মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

শার্শার নিলকুঠি জঙ্গলপার্কে অসামাজিক কাজ চলার অভিযোগ

যশোরের শার্শার উলাশি নীলকুঠি ফ্যামিলি পার্কে অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠেছে।

এলাকাবাসির অভিযোগ দেহ ব্যবসা চলছে এ নিলকুঠি জঙ্গল পার্কে।এতে কারো কোন মাথা ব্যথা নেই। অজ্ঞাত কারণে প্রশাসন নীরব ভূমিকা পালন করায় পার্কটিতে অসামাজিক কাজ বেড়েগেছে ।

স্কুল ও কলেজ পড়ুয়া ছেলে মেয়েদেরও দেখা যায় নিলকুঠি পার্কে। অভিডোগ পার্কের মালিক ও তার কর্মচারীরা পার্কে বেড়াতে আসা ছেলে মেয়েদের ঘরে থাকার সুযোগ করেদিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এতেকরে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ ও কোমলমতি ছেলে মেয়েরা। উদ্বিগ্ন হয়ে পড়েছে অভিভাবক মহল। জনমনে দেখা দিয়েছে চরম হতাশা। দাবী উঠেছে অবিলম্বে পার্কটি বন্ধ করা হোক।

স্থানীয় এলাকাবাসির অভিযোগ প্রতিদিন যশোর, খুলনা, সাতক্ষীরা, কলারোয়া, ঝিকরগাছা, নাভারন, বেনাপোল,শার্শাসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেকলোক বেড়াতে আসে। এই সাথে এলাকার উঠতি বয়সের স্কুল, কলেজ গামী ছেলে মেয়েরা বেড়ানোর নামে ভাড়াঘরে অসামাজিক কাজে লিপ্তহয়।

প্রশাসনকে ম্যানেজ করে চলছে পার্কের আড়ালে এ অবৈধ কারবার। নীলকুঠি পার্কের গেটে বসে থাকা স্থানীয় বজলুর রহমান এ প্রতিনিধিকে বলেন,বিভিন্ন জায়গা হতে লোকজন উলাশী বাজার বাস থেকে নেমে নিলকুঠি জঙ্গলপার্কে চলে আসে। এক দুই ঘন্টা বেড়ানোর পরে আবার চলে যায় এরা । এখানে পার্কের ভিতরে ছোট ছোট করে ঘর করা আছে। আবার দোকানের ভিতর ছোট ছোট রুম করা আছে। সেখানে স্বামীস্ত্রীর পরিচয়ে অনেকে খোশগল্প করে । নাম প্রকাশ না করার শর্তে পার্কের এক কর্মচারী বলেন যারা মেয়ে নিয়ে আসে তাদের নিকট থেকে ঘর ভাড়া বাবদ ঘন্টায় ১ হাজার টাকা নেয়াহয়। অনুসন্ধানে জানা যায় পার্কের ভিতর অনেক স্কুল কলেজ পড়ুয়া মেয়ে ও ছেলেরা ঘরের আসায় লাইন দিয়ে বসে থাকে রুম খালি হওয়ার অপেক্ষায়। পার্কের জনৈক কর্মচারী বলেন এখানে নিরাপত্তার ব্যবস্থা আছে কোন সমস্যা নেই । দেখেন না মেয়ে ছেলেরা লাইন দিয়ে বসে আছে তাদের ঘর দিতে পারছি না।

বোঝেনতো পার্ক হচ্ছে বিনোদনের জায়গা। পার্কে ছেলেমেয়েরা গল্পগুজব না করলে পার্ক চলবে কি করে। স্থানীয় সচেতন এলাকাবাসী বলেন শার্শার উঠতি বয়সের ছেলে মেয়েরা শুধু মাত্র পার্কের কারনে খারাপ হয়ে যাচ্ছে। এলাকাবাসির দাবী পার্কে অসামাজিক কাজকর্ম বন্ধরাখা প্রয়োজন। এ ব্যাপারে পার্কের মালিক তরিকুল ইসলাম মিলন বলেন পার্কে অবৈধ কোন কাজ হয় না। অভ্যন্তরিন কোন্দলে বেনাপোল পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম লিটন পার্কটি ধ্বংস করার ষড়যন্ত্র করছে।

যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেন এ সরকার ক্ষমতায় আসার পর বেনাপোলের অনেক উন্নয়ন হয়েছে। আরও উন্নয়ন মূলক কর্মকান্ড চলমান রয়েছে। ছোট খাট বিষয় ভাবার কোন সুযোগ নেই।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমান বলেন পার্কের মূল ফটক ছাড়া বাকী অংশ ঝিকরগাছা থানার মধ্যে পড়ে। যার কারণে আইনগত ব্যবস্থা নেয়া যাচ্ছে না। তবে বিষয়টি নিয়ে উদ্ধর্তন কর্ত্তপক্ষের সাথে আলোচনা করে তাদের দিক নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই এনামুল হক বলেন পার্কটি শার্শা থানার মধ্যে হলেও দুই থানার মধ্যে আলোচনা করে অবিলম্বে অভিযান চালানো হবে। ইতোমধ্যে খোজ খবর নেয়ার জন্য শিওরদাহ পুলিশ ফাড়িকে দিক নির্দেশনা দেয়া হয়েছে।

দুরপাল্লার বাসবন্ধ বেনাপোলে পাসপোর্ট যাত্রীদের ভোগান্তি

দ্বিতীয় দিনের মতো দূরপাল্লার কোন বাস ছেড়ে না যাওয়ায় ভারত ফেরত শতশত যাত্রী বেনাপোলে আটকা পড়েছে ।

‘ বাগআচড়া নাভারন বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন সাংবাদিকদের বলেন,বেনাপোল থেকে প্রতিদিন দুরপাল্লার ৭০টি বাস চলাচল করে। শুক্রবার দিনে বাস না চললেও কর্তৃপক্ষের নির্দেশে রাতে কয়েকটি বাস ছাড়া হয়। বাস চলাচলের সুনির্দিষ্ট দিক নির্দেশনা না থাকায় অনেক বাস যাত্রী অভাবে বন্ধ রাখতে হয়।

‘সোহাগ পরিবহনের’ বেনাপোল কাউন্টার ম্যানেজার সহিদুল ইসলাম বলেন, সড়কে নিরাপত্তার অভাবে বাস ছাড়া যাচ্ছেনা । কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই বাস ছাড়া হবে ।

গ্রীন লাইন পরিবহনের বেনাপোল কাউন্টার ম্যানেজার রবীন কুমার অবশ্য বলেন,ভারত ফেরত অনেক যাত্রী কাউন্টারে টিকিট ফেরত দিয়ে বিকল্প পথে ঢাকা চট্টগ্রাম যাওয়ার চেষ্টা করছেন।

ঈগল পরিবহনের বেনাপোল কাউন্টারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির সাথে কথা হয় ঢাকার খায়রুল ইসলাম, চট্টগ্রামের আদিত্য সাহা ও চকোরিয়ার নারায়ন চন্দ্র সরকারের।

আদিত্য সাহা বলেন,অসুস্থ মানুষ চিকিংসা শেষে ভারত থেকে ফিরে বেকায়দায় পড়েছি। সকাল থেকে কাউন্টারে বসে আছি। কখন বাস ছাড়বে কেউ বলতে পারছে না।
আদিত্য,খায়রুল ও নারায়নের মতো কয়েক শ’ ভারত ফেরত যাত্রী বেনাপোলের বিভিন্ন পরিবহন কাউন্টারে অবস্থান করছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আন্তঃজেলার মধ্যে চলাচল করা সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে।

বেনাপোলের ধান্যখোলায় বিজিবি’র বিরুদ্ধে মানববন্ধন

বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের নিরীহ ব্যাক্তিকে ধরে ফেনসিডিল দিয়ে চালান দেওয়ার অভিযোগ এনে তার মুক্তির দাবীতে মানব বন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার বেলা ১১ টার সময় বিজিবির অত্যাচার ও নিরীহ মানুষকে ধরে ফেনসিডিল দিয়ে চালান দেওয়ার অভিযোগে করে গ্রামের নারী পুরুষমিলে মানববন্ধন করে।
ধান্যখোলা গ্রামবাসী জানায় বুধবার রাত্রে ধান্যখোলা মাদ্রাসার শিক্ষক কাম লাইব্রেরিয়ান ইমরান হোসেনকে রাস্তা থেকে ধরে ক্যাম্পে নিয়ে যেয়ে ফেন্সিডলসহ চালান দেয়। স্থানীয়রা জানায় ভোরবেলা ইমরানকে নিয়ে ধান্যখোলা গ্রামের মাঝেরপাড়া রাস্তার পাশ থেকে একটি বস্তা উদ্ধার করে। পরে এলাকার মেম্বার হাসান আলীকে জ্নায় ইমরানের শিকারোক্তি অনুযায়ী ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গ্রাম বাসী অভিযোগ করে বলে রাত্রে ঐ জায়গা থেকে ইমরানকে ধরে নিয়ে যায়। তখন তার কাছে কোন ফেনসিডিল পায়নি বিজিবি। এছাড়া সে এলাকার মাদ্রাসার একজন শিক্ষক। তার নামে আগে পরে কোন অভিযোগ নেই। রাত্রে ইমরান বেনাপোলে এমপির সংবর্ধনা অনুষ্ঠানের জন্য জনগনকে উদ্বুদ্ধ করার জন্য রাস্তায় দাঁড়িয়ে কয়েকজনের সাথে কথা বলার সময় তাকে বিজিবি ধরে ক্যাম্পে নিয়ে যায়।

এরপর ভোরবেলা এলাকার লোকজনকে বিজিবির পক্ষথেকে জানানোহয় ইমরানের কথামত এখানে ফেনসিডিল পাওয়া গেছে। গ্রাম বাসী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তারা নিরীহ মানুষকে অহেতুক হয়রানীর অভিযোগ করেন।

এ ব্যাপারে ধান্যখোলা ক্যাম্পের সুবেদার সফি বলেন, আমরা গভীর রাত্রে (১.০০ ঘটিকা) রাস্তায় লোকজন দেখে লাইট মারলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন আমরা ধান্যখোলা গ্রামের হাফিজুর রহমানের ছেলে ইমরানকে ধরে ক্যাম্পে নিয়ে আসি। ক্যাম্পে এনে তার শিকারোক্তি অনুযায়ী ধান্যখোলা মাঝেরপাড়া রাস্তার উপরেথাকা বস্তার ভিতরথেকে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করি।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা