শিক্ষিত জাতি ছাড়া উন্নত রাষ্ট্র কল্পনা করা যায় না : শেখ আফিল এমপি
যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেছেন- ‘শিক্ষিত জাতি ছাড়া কখনো উন্নত রাষ্ট্র কল্পনা করা যায় না। দেশকে উন্নত করতে হলে সবার আগে প্রয়োজন শিক্ষিত জাতি গঠন করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল কোমলমতী শিশুদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করছেন।’
তিনি আরো বলেন- ‘আত্মবিশ্বাস- আত্মমর্যাদাবোধ একটি জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। কেউ পিছিয়ে রাখতে পারবে না।’
রোববার সকাল ৯টায় শার্শা উপজেলার বাগআঁচড়া হাইস্কুল মাঠে বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, ইউনিয়নের কৃতি শিক্ষার্থী ও তাদের মায়েদের সম্বর্ধনা ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পিএসসি, জেএসসি, এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয় এ অনুষ্ঠানে।
বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে শেখ আফিল উদ্দীন এমপি আরো বলেন- ‘মনে রাখতে হবে, দেশ এগিয়ে যাচ্ছে। দেশর প্রধান মন্ত্রী শেখ হাসিনা আপনার আমার সকলের সহযোগিতা দেশকে উন্নয়নের মহা সড়কে চলমান করেছেন। যা দেখে বিশ্ববাসী অবাক হয়েছেন। তাই, উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রাখতে হলে বার বার প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার প্রয়োজন।’
আগামি জাতীয় সংসদ নির্বাচনেও শেখ হাসিনার মার্কা নৌকা প্রতিকে ভোট দিয়ে দেশকে উন্নয়নশীল দেশ গড়ার সুযোগ দেয়ার আহবান ব্যক্ত করেন আফিল উদ্দিন এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল ও উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান।
এসসময় আরো বক্তব্য রাখেন- কৃতি শিক্ষার্থী নাইমুল হাসান, ছাদিয়া আফরিন, নাদিয়া নুসরাত, অভিভাবক সালমা আক্তার, নুরুন্নাহার, রেহেনা খাতুন, শাহরিয়া পারভীন, শিক্ষক ওসমান গনি মুকুল, প্রভাষক রেজাউল ইসলাম, খান হাসান আরিফ, অধ্যক্ষ সহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, ওয়াহিদুজ্জামান, শার্শা সদর ইউপি চেয়ারম্যান সোহারব হোসেন, নিজামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আযাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার প্রমুখ।
উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ অনুষ্ঠানটি পরিচালনা করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা
বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন
ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত
যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন