রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সাতক্ষীরার চারটি আসনে ৭৪ প্রার্থীর দলীয় মনোনয়ন সংগ্রহ

সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের বিপরীতে আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৭৪ জন প্রার্থী তাদের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে আওয়ামী লীগের ৪১জন, বিএনপি’র ১৮জন এবং জাতীয় পার্টিসহ অন্যান্য দলের ১৫ জন।

গত ৮ নভেম্বর নির্বাচন কমিশন কর্তৃক একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকে ওইসব প্রার্থীরা তাদের নিজ নিজ রাজনৈতিক কার্যালয় থেকে এসব মনোনয়নপত্র সংগ্রহ করেন।

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, সাবেক এমপি বি এম নজরুল ইসলাম,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সরদার মুজিব, কলারোয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আমজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট অনিত মুখার্জী, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন,হিন্দু,বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, কলারোয়া উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক অধ্যাপক মনিরুজ্জামান মন্ময়,কলারোয়া উপজেলা আ.লীগের অর্থ বিষয়ক সম্পাদক জেলা পরিষদের সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, ছাত্রলীগ নেতা কামরুজ্জামান সোহাগ, সাবেক ছাত্রলীগ নেতা আহসান কবীর টুটুলসহ মোট ১৫ জন।
বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক, সাবেক সাতক্ষীরা জেলা বিএনপি’র সভাপতি, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, তার সহধর্মীনি এ্যাড.শাহানারা পারভীন বকুল, কলারোয়া উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক পৌর মেয়র আখতারুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আতিকুজ্জামান রিপন, কেন্দ্রীয় কমিটির জাসাসের নেতা আরিফুজ্জামান মামুন, বিএনপি নেতা ওয়াসেল উদ্দীনসহ মোট ৬জন।

জাতীয় পাটি থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত ও কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও বর্তমান জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এম মুনছুর আলী, ওযার্কাস পাটি থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক বর্তমান এমপি এ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ ও জাসদের ওবায়েদুস সুলতাল বাবলুসহ ৪ জন।

সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ আসাদুজ্জামান বাবু, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ, সাবেক ছাত্রলীগ নেতা আ.হ.ম তারেকউদ্দীন, সদর উপজেলা সভাপতি শওকাত হোসেন ও ব্যবসায়ী কাজী এরতেজা হাসান, এমপি মমতাজ আহম্মেদের ছেলে জিএম ফাত্তাহসহ মোট ৯ জন।

বিএনপি থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন জেলা বিএনপির সভাপতি রহমাতুল্লাহ পলাশ, সাতক্ষীরা পৌর মেয়র তাজকীন আহমেদ চিসতি, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফসহ ৩ জন।

জাতীয় পার্টি থেকে জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন, কেন্দ্রীয় নেতা মাতলুব হোসেন লিয়ন, বাংলাদেশ জাসদের সাতক্ষীরা জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার কাজেম আলী,সদর উপজেলার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিকসহ মোট ৪ জন।

সাতক্ষীরা-৩ (আশাশুনি-দেবহাটা-কালিগঞ্জ আংশিক) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী বর্তমান সংসদ সদস্য ডা. আ.ফ.ম রুহুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনছুর রহমান, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, নর্দান ইউনিভার্সিটির উপাচার্য ইউসুফ আব্দুল্লাহ্, ছাত্রলীগ নেতা গোলাম রসুল বিপ্লবসহ মোট ৫ জন।
বিএনপি থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা ডা. শহিদুল আলম, জেলা বিএনপি’র সহ-সভাপতি এ্যাড. বুরুন বিশ্বাস,আশাশুনি উপজেলা বিএনপি’র সভাপতি এস এম রফিকুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল কাদের মোট ৪ জন।
জাতীয় পার্টি থেকে কেন্দ্রীয় নেতা এ্যাড.সালাউদ্দীন, বাংলাদেশ ইসলামী আন্দোলন থেকে ডা. ইছাক আলীসহ ২ জন।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন দলীয় বর্তমান এমপি ও শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম, জগলুল হায়দার, সাধারন সম্পাদক আতাউল হক দোলন, আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাবেক চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিছ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবু, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, সাবেক চেয়ানম্যান জি এম শফিউল আযম লেলিন, কেন্দীয় তরুণ লীগের নেতা জিএম শফিউল্লাহ, বঙ্গবন্ধু সেনা পরিষদের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, সাবেক পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শেখ আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জমান, জেলা আওয়ামীলীগের সদস্য সাতক্ষীরা জর্জ কোটের অতিরিক্ত পিপি এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেদেহী, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রলীগের সাবেক সভানেত্রী মাসুদা খানম মেধা, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য রোজিনা কান্টুসহ মোট ১২ জন।

বিএনপি থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন উপজেলা বিএনপি’র সভাপতি নেতা আলহাজ্ব মান্টার আব্দুল অহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইলাহী মুন্না, উপজেলা ভাইস ভাইস চেয়ারম্যান নূরজাহান পারভীন ঝরনা, এ্যাড, আব্দুস সালাম, সাবেক এমপি কাজী আলাউদ্দীন মোট ৫ জন।

জাতীয় পার্টি থেকে দলীয় আলহাজ্ব আব্দুস সাত্তার মোড়ল, বিকল্প ধারা থেকে সাবেক এমপি এইচ এম গোলাম রেজা, বাংলাদেশ ইসলামী আন্দোলন থেকে আব্দুল করিম, বাংলাদেশ জাসদের কালিগঞ্জ উপজেলার সভাপতি আব্দুর আহাদ ও অধ্যক্ষ আশিক-ই-ইলাহীসহ মোট ৫ জন।

এসব প্রার্থীর দলীয় মনোনয়ন সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন স্ব-স্ব রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের হয়ে প্রচারণা চালানো মোদি’র তা ভারতের পররাষ্ট্রনীতির পরিপন্থী

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ডবিস্তারিত পড়ুন

ছাত্রদলের কাউন্সিল: ৮ভোটে হেরে গেলেন কেশবপুরের সেই শ্রাবণ

জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে সভাপতি পদে মাত্র ৮ ভোটে হেরে গেছেনবিস্তারিত পড়ুন

ছাত্রদলের নতুন সভাপতি খোকন, সম্পাদক শ্যামল

কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব পেল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল।বিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • শোভন-রাব্বানী বাদ, ছাত্রলীগের নেতৃত্বে জয় ও লেখক
  • শোভন-রাব্বানীকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী
  • বিশ্বের শীর্ষ নারী নেতৃত্বের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • আগুন নিয়ে খেলতে বারণ করলেন শামীম ওসমান
  • ৮ সেপ্টেম্বর থেকে বিদ্রোহী প্রার্থীদের চিঠি দেয়া হবে : ওবায়দুল কাদের
  • মইনুল হোসেন ফের কারাগারে