মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

সুসাহিত্যিক মনোজ বসুর ১১৮তম জন্মবার্ষিকী ২৫জুলাই কেশবপুরে পালিত হবে

২৫ জুলাই বৃহস্পতিবার বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ সুসাহিত্যিক মনোজ বসুর ১১৮ তম জন্মবার্ষিকী। কেশবপুর উপজেলা গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে।

১৯০১ সালে ২৫ জুলাই কেশবপুর উপজেলার ডোঙ্গাঘাটা গ্রামে ঐতিহ্যবাহী বসু পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। মনোজ বসু মাত্র ৭ বছর বয়সে কবিতা লিখতে শুরু করেন। পাঠশালার গন্ডি না পেরুতেই ১৯০৯ সালের জুন মাসে মাত্র ৮ বছর বয়সে তাঁর পিতা রামলাল বসুর মৃত্যু হয়। এক কঠিন বাস্তবতার মধ্যদিয়ে তিনি ১৯১৯ সালে ম্যাট্রিক, ১৯২২ সালে আইএ এবং ১৯২৪ সালে বিএ পাশ করে শিক্ষকতা পেশায় যোগদান করেন। তাঁর উল্লেযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে- বঙ্গলক্ষি ও বিচিত্রা, উপন্যাস- নিশি কুটুম্ব, ভুলিনাই, সৈনিক ও বাঁশের কেল্লা, গল্প- বনমর্মর ও নববাধ, ভ্রমণ কাহিনী- চীন দেখে এলাম ও নূতন ইউরোপ নূতম মানুষ সোভিয়েতের দেশে, নাটক- নূতন প্রভাত, বিপর্যয় ও রাখিবন্ধন শেখ লগ্ন।
তিনি দেশে বাংলা একাডেমি ও নরসিংদাস পুরস্কার পেয়েছেন। তাছাড়া তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় প্রদত্ত শরৎচন্দ্র পদক ও পুরস্কার এবং অমৃতবাজার পত্রিকা প্রদত্ত মতিলাল ঘোষ পুরস্কারে ভূষিত হয়েছিলেন। বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ মনোজ বসু ১৯৮৭ সালে ২৭ ডিসেম্বর পরলোক গমন করেন।

জান্মবার্ষিকী উপলক্ষে কেশবপুর উপজেলা গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে মনোজ বসু জন্মবার্ষিকী উদযাপন পরিষদের আয়োজনে ২৫ জুলাই বিকাল বিকাল ৩ টা ৩০ মিনিটে মনোজ বসুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সাহিত্যিক মনোজ বসু জন্মবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করবেন পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল। প্রধান অতিথির বক্তব্য রাখবেন যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অবসরপ্রাপ্ত উপ-সচিব মুক্তিযোদ্ধা আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী কামাল হোসেন ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।

সাইপ্রাসে করুন মৃত্যুর পরও আদম ব্যাপারীর হাত থেকে রক্ষা পাচ্ছে না কেশবপুরের এক পরিবার

উত্তর সাইপ্রাসে করুন মৃত্যুর পরও আদম ব্যাপারীর হাত থেকে রক্ষা পাচ্ছে না কেশবপুরের কাজী শহিদ কবিরের পরিবার।
কেশবপুর উপজেলার চিংড়া গ্রামের কাজী শহিদ কবিরের স্ত্রী দিলরুবা পারভীন জানান, আমাদেরকে ভালো রাখার জন্য আমার স্বামী কাজী শহিদ কবির (৪০) বিদেশ যাওয়ার ইচ্ছা পোষন করলে তিতি এলাকার চিহ্নিত আদম ব্যাপারী ডাঃ মফিজুর রহমানের খপ্পরে পড়েন। মফিজুর রহমান তার এক নিকট আত্মীয় সাতক্ষীরা জেলার তালা উপজেলার ভাগবা গ্রামের সাইপ্রাসে কর্মরত সাইফুল ইসলামের মাধ্যমে তার স্বামীকে অধিক সূযোগ-সুবিধা ও কম পরিশ্রমে মোটা অংকের টাকা বেতনের লোভ দেখিয়ে উত্তর সাইপ্রাসে পাঠাবার প্রলোভন দেখান। আমার স্বামী কাজী শহিদ কবির সাইপ্রাসে কর্মরত সাইফুল ইসলামের স্ত্রী ঝর্না বেগমের নিকট প্রথমে ১ লাখ টাকা ও পরে ৭ লাখ টাকা প্রদান করে। চলতি বছরের প্রথম দিকে আমার স্বামী কাজী শহিদ কবির উত্তর সাইপ্রেসে যাওয়ার পর সেখানে কোন সূযোগ-সুবিধার লেশ মাত্র ছিল না।
দক্ষিন সাইপ্রাসে যাওয়ার কথা বলে প্রতারক সাইফুল ইসলাম তার স্বামীর নিকট থেকে ৩ মাসের বেতন কেটে নেয়। বাড়িতে টাকা পাঠানো তো দূরের কথা নিজের খাওয়ার টাকা না থাকায় বাধ্য হয়ে ওভার টাইম করতে থাকে। ১ জুলাই অধিক প্রশ্রিমির কারণে আমার স্বামী হটাৎ অসুস্থ্য হয়ে পড়লে তার সহকর্মীদের সহযোগিতায় হাসপাতালে ভর্তি হয়।
চিকিৎসাধীন অবস্থায় গত ৫ জুলাই তার স্বামী কাজী শহিদ কবিরের মৃত্যু হয়। আমার স্বামীর মৃত্যুর পর লাশ দেশে পাঠানোর কথা বলে প্রতারক সাইফুল ইসলাম ও তার স্ত্রী ঝরনা বেগম আমাদের নিকট মোটা অংকের টাকা দাবী করে ফোন করতে থাকে। এক সপ্তাহ পর আমার স্বামীর কর্মরত কোম্পানী মালিক তার নিজস্ব অর্থায়নে লাশ দেশে পাঠান। তর্মমানে আমি আমার সন্তানদের নিয়ে মানবেতর জীবন-যাপন করছি। অথচ প্রতারক সাইফুল ইসলাম ও তার স্ত্রী ঝরনা বেগম লাশ দেশে পাঠানোর খরচের কথা বলে আমাদের নিকট মোটা অংকে অর্থ দাবী করে হয়রানি করছে।

এব্যাপারে দিলরুবা পারভীন তার স্বামী কাজী শহিদ কবিরের করুন মৃত্যুর ঘটনায় আদম ব্যাপারী ডা. মফিজুর রহমান, প্রতারক সাইফুল ইসলাম ও তার স্ত্রী ঝরনা বেগমের শাস্তির দাবী জানান।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা