এমপি স্বপনকে যুবলীগের শুভেচ্ছা
আগামি নির্বাচন: যশোর-৫ (মণিরামপুর) আসনে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাপ শুরু
ক্ষমতাসীন আওয়ামীলীগের হাইকমান্ড, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৫ (মণিরামপুর) সংসদীয় আসনের জন্য তৈরি করেছে ৪ জন সম্ভাব্য প্রার্থীর তালিকা৷ আগামী নির্বাচনের আগপর্যন্ত এসব সম্ভাব্য প্রার্থীর কার্যক্রম মনিটরিং করা হবে বলে প্রাপ্ত সূত্রে প্রকাশ৷ জনসমর্থনে যার অবস্থান সবচেয়ে ভালো হবে তিনিই পবেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামীলীগের দলীয় মনোনয়ন৷
দশম জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি আসনের মধ্যে ৫টি আসনে জয়লাভ করে ক্ষমতাসীন আওমীলীগের নৌকা প্রতিক৷ শুধুমাত্র যশোর-৫ (মণিরামপুর) আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থীর বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যশোর জেলা আওয়ামীলীগের অন্যতম নেতা স্বপন ভট্টাচার্য্য চাঁদ জয়লাভ করেন৷ এজন্য তিনি দল থেকে বহিষ্কৃতও হন৷ এখন অবশ্য আবার দলে ফিরেছেন তিনি৷
এদিকে, আগামি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য এমপি প্রার্থীরা নড়েচড়ে বসতে শুরু করেছেন। দৌড়ঝাপও শুরু করেছেন অনেক নেতারা।
ইতোমধ্যে মণিরামপুরের জনপদে শুরু হয়েছে সেই প্রচার-প্রচারণাও৷
প্রচার-প্রচারণায় এগিয়ে থাকতে সম্ভাব্য প্রার্থীরা এখন পুরোপুরি মাঠে ময়দানে৷ উপজেলা শহর থেকে শুরু করে ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম ও মহল্লায় মহল্লায় যেয়ে দলীয় নেতাকর্মি ও সাধারণ ভোটারদের সাথে মতবিনিময়, কর্মি সভা, পথ সভা, গণসংযোগ করে চলেছেন৷
যশোর-৫ (মণিরামপুর) আসনের জন্য দলীয় হাইকমান্ডে যাদের নাম রয়েছে তারা হলেন- আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য্য, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট খাঁন টিপু সুলতান, বর্তমান সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য চাঁদ ও জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু৷
সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্যকে যুবলীগের ফুলেল শুভেচ্ছা
মণিরামপুর উপজেলার রাজগঞ্জের নবগঠিত ১১নং চালুয়াহাটী ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটি শুক্রবার সকালে মণিরামপুরস্থ অফিসে যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য চাঁদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন৷
একই সাথে মণিরামপুর উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী (বাচ্চু)কেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়৷
এসময় ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার খোরশেদ আলম, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ইয়াহিয়া রাজু ও নব গঠিত চালুয়াহাটী ইউনিয়ন যুবলীগের আহবায়ক এম এম ইমরান খান (পান্না) সহ কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন৷
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা
বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন
ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত
যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন