শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

‘আধুনিক বাংলাদেশ গড়ার সুনিপুণ কারিগর শেখ হাসিনা’ : দেবহাটায় রুহুল হক এমপি

দেবহাটায় বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা যুবলীগের আয়োজনে সখিপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বাবু বিজয় কুমারের সঞ্চালনায় প্রধান অতিথি সাবেক সফল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক মন্ত্রাণলয়ের স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক আলহাজ্ব আ ফ ম রুহুল হক বলেন- বঙ্গবন্ধুকে হারিয়ে দিশাহারা ও বহুধাবিভক্ত দলের হাল ধরেন শেখ হাসিনা। শুরু হয় রাজনৈতিক প্রতিকূল স্রোতে তাঁর নৌকা বাওয়া। বহু ঝড়ঝাপটা সামলে নৌকাকে সফলতার সঙ্গে তীরে ভিড়িয়েছেন এই কা-ারি। এভাবেই তিনি হয়ে উঠেছেন দলে পরম নির্ভরতার প্রতীক। শুধু দল নয়, রাষ্ট্র পরিচালনায়ও দেখিয়েছেন বহু সাফল্য। অর্জন করেছেন আন্তর্জাতিক স্বীকৃতি, বহু পুরস্কার ও সম্মাননা। নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বাংলার মাটির নিবিড় সংস্পর্শে বেড়ে ওঠার কারণেই পরবর্তী সময়ে এ দেশের মাটি ও মানুষের সঙ্গে তাঁর গভীর যোগসূত্র গড়ে ওঠে। একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে তার অবদান আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃৃত। ইতোমধ্যে তিনি শান্তি, গণতন্ত্র, স্বাস্থ্য ও শিশু মৃত্যুর হার হ্রাস, তথ্য-প্রযুক্তির ব্যবহার, দারিদ্র্য বিমোচন, উন্নয়ন এবং দেশে-দেশে জাতিতে জাতিতে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য ভূষিত হয়েছেন মর্যাদাপূর্ণ অসংখ্য পদক ও পুরস্কারে। অতি সম্প্রতি মিয়ানমার সরকারের ভয়াবহ নির্যাতনে আশ্রয়হীন রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশে আশ্রায় দিয়ে নাড়িয়ে দিয়েছেন বিশ্ব বিবেককে। আজ সারাবিশ্বেই তার নাম আলোচিত হচ্ছে ‘বিশ্ব মানবতার বিবেক’ হিসেবে। একবিংশ শতাব্দীর অভিযাত্রায় দিন বদলের মাধ্যমে আধুনিক বাংলাদেশ গড়ার সুনিপুণ কারিগর শেখ হাসিনা। তিনিই বাঙালির জাতীয় ঐক্যের প্রতীক এবং ভরসার শেষ আশ্রয়স্থল।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, উপজেলা তাঁতীলীগের আহবায়ক আকবর আলী মেম্বার, শ্রমিকলীগের আহবায় আবু তাহের, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, কুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সখিপুর কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন প্রমূখ। অনুষ্ঠান শেষে দোয়া মোনজাত পরিচালনা করেন হাফেজ মেহেদী হাসান।

দেবহাটায় মুক্তিযোদ্ধাদের সাথে যুগ্ন-সচিব সলিমুল্যাহ’র মতবিনিময়
মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব সলিমুল্যাহ দেবহাটায় উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু, সাবেক ডেপুটি কমান্ডার আবু বককার সিদ্দিক, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ও সংসাদ সদস্য মুক্তিযোদ্ধা মুনসুর আহম্মেদ, জেলা যুদ্ধহত মুক্তিযোদ্ধা সমিতির সভাপতি ও উপজেলা জাতীয়পার্টির সভাপতি আব্দুল মাবুদ গাজী, মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আব্দুল হামিদ মাহমুদসহ ৫টি ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধাগন। সভা শেষে বহুল প্রতিক্ষিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মান কাজ পরিদর্শন করে। সময়ের মধ্যে শেষ করার জন্য প্রকৌশলী বিভাগকে অনুরোধ জানান। পরে তিনি বিরঙ্গনা আছিয়ার নির্মানাধীন ঘর পরিদর্শন করেন।

দেবহাটায় বাল্যবিবাহে কেড়েনিল আশুরার জীবন
দেবহাটায় বাল্যবিবাহ অকাল মৃত্যুর কাল হলো শিশু আশুরার(১৪)। সে উপজেলার সখিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কোঁড়া গ্রামের আব্দুস সাত্তারের কনিষ্ঠ কন্যা। সে ২০১৫ সালে এনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক স্থর পার করে। পরে উচ্চ মাধ্যমিকের জন্য ঈদগাহ আমিনা খাতুন বালিকা বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। চলতি বছরে মাধ্যমিক স্কুলের ৮ম শ্রেণি পড়তে পড়তে পরিবার তাকে বাল্যবিবাহে আবদ্ধ করে। পরিবার সূত্রে জানায়, গত প্রায় ৩ মাস আগে একই এলাকার আব্দুল খালের পুত্র ইউনুস আলী(২২) সাথে বিবাহ প্রদান করে। সংসার জীবনে প্রবেশের পর লেখাপড়া বন্ধ হয়ে যায় আশুরার। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় শারীরিক ও মানসিক ভাগে বাধাগ্রস্থ হয়ে পড়ে সে। এভাবে চলতে থাকে আশুরার জীবন। এরপর গত ২৫ সেপ্টেম্বর সোমবার বাপের বাড়িতে নিয়ে যাওয়া হয় আশুরাকে। পর দিন স্বামী ইউনুস তাকে আনতে গেলে বুধবার নিয়ে যাওয়ার কথা বলে। বুধবার পুনরায় শ্বশুর বাড়িতে ফিরে আসে আশুরা। বৃহস্পতিবার সকালে ঘরের চালের বাশের সাথে শাড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখে শ্বশুরবাড়ির লোকজন। এবিষয়ে আশুরার শ্বশুর আব্দুল খালেক বলেন, আমরা তাকে মেয়ের মত ভালোবাসতাম। কেনো গলায় রশি দিয়েছে তা আমরা জানি না। আশুরার পিতা আব্দুস সত্তার জানায়, ভালো সমন্ধ হওয়ায় গ্রামে বিয়ে দেওয়া হয় আশুরাকে। ২দিন আগে আমার বাড়িতে মেয়ে আসলেও কোন কিছু বলেনি কাউকে। তাই মৃত্যুর কারণ বলতে পারছি না। এবিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন জানান, আতœহত্যার বিষয়টি শুনেছি। তদন্তপূর্বক আইনিয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে এলাকায় বিভিন্ন রহস্যের সৃষ্টি হয়েছে। তবে স্থানীয়রা জানায়, ইতোপূর্বে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা গ্রামে জেসমিন নামের এক মেয়ে বিয়ে করে। কিন্তু বিয়ে প্রায় ১৫ দিনের মাথায় ছাড়াছাড়ি হয়ে যায়। ইউনুসের পূর্বের বিয়ে এবং আশুরা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় শারীরিক ও মানসিক চাপ সয্য করতে না পেরে আতœহত্যার পথ বেছে নিয়েছে।

সাতক্ষীরা সীমান্তে অবৈধভাবে বিচরণ সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থানের লক্ষে জনসচেতনতামূলক মতবিনিময় সভা
বুধবার বিকালে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর আয়োজনে দেবহাটা উপজেলার কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে মাদক অস্ত্র চোরাচালান ও অবৈধভাবে সীমান্তে বিচরণ অতিক্রম এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান ও নাশকতা কর্মকান্ড প্রতিরোধের লক্ষে স্থানীয় জনসাধারণ ও জন প্রতিনিধিদের নিয়ে এক জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এনামুল আরিফ সুমনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিজিবির দক্ষিন পশ্চিম অঞ্চলের রিজিয়ন কামন্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম (পিএসসি), বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মাদ ওয়াহিদুর রহমান( এ এফ ডব্লু সি, পি এস সি), কালীগঞ্জ সার্কেলের সিনিঃ সহকারী পুলিশ সুপার মির্জা সালাউদ্দীন, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম খোকন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন, জেলা পরিষদ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলফেরদৌস আলফা, ইউপি সদস্য আলীম , ফরহাদ হোসেন হিরা প্রমুখ। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশে কোন গরু রাখাল ভারতে গরু আনতে যাবে না, তবে ভারতীয় গরু রাখাল রা বাংলাদেশের সীমান্তে গরু আনলে বিজিবি বাধা দিবে না। তিনি আরও বলেন কোন চোরাচালানীর দেওয়া তথ্য বিজিবি গ্রহণ করবে না। কোন চোরাচালানী বিজিবির সোর্স হতে পারবে না। সীমান্তে হত্যা, মাদক ও অস্ত্র চোরাচালানীর বিরুদ্ধে বিজিবি সদস্যরা কঠোর থাকবে। এসময় বিজিবির রিজিয়ন কামন্ডার সাধারন জনগণের প্রশ্নের উত্তর দেন এবং তাদের মতামত গ্রহণ করেন।

দেবহাটার হাদীপুর ও টাউনশ্রীপুর হাই স্কুলে ছাত্রলীগের কমিটি গঠন
দেবহাটা উপজেলা ছাত্রলীগের কর্মকান্ডকে আরো গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে হাদীপুর ও টাউনশ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকাল ৫ টায় নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের কার্য্যালয় (গাজীরহাট) হাদীপুর আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয় ছাত্রলীগের নব গঠিত কমিটি নির্বাচিত নের্তৃবৃন্দের কাছে হস্থান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদ আলমগীর হোসেন (সাহেব আলী), উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জীবন, উপ-হাইস্কুল বিষায়ক সম্পাদক সাইদুর রহমান সোহাগ, ছাত্রলীগ নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কায়ুম সহ বিভিন পর্যায়ের নের্তৃবৃন্দরা। কমিটিতে নাঈম ইসলামকে সভাপতি, রানা হোসেনকে সহ-সভাপতি, আমান উদ্দীনকে সাধারণ সম্পাদক, শাহিনুর রহমান ইয়াসিন ও ইমন ও ইমোন হোসেনকে সাংগঠনিক সম্টাদক, মুরশিদ হোসেন মনকে দপ্তর সম্পাদক মনোনিত করা হয়। এদিকে, দেবহাটা সদর ইউনিয়নের টাউনশ্রীপুর শরচ্চন্দ্রচ্চ বিদ্যালয়ের ছাত্রলীগের আংশিক কমিঠি মঙ্গলবার সকালে সদর ইউনিয়ন পরিষদ অফিস কক্ষে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অমিত হাসান সবুজের সভাপতিত্বে কমিটির অনুমোদন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু-বকর গাজী। বিশেষ অতিথি ছিলেন টাউন শ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক রফিক প্রমুখ। কমিটিতে ইব্রাহিম হোসেনকে সভাপতি, রাজিব পারভেজকে সাধারন সম্পাদক ও আহম্মেদকে সাংগঠনিক সম্পাদক ফাহিম মনোনিত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বন্ধু কল্যান থ্রী হুইলার সমিতির মাসিক সভা
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • দেবহাটায় ভ্যান চালক ও তার পরিবারকে মারপিটের অভিযোগ
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • দেবহাটায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক মর্মান্তিক আহত
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • দেবহাটায় জমি-জায়গা নিয়ে ব্যবসায়ীকে মিথ্যা হয়রানির অভিযোগ
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • দেবহাটায় খাল থেকে যুবতীর লাশ উদ্ধার
  • ‘সকলে সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব’ : দেবহাটার ইউএনও সাজিয়া আফরিন