আরো খবর...
অবশেষে দেবহাটার সখিপুরে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার
দেবহাটার সখিপুর ৯নং ওয়ার্ডের চন্ডিপুর নাংলা সংযোগ সড়কের মধ্যেবর্তী কালভাট সংলগ্ন রাস্তাটি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সংস্কার করা হয়েছে।
বেশ কিছুদিন ধরে চন্ডিপুর নাংলা সংযোগ সড়কটি জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল এমনকি রাতের বেলায় চলাচল করতে গিয়ে প্রায়ই ছোট খাটো কিছু দুর্ঘটনার সম্মুখিন হচ্ছিল গ্রামবাসী।
এমন পরিস্থিতে স্থানীয় যুব ও প্রবীণরা যৌথ উদ্যোগে রাস্তাটি সংস্কার করেছে।
সংস্কার কাজে অংশ নেন প্রবীণদের মধ্যে সাসের প্রবীন কমিটির সভাপতি মাহবুবুর রহমান, দাউদ আলী, কিনু সর্দার ও আমজাদ আলী এবং যুব কমিটির মধ্যে কামরুজ্জামান ডাব্লিউ, ফজর আলী, দবির আলী, মকদুদুম আলম, তরিকুল ইসলাম, রবিউল ইসলাম, সুজন, পিন্টু, আব্দুর রব, নারীদের মধ্যে রুবিনা আক্তার ও সোনিয়া আক্তার ও সাসের কর্মকর্তা আলমগীর হোসেন এবং মাহবুবুর রহমান। এ সময় কাজ দেখতে ছুটে আসেন বর্তমান ইউপি সদস্য হাফিজুর রহমান ও সাবেক ইউপি সদস্য রবিউল ইসলাম।
ইউপি সদস্য হাফিজুর রহমান বলেন- বাজেট ও লোকবলের অভাবে ওয়ার্ডের সকল কাজ পরিষদ থেকে সম্পন্ন করা সম্ভব হয়না। তাছাড়া আমাদের লোনা ও বন্যা কবলিত এলাকায় রাস্তাঘাট প্রতিনিয়ত নষ্ট হয়েই থাকে। তাই এ ধরনের উদ্যোগ এলাকাবাসীর জন্য সুফল বয়ে আনবে। স্বেচ্ছায় রাস্তাটি সংস্কার করার জন্য তিনি সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর যুব ও প্রবিণ কমিটিকে ধন্যবাদ জানান।
সখিপুরে কর্মরত সাসের সমন্বয়কারী শামীম হোসাইন বলেন- আমরা যুব ও প্রবীণদের উন্নয়নে কাজ করে যাচ্ছি। সখিপুরে নয়টি ওয়ার্ডেই একই ধরনের কমিটি রয়েছে আগামীতে ইউনিয়নের সকল ওয়ার্ডে এমন পরিকল্পনা গ্রহন করা হবে। এছাড়া সাস এর উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপি সখিপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে বক্ষব্যাধি ও গাইনীর উপর স্বাস্থ্যক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে সকল ইউপি সদস্য ও সদস্যা উপস্থিত ছিলেন। বক্ষব্যধিতে ডা. স.ম মঈনুল হক ১০২ জন ও গাইনীতে ডাঃ সুদেঞ্চা সরকার ৭৯ জন রোগীর সেবা প্রদান করেন।
সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে নবীণবরণ ও বিদায় অনুষ্ঠান
দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের বরণ এবং এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয়ের মাঠে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে নবীন ও বিদায়ী ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব শেখ আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য জগন্নাথ মন্ডল, মোনাজাত আলী, শেখ মনিরুল ইসলাম, শিক্ষকদের মধ্যে সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব মোয়াজ্জেন হোসেন, সিনিয়র শিক্ষক ইয়াকুব আলী, সহকারী শিক্ষিকা শাহিনা আক্তার, বিদায়ী ছাত্রদের মধ্যে আরাফাত হোসেন, মাসুম বিল্লাহ, রাজু আহম্মেদ, ১০ম শ্রেণির ছাত্র শিহাব জুহুরী প্রমূখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক আবু মুছা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক আলমগীর কবীর ও নির্মল কুমার গাইন। এবছর বিদ্যালয় থেকে সাধারণ বিভাগে ১১২জন এবং ভোকাশনাল বিভাগে ২১জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন