সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আজ আমাদের ইতিহাসের অন্ধকারতম দিন: নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে জুমার নামাজের সময় বন্দুকধারীর হামলায় তিন বাংলাদেশিসহ অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। হামলাকারী সন্দেহে এক নারীসহ ৪ জনকে আটক করা হয়েছে। একে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে নিউজিল্যান্ডে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন। এ ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৫ মার্চ) জুমার নামাজের সময় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে হামলা চালায় এক বন্দুকধারী। প্রত্যক্ষদর্শীরা জানান, মাত্র ১০ মিনিটে তিনবার গুলি লোড করে অন্তত ২০ রাউন্ড গুলি চালিয়ে নিরাপত্তা বাহিনী আসার আগেই স্থান ত্যাগ করে হামলাকারী। এ সময় মসজিদে অন্তত ৩শ’ জন মুসল্লি উপস্থিত ছিলেন। প্রাণ বাঁচাতে মসজিদের জানালা ভেঙে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন অনেকে।
হামলায় আহত একজন বলেন, ‘অনেক মুসল্লি ছিলেন সেখানে। বহু মানুষ হতাহত হয়েছেন। আমি পেছনের দরজা দিয়ে মসজিদে প্রবেশ করে পেছনের সারিতেই বসে ছিলাম। পেছন থেকে প্রথম গুলির শব্দ পাই। দ্বিতীয় গুলির শব্দ শোনার পরই আমি মসজিদের পেছনের দরজা দিয়ে দৌড়ে পালিয়ে আসি।’

তিনি আরও বলেন, ‘দেখলাম, নামাজ আদায়ের জন্য মানুষজন দ্রুতগতিতে মসজিদের দিকে যাচ্ছে। কিছুক্ষণ পরই গুলির শব্দ। জীবন বাঁচাতে প্রাণপণে দৌড়ে পালাচ্ছেন মানুষজন। এ এক ভয়াবহ পরিস্থিতি।’
আল নূর মসজিদ ছাড়াও লিনউডের একটি মসজিদের কাছেও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ক্রাইস্টচার্চ হাসপাতালের পাশের রাস্তায় থাকা একটি গাড়ী থেকে বোমা উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। হামলাকারীদের একজন অস্ট্রেলীয় নাগরিক বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। নিউজিল্যান্ডভিত্তিক গণমাধ্যম নিউজিল্যান্ড হ্যারল্ড বলছে, হামলাকারী তার ম্যানিফেস্টো প্রকাশ করেছে। এতে নিজেকে কট্টর ডানপন্থী এবং অভিবাসনবিরোধী হিসেবে উল্লেখ করেছে সে।

পুলিশ কমিশনার মাইক বুশ বলেন, ‘ইতোমধ্যে এক নারীসহ চারজনকে আটক করেছি আমরা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও তদন্ত কাজে ব্যবহার করছি। আশা করি অচিরেই আসল তথ্য উদঘাটন হবে। এটা দেশের স্মরণকালের ভয়াবহ হামলা।’
এ দিনটিকে নিউজিল্যান্ডের ইতিহাসের অন্ধকারতম দিন আখ্যা দিয়ে দেশটির প্রধানমন্ত্রী বলেন, অভিবাসীদের পাশে আছে নিউজিল্যান্ড।

প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন বলেন, ‘আমি কি বলবো, নিউজিল্যান্ডের জন্য আজকের দিন কলঙ্কজনক।’
এরই মধ্যে পুরো ক্রাইস্টচার্চ নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। সব বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। সব মসজিদ পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ রাখার পরামর্শ দিয়েছে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ১৯ জনের মৃত্যু

পাকিস্তানের উত্তরাঞ্চলে শক্তিশালী ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের আঘাতে ১৯বিস্তারিত পড়ুন

২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হিক্কা

ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় হিক্কা। এর ফলে ঝড়ের পাশাপাশি ভারীবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ৩য় বারের মতো কাশ্মীর ইস্যুতে মধ্যস্ততার প্রস্তাব ট্রাম্পের
  • এক রাজার ১০০ স্ত্রী ও ৫০০ সন্তান! (ভিডিও)
  • মুখে মাকড়সা চড়লে ‘রিল্যাক্স’ অনুভূত হয় এই নারীর! (ভিডিও)
  • পানির নিচে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে মার্কিন নাগরিকের মৃত্যু
  • মাথায় ৪ ইঞ্চি লম্বা শিং নিয়ে হাসপাতালে বৃদ্ধ!
  • ১৩০টির বেশি দেশ ঘুরে বেড়ানো এক অন্ধ পর্যটকের গল্প
  • হেলমেট ঢোকেনি মাথায়, জরিমানা নিতে ব্যর্থ ট্রাফিক পুলিশ!
  • ৪ বছর প্রেম শেষে ৩০০ বছর বয়সী ভূতকে বিয়ে! (ভিডিও)
  • ছাগল চুরির ৪১ বছর পর ধরা পড়ল চোর!
  • যে গ্রামে প্রতিটা বাড়িই দরজাহীন, ব্যাংকে নেই তালা!