বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

১৩০ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে প্রশংসিত মফিজ

মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অব্যাহত সহিংসতার মুখে বাংলাদেশে পালিয়ে এসেছে অসংখ্য রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু। তাদের আশ্রয়ের জন্য বাংলাদেশের সাধারণ জনগণ এগিয়ে এসেছেন।
তেমনই একজন ব্যক্তির নাম মফিজ উদ্দিন।

সম্প্রতি বিবিসি খুঁজে বের করেছে কক্সবাজারের মফিজ উদ্দিনকে। তিনি তার বাড়িতে প্রায় ১৩০ জন রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছেন।

বিবিসিকে মফিজ বলেন, ‘তারা অনেকে গুলি খেয়ে এসেছে, মার খেয়ে এসেছে, কাটা (ধারালো অস্ত্রের) খেয়ে এসেছে। তাদের দেখলে এমনিতেই চোখে পানি এসে যায়। ’

গত প্রায় চার মাস আগে তিনি তাদের আশ্রয় দিয়েছেন। এখনও তারা তার বাড়ি ও সংলগ্ন এলাকায় রয়েছেন।

কেন আশ্রয় দিয়েছেন তিনি? এ প্রসঙ্গে তিনি বলেন, ও মুসলমান। আমরাও তো মুসলমান।
মুসলমান হিসেবেও আমাদের মনে কষ্ট হয়। এজন্য তাদের আশ্রয় দিয়েছি। তারা যখন এসেছে তখন অসহায় মানুষ, বাড়িঘর নেই দেখে তাদের থাকতে দিয়েছেন বলে জানান মফিজ।

তারা আমাদের কাছে সাহায্য চেয়েছিল। আমাদের বাড়ির পাশে জায়গা কিছুটা খালি আছে। তাই তাদের আমি খোলা জায়গায় ঘর বানিয়ে থাকতে দিয়েছি।

বাংলাদেশের সরকারের নির্দেশনায় রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে থাকা নিষেধ। তবে তার পরেও বহু বাঙালির আশ্রয়ে বাস করছেন রোহিঙ্গারা।

মফিজ উদ্দিনের বাড়িতে আশ্রয় নেওয়া হাসিনা বেগম নামে এক রোহিঙ্গা নারী বলেন, ‘এখানে পাঁচ বছর, দুই বছর নাকি এক বছর থাকতে হবে, তা আমরা জানি না। একমাত্র আল্লাহ জানেন। আমরা মিয়ানমারে ফেরত যাব যদি আমাদের রোহিঙ্গা বলে স্বীকৃতি দিয়ে নিয়ে যাওয়া হয়। আমাদের ভূমি ও বাড়ি ফিরিয়ে দিয়ে যদি সব অধিকার দেওয়া হয় তাহলে আমরা ফিরে যাব। ’

এত রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে কোনো অসুবিধা হচ্ছে না? এ প্রসঙ্গে মফিজ বলেন, অল্প অসুবিধা হলেও তা সহ্য করতে হচ্ছে। যে জায়গায় তারা চাষবাষ করতেন, তা করতে পারছেন না। এছাড়া স্যানিটেশন সমস্যার কারণে চলাফেরাতেও অসুবিধা হচ্ছে বলে জানান তিনি। এছাড়া আর কোনো সমস্যা হচ্ছে না বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

সেই ৩৫ বস্তা টাকা জ্বালানী বানালেন স্থানীয়রা

বগুড়ার শাহজাহানপুরে রাস্তার পাশে পাওয়া বস্তা ভর্তি কুচি কুচি করাবিস্তারিত পড়ুন

টাকার স্তূপ নিয়ে হুলুস্থুল, যুবকের কাণ্ড মুহূর্তে ভাইরাল

বগুড়ার শাজাহানপুরের জালশুকা এলাকার খাউড়া ব্রিজের পূর্ব দিকের সড়ক ওবিস্তারিত পড়ুন

বগুড়ায় রাস্তার পাশে ৩৫ বস্তা ছেঁড়া টাকা!

বগুড়ার শাজাহানপুর উপজেলার জালশুকা গ্রামের খাওড়া ব্রিজের কাছ থেকে ৩৫বিস্তারিত পড়ুন

  • নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সপ্তম শ্রেণির ছাত্র গ্রেফতার
  • কিডনি রোগ প্রতিরোধ ও প্রতিকারের উপায়
  • কুড়িয়ে পাওয়া সোনার ব্যাগ ফেরত দিল চার যুবক
  • ২০১৯ দুর্গাপুজোয় মায়ের আগমন-গমন কিসে! এর ফলাফলে কোন প্রভাব পড়তে পারে
  • রুপা আক্তারের কবিতা : অর্থের প্রয়োজনে
  • কলারোয়া উপজেলায় সুশীলনের উদ্যোগে ৯০টি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ
  • জামিন পেল সেই পুলিশ কনস্টেবল মিমি
  • জামিন পেয়েছে মিন্নি
  • ফেসবুকে নতুন ফিচার চালু, ডিলিট হবে সবকিছু
  • পুলিশের অপকর্ম দেখে ফেলাই সাংবাদিকের নামে মিথ্যা মামলা
  • এবার যুক্তরাষ্ট্রেও ‘প্লাস্টিক বৃষ্টি’!
  • সাগরে লঘুচাপ, বন্দরসমূহে তিন নম্বর সতর্ক সংকেত