মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

শার্শার বাগআঁচড়ায় উদ্ধার হওয়া ৯টি জেব্রার ১টি মারা গেছে

শার্শার বাগআঁচড়ায় উদ্ধার হওয়া ৯টি জেব্রার ১টি মারা গেছে।
যশোরের শার্শা উপজেলার সাতমাইল এলাকার আবদুল বিশ্বাসের ছেলে নুর হোসেন তুতুর একটি গরুর খাটাল থেকে ৯টি জেব্রা উদ্ধার করে ডিবি পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে জেব্রাগুলো উদ্ধার করা হয়। তবে এর মধ্যে একটি জেব্রার মৃত্যু হয়েছে।

জেব্রাগুলো আদালতের মাধ্যমে ওয়ার্ল্ড লাইফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার জানিয়েছেন- শার্শার সাতমাইল গরু হাটের খাটালে সাদা-কালো ডোরা কাটা দাগের ৯টি জেব্র খুঁটির সঙ্গে বেঁধে রাখা ছিল। এসময় জেব্রাগুলোর চিৎকার ও ছটফট শুরু করলে লোক জানাজানি হয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেব্রাগুলো উদ্ধার করে। তবে জেব্রাগুলোর মালিককে খুঁজে পাওয়া যায়নি।
তিনি বলেন- জেব্রাগুলোর পাশে পড়ে থাকা কার্টুনের কারণে ধারণা করছি প্রশাসনের দৃষ্টি এড়াতে জেব্রাগুলোকে কার্টুনে ভর্তি করে আনা হয়েছিল।
তিনি আরো জানান- অন্য দেশ থেকে জেব্রাগুলো বাংলাদেশে আনা হলেও পরে এগুলো ভারতে পাচারের জন্যই যশোরের শার্শার সাতমাইলে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে দুটি পিকআপ ভ্যানে পারটে· ও লোহার এ্যাঙ্গেল দিয়ে তৈরি বাক্সে ১০টি জেব্রা আনা হয়। গাড়ি থেকে নামানোর সময় একটি জেব্রার মৃত্যু হয়। চোরাকারবারীরা তাৎক্ষনিক মৃত জেব্রাটিকে একটি ভ্যানে করে অন্যত্র নিয়ে যায়। স্থানীয়দের ধারণা ভারতে পাচারের উদ্দেশ্যে জেব্রাগুলো আনা হয়েছে।

শার্শা উপজেলার দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার আবু নাসের জানান- ৯টি জেব্রার মধ্যে একটি অসুস্থ। যে কারণে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে ডেকে পাঠানো হয়েছে। এছাড়া খুলনার ওয়ার্ল্ড লাইফ কর্তৃপক্ষকেও খবর দেয়া হয়েছে। সর্বশেষ আদালতের মাধ্যমে তাদের হাতেই জেব্রাগুলো তুলে দেয়া হবে।

এদিকে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জয়দেব কুমার সিনহা জানান- ৯টি জেব্রার মধ্যে একটি অসুস্থ হয়ে পড়লে চিড়িয়াখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে চিকিৎসার উদ্যোগ নেয়া হয়। কিন্তু চিকিৎসা দেবার আগেই অসুস্থ জেব্রাটি মারা যায়।

এদিকে গোয়েন্দাসুত্র থেকে জানা গেছে তিনজনকে আসামী করে ও আরো ৪-৫ জন অজ্ঞাত ব্যাক্তির নামে শার্শা থানায় মামলা করা হয়েছে।

অন্যদিকে ওয়ার্লড লাইফ কর্মকর্তারা জেব্রাগুলি আজ রাতেই নিয়ে যাবে বলে সাংবাকদিকদের জানিয়েছে।

শার্শার বাগআঁচড়া থেকে ৯টি জেব্রা উদ্ধার

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা