রবিবার, নভেম্বর ১৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

শার্শায় জেবিসিইএ মেধাবী পুরস্কার প্রদান

“সয়াবিনযুক্ত পুষ্টিকর মিডডে মিল খাও, স্বাস্থ্যবান হও এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করো” এই স্লোগানকে সামনে রেখে জাপান-বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ এসোসিয়েশন (জেবিসিইএ) কর্তৃক শার্শার হাড়িখালী যদুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জেবিসিইএ মেধাবী পুরষ্কার- ২০১৮’ প্রদান করা হয়েছে।

জেবিসিইএ সংস্থার চেয়ারপার্সন মিসেস তোমোকো মাস্মোতো, জেবিসিইএ ম্যানেজমেন্ট কমিটির সদস্য মিসেস সাতোমি টয়োডা ও নাহোকো সাতো বিশেষ অতিথি হিসাবে উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতাপাঠ এবং জাতীয় সংগীত এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা পর্বে স্বাগত বক্তব্য রাখেন জেবিসিইএ বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর আনিছুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করেন বন্ধন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এবং জাতীয় প্রতিবন্ধি ফোরাম ঢাকা এর সদস্য, জেডিপিকে মাধ্যমিক বিদ্যালয়, দেউলি ঝিকরগাছা-এর পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ হাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জাহাঙ্গির আলম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ এনামূল হক, হাড়িখালী যদুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মোঃ শাহজাহান, শার্শা থানা পুলিশের এস আই আনোয়ার হোসেন, স্কুলমিল পরিচালনা কমিটির সদস্য মোঃ আমিরুল ইসলাম, মোঃ মহাল উদ্দিন, বজলুর রহমান, মমতাজ বেগম, শিউলি খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শাহিনা খাতুন ও মহাদেব বসু প্রোগাম ম্যানেজার জেবিসিইএ বাংলাদেশ, স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যদুনাথপুর স্কুলের শিক্ষক মোঃ নজরুল ইসলাম, কোহিনুর বেগম, শাহিনা খাতুন, অভিভাবকগণ এবং স্কুলের সকল ছাত্র-ছাত্রী।

স্কুলের সহকারী শিক্ষীকা পারমিতা মজুমদারের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিবৃন্দ বিগত ২০১৭ সালের বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য ১৩ জন কৃতী শিক্ষার্থীকে একটি করে উন্নতমানের স্কুলব্যাগ, ১২টি খাতা, স্কুল ডায়েরী, জ্যামিতি বক্স, সার্পনার, কাঁটার, পেন্সিলবক্সসহ শিক্ষা সহায়ক সামগ্রী উপহার হিসাবে বিতরণ করা হয়। পাশাপাশি ২০১৭ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় অত্র বিদ্যালয় হতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী মোছাঃ রজনী আক্তারকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান শেষে সকলের জন্য স্কুল হতে রান্না করা সয়াবিনযুক্ত পুষ্টিকর হটমিল বিতরণ করা হয়।

উল্লেখ্য, জেবিসিইএ বাংলাদেশ এবং স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতায় যদুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিগত ৪ বছর যাবৎ স্কুলের সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে সারাবছর সয়াবিনযুক্ত পুষ্টিকর স্কুল লাঞ্চ বিতরণ করা হয়। স্থানীয় জনগণের অংশ গ্রহণের ফলে অত্র বিদ্যালয়ে পরিচালিত মিড ডে মিল কর্মসূচীটি প্রায় টেকসই পর্যায়ে উন্নীত হয়েছে। স্কুল লাঞ্চ এর খরচের প্রায় ৭০% টাকা স্থানীয়ভাবে যোগাড় হচ্ছে এবং খুব তাড়াতাড়ি খরচের শতভাগ টাকা স্থানীয়ভাবে আদায় হবে হবে স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহজাহান নিশ্চিত করেছেন। অত্র বিদ্যালয়ে পরিচালিত মিড ডে মিল কর্মসূচীটি বাংলাদেশের গ্রামঞ্চলে একটি মডেল হিসাবে আত্ম প্রকাশ করতে যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা