বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

৭০ বছর দাম্পত্য জীবন শেষে বাধ্যতামূলক বিচ্ছেদ

৭০ বছর এক ছাদের নিচে কাটিয়েছেন। থেকেছেন পরষ্পরের সান্নিধ্যে। একে অপরের সুখে-দুঃখে, আনন্দে-বেদনায় পাশে দাঁড়িয়েছেন।

সেই ১৯৫০ সালে গাঁটছড়া বাঁধার পর একটি বারের জন্যও পরষ্পরকে ছেড়ে কোথাও যাননি কেউ। তবে এবার রাষ্ট্রের কঠোর আইনে বাধ্য হয়েই প্রথমবারের মতো একে অপরকে ছাড়তে হচ্ছে ওই দম্পত্তির সুখের সংসার।

ঘটনাটি ঘটেছে কানাডার নিউ ব্রানসোয়িক এর পার্থ-অ্যান্ডোভারে। হারবার্ট গুডাইন (৯১) নামের ওই বৃদ্ধকে বাড়ি ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমে হারবার্ট ও তাঁর স্ত্রী আদ্রি গুডাইন আপত্তি জানালেও রাষ্ট্রীয় সংস্থা থেকে বলা হয়েছে, তাদেরকে অবশ্যই পরষ্পরের সঙ্গ ছাড়তে হবে। শুধু তাই নয়, সঙ্গ ছেড়ে হারবার্ট গুডাইনকে একটি নার্সিং হাউজে উঠতে আদেশ দিয়েছে সংস্থাটি।

এদিকে বিচ্ছেদের আগে একসঙ্গে বড়দিন পালন করার জন্য আবেদন জানায় তারা। তবে ওই সংস্থা বলছে আইনের বরখেলাপ করে তাদেরকে একসঙ্গে থাকতে দেওয়া যাবে না। এ ঘটনাটি ওই দম্পত্তির মেয়ে ফেসবুকে পোস্ট করলে, তা ভাইরাল হয়ে যায়। ইতোমধ্যে পোস্টটি ১৫ হাজার বারেরও বেশি শেয়ার হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

ওই দম্পত্তির কন্যা ডায়ানা ফিলিপস লিখেন, তারা যখন গতকাল কথা বলছিলেন, মাকে কাঁদতে শুনেছি। বাবাকে অঝোরে কাঁদতে দেখেছি। মা ওই সময় বাবাকে বলছিলেন, এবারের বড়দিনটি আমাদের সবচেয়ে জগণ্য বড়দিন হতে যাচ্ছে। তারা কেন ছুটির দিন পর্যন্ত অপেক্ষা করছে না ?

ডায়ান পিলিপস বলেন, কয়েকদিন আগে প্রাদেশিক বিভাগ থেকে একটি চিঠি আসে। ওই চিঠিতে বলা হয়, বাবার শরীরের অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে, তাই তাকে দ্রুত অন্য একটি দীর্ঘমেয়াদী সেবাকেন্দ্রে সরিয়ে নিতে হবে। তবে আমাদের পক্ষ থেকে এক সপ্তাহ সময় চাইলেও, তারা পরে জোর করে এই আদেশ চাপিয়ে দিয়েছে।

এদিকে আরেক ফেসবুক বার্তায় ওই সেবাকেন্দ্রের একজন লিখেন, আমাদেরকে অবশ্যই রাষ্ট্রের আইন মানতে হবে। সত্যিকারার্থে তাকে ওই বাড়িতে থাকতে না দুঃখের। কিন্তু আমি আইনের লঙ্ঘন করতে পারি না। তবে সিদ্ধান্ত হয়ে গেছে, এটি এখন আমার হাতের মধ্যেও নেই।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ১৯ জনের মৃত্যু

পাকিস্তানের উত্তরাঞ্চলে শক্তিশালী ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের আঘাতে ১৯বিস্তারিত পড়ুন

২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হিক্কা

ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় হিক্কা। এর ফলে ঝড়ের পাশাপাশি ভারীবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ৩য় বারের মতো কাশ্মীর ইস্যুতে মধ্যস্ততার প্রস্তাব ট্রাম্পের
  • এক রাজার ১০০ স্ত্রী ও ৫০০ সন্তান! (ভিডিও)
  • মুখে মাকড়সা চড়লে ‘রিল্যাক্স’ অনুভূত হয় এই নারীর! (ভিডিও)
  • পানির নিচে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে মার্কিন নাগরিকের মৃত্যু
  • মাথায় ৪ ইঞ্চি লম্বা শিং নিয়ে হাসপাতালে বৃদ্ধ!
  • ১৩০টির বেশি দেশ ঘুরে বেড়ানো এক অন্ধ পর্যটকের গল্প
  • হেলমেট ঢোকেনি মাথায়, জরিমানা নিতে ব্যর্থ ট্রাফিক পুলিশ!
  • ৪ বছর প্রেম শেষে ৩০০ বছর বয়সী ভূতকে বিয়ে! (ভিডিও)
  • ছাগল চুরির ৪১ বছর পর ধরা পড়ল চোর!
  • যে গ্রামে প্রতিটা বাড়িই দরজাহীন, ব্যাংকে নেই তালা!