অভয়নগরের কালাম মোল্যা হত্যা মামলার রায়, ৩জনের যাবজ্জীবন কারাদন্ড
যশোর জেলার অভয়নগর উপজেলার পুড়াখালী গ্রামে শরিকের জমাজমি ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে আবুল কালাম মোল্যাকে হত্যার দায়ে তারই সৎভাই ও ছেলেসহ ৩জনকে অাদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে এবং প্রত্যেককে বিশ (২০) হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছে দিয়েছে আদালত।
২৮ শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এমএ রব হাওলাদার এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন যশোর জেলার অভয়নগর উপজেলার পুড়াখালি গ্রামের মালেক মোল্যার ছেলে মোঃ শাহজাহান মোল্যা (৫০), শাহজাহান মোল্যার ছেলে মোঃ ইব্রাহিম মোল্যা (২০) এবং তুজাম সরকারের ছেলে মোঃ হাবিবুর সরকার (৫০)।
মামলার অপর ৪ আসামি হাবিবুর সরকারের স্ত্রী শাহানা খাতুন (৪০), মোঃ তুজাম সরকারের ছেলে মোঃ নিজাম সরকার (৪০), নিজাম সরকারের স্ত্রী হারিছোন খাতুন (৩৫) ও নড়াইল সদর উপজেলার মোহাম্মাদ মোল্যার ছেলে মিকাইল মোল্যা (৫৫) এদের সকলকে এই মামলা থেকে অব্যহতি দেয়া হয়েছে।
এই রায় ঘোষনার সময় এসকল আসামীগন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী ফকির মো. জাহিদুল ইসলাম মামলার নথির সূত্রে জানান ২০১৭ সালের ১৪ই মে বেলা অনুমান ১২টার দিকে শরিকের সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে সৎভাই আবুল কালাম মোল্যাকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে আসামিরাগন। তার চিৎকারে তার স্ত্রী রাজিয়া বেগম তাকে রক্ষা করতে এগিয়ে আসলে তাকেও মারপিট করা হয়। মারাত্মক আহত অবস্থায় কালাম মোল্যাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল কালাম মোল্যাকে মৃত ঘোষনা করেন।
এই ঘটনায় নিহত কালাম মোল্যার স্ত্রী রাজিয়া বেগম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৬-৭জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন, মামল নং- ১০। পরের বছরের ১১ই ফেব্রুয়ারি মামলার তদন্ত অফিসার এসআই জনাব আনিসুর রহমান এজাহারভুক্ত আসামী শাহজাহান মোল্যার ছেলে মোঃ শামীম মোল্যা (১৮), নিজাম সরকারের ছেলে মোঃ সোহান সরকার (১৮) এবং হাবিবুর সরকারের ছেলে রুমান সরকার (১৮) কে কিশোর আদালতে পাঠিয়ে দেন অপরদিকে হাবিবুর সরকারের স্ত্রী শাহানা বেগম (৪০) ও নিজাম সরকারের স্ত্রী হারিছোন বেগম (৩৫) সহ ৭জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি এ্যাডভোকেট এনামুল হক এবং এপিপি এ্যাডভোকেট সাকিরিন সুলতানা।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা
বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন
ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত
যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন