিকে সজাগ দৃষ্টি রাখার আওহবান নড়াইলে সন্ধ্যার পর কোনো কিশোর বাড়ির বাইরে থাকবে না। পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) তিনি বলেন, সন্ধ্যার পর কিশোররা বাড়ির বাইরে থাকবে না। তারা থাকবে পড়ার টেবিলে না হয় বাড়িতে। আমাদের নিরাপত্তা বাহিনী যথেষ্ট সজাগ ও সতর্ক রয়েছে। অপরাধী যেই হোক, তার বয়স যাই হোক, তাদের জন্য শাস্তির ব্যবস্থা আছে। আমাদের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট উজ্জ্বল রায় জানান, অভিভাবকদের উদ্দেশে পুলিশ সুপার (এসপি) বলেন, অভিভাবকদের আহ্বান জানাবো, আর সন্ধ্যার পর যেন কিশোররা বাড়ির বাইরে না থাকে। আপনারা লক্ষ্য রাখুন, সবাই সচেতন থাকুন, আপনার ছেলে কি করছে, কাদের সঙ্গে মিশছে। অপরাধ করে ফেললে কেউ পার পাবে না। পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) জানান আমরা সন্ত্রাস জঙ্গিবাদের উত্থান করেছি। একটি মহল ঘাপটি মেরে বসে থাকে, অকার্যকর করার জন্য। তারা একের পর এক ঘটনা ঘটিয়ে আমাদের বিপদের স§ুখীন করেছে। সেই জায়গা থেকে আজ আমরা ঘুরে দাঁড়িয়েছি। পুলিশ সুপার (এসপি) আরো বলেন, আমি সবসময় বলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতায় আমরা এর সমাধান পেয়েছি। কিন্তু শুধুই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না। আমাদের ঘুরে দাঁড়ানোর মূলমন্ত্র চল নড়াইলের জনগণ। নড়াইলের পুলিশ বাহিনী সতর্ক আছে। ১০ বছর আগের পুলিশ আর এখনকার নড়াইলের পুলিশের মধ্যে অনেক পার্থক্য এরা। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও কর্মচারীগণ। পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন পুলিশের কাজে বাঁধা আসবেই। তাই বলে কাউকে থেমে থাকলে চলবে না। সকলকে সব বাঁধা-বিপত্তি অতিক্রম করে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে কেউ যদি কোন সমস্যার সম্মুখীন হয় তবে তাকে সার্বিকভাবে সহায়তা করা হবে বলেও পুলিশ সুপার জানিয়েছেন। এছাড়াও নড়াইল পুলিশের কোন কর্মকর্তা বা কর্মচারীরা যে সমস্ত কল্যাণকর আবেদন করে থাকেন সেগুলিও খুব গুরুত্বের সাথে পর্যালোচনা করে তাৎক্ষণিকভাবে সমাধান করা হবে। মাদক, জঙ্গি ও সন্ত্রাস মুক্ত নড়াইল গড়ার প্রত্যয়ে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে পুলিশ সুপার তাঁর বক্তব্য সমাপ্ত করেন।

আবার সংবাদের শিরুনামে নড়াইলের মহিলা কলেজের অফিস সহায়ক পিয়ন পদে নিয়োগ দুর্নীতির শিকার
নড়াইলের লক্ষীপাশা মহিলা কলেজের অফিস সহায়ক (পিয়ন) শিকদার শফিউল হাসান স্বপনও অধ্যক্ষের দুর্নীতির কালো থাবা থেকে রেহাই পায়নি। জানা গেছে, লক্ষীপাশা মহিলা কলেজ কতৃপক্ষ বিগত ২০১৭ সালের জুলাই মাসে অফিস সহায়ক (পিয়ন) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিজ্ঞপ্তি মোতাবেক উক্ত পদের জন্য নড়াইলের উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের মৃত মনজুর শিকদারের ছেলে শিকদার শফিউল হাসান স্বপনসহ বেশ কয়েকজন প্রার্থী আবেদন করেন। আবেদন যাচাই-বাছাই করে নগদ ২লক্ষ ৫০ হাজার এবং ব্যাংক একাউন্টের মাধ্যমে ৩লক্ষ টাকা গ্রহন করে অধ্যক্ষ তরফদার কামরুল ইসলাম শিকদার শফিউল হাসান স্বপনকে চুড়ান্ত করে ২০১৭ সালের ৩১ জুলাই নিয়োগ প্রদান করেন। নিয়োগের পর অধ্যক্ষের গ্রামের বাড়ি নড়াইল সদর উপজেলার তুলারামপুর বাড়ীতে পাঠিয়ে দেন গৃহস্থলীর কাজের জন্য। সেই থেকে স্বপন রয়েছেন অধ্যক্ষ তরফদার কামরুল ইসলামের বাড়িতে। স্বপন কলেজে আসেন মাস শেষে শুধু বেতনের জন্য। আমাদের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট উজ্জ্বল রায় জানান, এ ব্যাপারে ভূক্তভোগী শিকদার শফিউল হাসান স্বপন গনমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করে বলেন, তার চাকুরীর জন্য অধ্যক্ষ তরফদার কামরুল ইসলাম সাড়ে ৫লক্ষ টাকা ঘুষ গ্রহন করেছেন। নগদ ২লক্ষ ৫০ হাজার টাকা এবং ৩লক্ষ টাকা গত ২০১৭ সালের অক্টবর মাসে রুপালী ব্যাংক লোহাগড়া বাজার শাখা হইতে আমার মাসিক বেতনের বিপরীতে ইচ্ছার বিরুদ্ধে অধ্যক্ষ লোন পাশ করিয়ে একাউন্ট নং ১৪৯৪ হইতে অধ্যক্ষের একাউন্ট নং পিএল ১১১৮ স্থানান্তর করে নেয়। নিয়োগের পর আমাকে অধ্যক্ষের নড়াইলের বাড়িতে গৃহস্থলীর কাজের জন্য প্রেরন করেন। আমি ২০১৭ সালের আগষ্ট মাস থেকে অধ্যক্ষের বাড়িতে গৃহস্থলীর কাজ করে গত দু’সপ্তাহ হয় কলেজে দায়ীত্ব পালন করছি। স্বপন আরো অভিযোগ করে বলেন, তার মাসিক বেতন হইতে ব্যাংকের লোনের টাকা কর্তন করে সামান্য কিছু টাকা হাতে পাই। সেই টাকায় তার সংসার চলেনা। তিনি পরিবার নিয়ে খুব মানবেতর জিবন যাপন করছেন। টাকা ফেরৎ পেতে কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের একাধিক শিক্ষক বলেন, অধ্যক্ষের সকল প্রকার দুর্নীতি ও অপকর্মের অন্যতম সহযোগী ওই কলেজের শিক্ষক ঠাকুর মোঃ ফেরদৌস ওয়াহিদ। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ তরফদার কামরুল ইসলাম বিষয়টি অস্বীকার করেন উল্লেখ্য শিক্ষা জোযোনায় এক এর পর এক দুর্নীতির রির্পোট: তদন্তে জরুরী সভা রির্পোট না করার জন্য অনুরোধ: কলেজের সভাপতি নড়াইলের ডিসি আনজুমান আরা মহোদয়: নড়াইলের লক্ষীপাশা মহিলা আদর্শ ডিগ্রি মহিলা কলেজের অধ্যক্ষের দুর্নীতির তদন্তেপরিচালনা পর্ষদের জরুরী সভা অনুষ্ঠিত কলেজের অধ্যক্ষের সিমাহীন দুর্নীতির প্রতিবাদ ও তার অপসারণ দাবীতে গত ৫সেপ্টেম্বর এলাকাবাসি মানববন্ধন পোষ্টার ও লিফলেট বিতরণ করায় নড়েচড়ে বসেছেন উপজেলা ও জেলা প্রশাসন। তারই আলোকে সকাল ১১টায় কলেজ কাম্পাসে কলেজের পরিচালনা পর্ষদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, ডিজি প্রতিনিধি ও সাবেক সাংসদ এ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র, কোয়াপ্ট সদস্য ডাক্তার শেখ আবুল হাসনাত পিন্টু, অভিভাবক সদস্য আজিজুর রহমান আর্জু ও বাদশা শেখ। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, আগামী বুধবার (১১সেপ্টেম্বর) ফের সভা আহব্বান করা হয়েছে। সেদিন সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এ বিষয়ে সুষ্ঠ সমাধান হবে বলে সকলকে আশ্বস্ত করে সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন সংবাদ প্রকাশে বিরত থাকার জন্য অনুরোধ জানান কলেজের সভাপতি ডিসি আনজুমান আরা মহোদয়। অপরদিকে অধ্যক্ষ তরফদার কামরুল ইসলামের সীমাহীন দুর্নীতি, অনিয়ম, সেচ্ছাচারিতা ও স্বৈরতান্ত্রিকতার কারনে তার অপসারণসহ বিচারের দাবীতে সকাল ১১টায় উপজেলা কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যার সভাপতি খোদ নড়াইল জেলা প্রশাসক (ডিসি) আনজুমান আরা মহোদয়। এ সময় এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সরদার আব্দুল হাই,দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম সরু, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন ভূইয়া,সৈয়দ শাহজাহান সিরাজ বিদ্যুত, অভিভাবক মো:বাবন শেখ, বিএম লিয়াকত হোসেন, গাজী লিয়াকাত হাসান, সোলায়মান মোল্যা পান্নু, ইউসুফ মোল্যা ও এসএম সাহেদ মাহমুদ প্রমুখ।

নড়াইলের দুই গ্রামের বিরোধের অবসান আপনাদের কিসের বিরোধ সবাই ভাই ভাই: জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন
নড়াইলের কামালপ্রতাব ও শালিখা গ্রামের দির্ঘদিন ধোরে চলে আসা বিরোধের অবোসান ঘটলো। এ দুই গ্রামের বিরোধের জের ধোরে চলছিলো হাঙ্গামা,মামলা,সহিংসতা বিরোধী কার্যকালাপ,দুই গ্রামের মদ্ধেই ছিলো আতংক,তার ধারাবাহীকতায় পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার),শান্তির বার্তা দিলেন এবং সেই বার্তায় হাজির হলেন,কামালপ্রতাব ও শালিখা গ্রামের এই দুই গ্রপের লোকজন হাজিঝর হলেন নড়াইলের কামালপ্রতাব ও শালিখা গ্রামে। আমাদের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট উজ্জ্বল রায় জানান, একই মঞ্চে পুলিশ সুপার ও এ দুই গ্রামের স্থানীয় মানুষ। এসময় পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, আপনাদের কিসের বিরোধ,কি নিয়ে আপনাদের ঝামেলা,আপনারা সবাই একে অপরের আপন জন,এর পর থেকে আপনারা কেউ কোন রকম ঝামেলা করবেন না। আরো বলেন পুলিশ সুপার (এসপি) নিজের মোবাইল ফোনের নাম্বার দিয়ে দেন এ দুই গ্রামবাসিকে আর বলেন কেউ কোন রকম ঝামেলা হাঙ্গামা করলে আমার কাছে ফোন করবেন। আমি তাদের আইনগত ব্যাবস্থা নিব। সকলকে সব বাঁধা-বিপত্তি অতিক্রম করে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে কেউ যদি কোন সমস্যার সম্মুখীন হয় তবে তাকে সার্বিকভাবে সহায়তা করা হবে বলেও পুলিশ সুপার জানিয়েছেন। এছাড়াও মাদক, জঙ্গি ও সন্ত্রাসমুক্ত নড়াইল গড়ার প্রত্যয়ে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তাঁর বক্তব্য সমাপ্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা