মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সুন্দরবনের ৪ বাংলাদেশি জলদস্যুকে আটক করলো ভারতীয় পুলিশ

সাতক্ষীরার ৩ ও খুলনার ১ সহ ৪ জন বাংলাদেশি জলদস্যুকে সুন্দরবনের ভারতীয় অংশ থেকে আটক করেছে ভারতীয় পশ্চিমবঙ্গের পুলিশ। দেশটির পুলিশের দাবি, ওই ৪ জন জলদস্যু এবং এরা বাংলাদেশের বাসিন্দা। বৃহস্পতিবার ভোরে ভারত ভূখন্ডের সুন্দরবনের পীরখালি ৪ নম্বর জঙ্গল থেকে আগ্নেয়াস্ত্রসহ ওই চারজন ‘বাংলাদেশি জলদস্যুকে’ আটক করেছে পশ্চিমবঙ্গের পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রচুর পরিমাণে অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে।

পুলিশ জানিয়েছে, ভারত ভূখন্ডের সুন্দরবনের গোসাবা থেকে গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের কোস্টাল থানার পুলিশ, গোসাবা থানার পুলিশ এবং বারুইপুর থানার স্পেশাল অপারেশনস গ্রুপ যৌথভাবে অভিযান চালায়। সুন্দরবনের দত্তা নদীতে বৃহস্পতিবার রাতে একটি লঞ্চ ও একটি স্পিডবোটে করে এ অভিযান চালানো হয়। জলদস্যুরা একটি যন্ত্রচালিত নৌকায় করে ডাকাতির উদ্দেশ্যে তৈরী হচ্ছিলো। তারা সংখ্যায় মোট ৮ থেকে ১০ জন ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, অভিযানের সময় ‘জলদস্যুরা’ পুলিশকে লক্ষ্য করে গুলি করে। সঙ্গে সঙ্গে পাল্টা গুলি করে পুলিশও। উভয় পক্ষের মধ্যে প্রায় ২০ মিনিট গুলিবিনিময় চলে। এরপরেই চার ‘জলদস্যু’কে আটক করে পুলিশ।

আটককৃত ব্যক্তিরা হলেন,জেলার আশাশুনি এলাকার (২৬), শ্যামনগর এলাকার হাবিবুল্লাহ বাহার (৩১), সাহেব আলী গাজী (৩০) ও খুলনা জেলার কয়রা এলাকার বিল্লাল হোসেন (২৮)। অন্যরা পালিয়ে যায় বলে দাবি করেছে পুলিশ। আটক ব্যক্তিদের কাছ থেকে চারটি বড় পাইপগান, তিনটি ছোট পাইপগান, ১০টি ৮ এমএম গুলি এবং ৫টি ১২ এমএম গুলি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা যায়, সুন্দরবনে জেলেদের নৌকা লুটের জন্যই ওরা পীরখালির ৪ নম্বর জঙ্গলে জড়ো হয়েছিল। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার অরিজিত সিনহা জানান, আটক ব্যক্তিদের জেরা করে বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তিনি বলেন, ‘ওই বাংলাদেশি জলদস্যুরা ডাকাতি করার উদ্দেশ্যেই জড়ো হয়েছিল ওই এলাকায়।

একই রকম সংবাদ সমূহ

সেই ৩৫ বস্তা টাকা জ্বালানী বানালেন স্থানীয়রা

বগুড়ার শাহজাহানপুরে রাস্তার পাশে পাওয়া বস্তা ভর্তি কুচি কুচি করাবিস্তারিত পড়ুন

টাকার স্তূপ নিয়ে হুলুস্থুল, যুবকের কাণ্ড মুহূর্তে ভাইরাল

বগুড়ার শাজাহানপুরের জালশুকা এলাকার খাউড়া ব্রিজের পূর্ব দিকের সড়ক ওবিস্তারিত পড়ুন

বগুড়ায় রাস্তার পাশে ৩৫ বস্তা ছেঁড়া টাকা!

বগুড়ার শাজাহানপুর উপজেলার জালশুকা গ্রামের খাওড়া ব্রিজের কাছ থেকে ৩৫বিস্তারিত পড়ুন

  • নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সপ্তম শ্রেণির ছাত্র গ্রেফতার
  • কিডনি রোগ প্রতিরোধ ও প্রতিকারের উপায়
  • কুড়িয়ে পাওয়া সোনার ব্যাগ ফেরত দিল চার যুবক
  • ২০১৯ দুর্গাপুজোয় মায়ের আগমন-গমন কিসে! এর ফলাফলে কোন প্রভাব পড়তে পারে
  • রুপা আক্তারের কবিতা : অর্থের প্রয়োজনে
  • কলারোয়া উপজেলায় সুশীলনের উদ্যোগে ৯০টি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ
  • জামিন পেল সেই পুলিশ কনস্টেবল মিমি
  • জামিন পেয়েছে মিন্নি
  • ফেসবুকে নতুন ফিচার চালু, ডিলিট হবে সবকিছু
  • পুলিশের অপকর্ম দেখে ফেলাই সাংবাদিকের নামে মিথ্যা মামলা
  • এবার যুক্তরাষ্ট্রেও ‘প্লাস্টিক বৃষ্টি’!
  • সাগরে লঘুচাপ, বন্দরসমূহে তিন নম্বর সতর্ক সংকেত