মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

শার্শার গোগায় যুবলীগের জসীম শালিশের নামে অর্থ বানিজ্য করছে

যশোরের শার্শা উপজেলার ৬নং গোগা ইউনিয়নে শালিশের নামে অর্থবানিজ্য চলছে। যুবলীগের জসিমের অর্থবানজ্যে অতিষ্ট হয়ে পড়েছে গোগা ইউনিয়নের জন সাধারণ৷ তার অত্যাচার,নির্যাতন, নীপিড়ন,চাদাবাজী হুমকি ধমকির হাত থেকে রেহাই পাচ্ছে না নিজ দল আওয়ামীলীগের নেতা কর্মীরাও৷ এলাকায় জসিম তার নামে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে দীর্ঘ দিন কায়েম করেছে ত্রাসের রাম রাজত্ব৷ সামান্য অপরাধে মানুষকে রাস্তাঘাট, বাড়ী থেকে তুলে তার ব্যক্তিগত অফিসে নিয়ে মারধর করে আহত করে আদায় করা হয় লক্ষ লক্ষ টাকা চাঁদা৷ তার ব্যক্তিগত অফিসকে একটি টর্চার সেলে পরিনত করেছে যুবলীগ নেতা নামধারী কালিয়ানী গ্রামের আপেলউদ্দীনের ছেলে জসিম ও তার বাহিনীর সদস্যরা৷ আওয়ামীলীগের লোকজন সহ জসিমের ভয়ে এলাকা বাসী সর্বদা ভীতসন্ত্রস্ত হয়ে থাকে৷ সম্প্রতি ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার গোগা ইউনিয়নের আমলাই পশ্চিম পাড়া এলাকার দীন মজুর আলী মোর্তজার ছেলে বাগআঁচড়া বাজারের একটি খাতা বাঁধাইয়ের দোকানের কর্মচারী শাহাজামাল(৪০)তার মোবাইলের ফেইসবুক আইডি থেকে প্রধান মন্ত্রী শেখ হাসিনার একটি বিকৃত ছবি পোষ্ট হয়েছে মর্মে তার বাড়ী থেকে তুলে নিয়ে ৩ কিলোমিটার দুরে গোগা বাজারে নিয়ে ব্যাপক ভাবে মারধর করে গুরুত্বর জখম করে এবং ২ লক্ষ টাকা জরিমানা করে তার মধ্যে ৭ফেব্রুয়ারী বুধবার ১ লক্ষ টাকা ৯ ফেব্রুয়ারী শুক্রবার ৬০ হাজার টাকা নগদ আদায় করে জসিম ও তার সহযোগী ৬নং আমলাই ওয়ার্ডের মেম্বর শামসুজ্জামান বুলু, ৪নং গোগা ওয়ার্ডের মেম্বর মনিরুজ্জামান মনি, জসিম বাহিনীর সদস্য পুলিশের সোর্স ইছাপুর- গোপালপুর গ্রামের মিল্টন সহ জসিমের সাঙ্গপাঙ্গরা ভাগাভাগি করে নেয় ৷ বিষয়টি ভুক্তভোগীর পরিবার ভয়ে কাওকে না জানালেও আস্তে আস্তে সমস্ত শার্শা উপজেলায় কথাটি রাষ্ট্র হয়ে যায়৷ জসিম ও তার সহযোগীদের প্রতি সাধারণ মানুষ ধিক্কার দিতে থাকে৷ গোগা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেনও সমপ্রতি জসিম বাহিনীর হাতে মারধরের শিকার হয়ে ব্যাপক ভাবে লাান্থিত হয়েছে৷ জসিম বাহিনীর সক্রিয় ক্যাডার হলো কালিয়ানী গ্রামের জয়নাল আবেদিনের ছেলে জুলফিকার, মৃত এলাহী বক্সের ছেলে হালিম সরদার, মৃত আব্দুল কাদেরের ছেলে হাফিজুর, ভুলাট গ্রামের রবিউল হোসেনের ছেলে নেছার সহ প্রায় ১৫/২০ জন সন্ত্রাসী৷ গ্রামবাসি জানায়, শাহজামাল ছোটবেলা থেকে শান্তশিষ্ট৷ নম্রভদ্র প্রকৃতির৷ কখনও তার বিরুদ্ধে এলাকাবাসি খারাপ কিছু শোনেনি৷ সে অত্যন্ত নিরীহ ও সত্‍৷ সে বাগআঁচড়া বাজারের একটি খাতা বাঁধাইয়ের দোকানে কর্মচারী হিসাবে অত্যন্ত পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে৷ গ্রামবাসি আরো জানায়, শাহাজামালের মোবাইল সম্মন্ধে তেমন কোন আইডিয়া নেই৷ কে বা কারা অসৎ উদ্দেশ্যে তার মোবাইলের ফেইসবুক আইডি হ্যাকিং করে এঘটনা ঘটিয়েছে। যদি সত্যিই কোন অপরাধ করে থাকে তার জন্য পুলিশ আছে,আইন আদালত আছে ৷ তার উপরে যে ভয়াবহ নির্যাতন ও চাঁদা আদায়ের ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুঃখ জনক৷ এ ব্যাপারে শাহাজামালের ওয়ার্ডের মেম্বর শাসছুজ্জামান বুুলুর কাছে জানতে চাইলে তিনি চাঁদা আদায়ের বিষয়টি স্বীকার করে এ প্রতিবেদক কে জানান, ভাই আমি কসম করে বলছি আমি কোন টাকা নেয়নি৷ ১লক্ষ ৬০ হাজার টাকা জসিম নিয়েছে৷ আমি গোগা বাজারে যেয়ে দেখি শাহাজামাল কে মারধর করে গুরুতর আহত করা হয়েছে৷ আমি ঐ ১লক্ষ ৬০ হাজার টাকা থেকে একটি টাকাও নিইনি৷ অভিযুক্ত জসিমের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান৷ এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টির কিছুই আমি জানিনা, আমার অধীনস্ত কোন অফিসারও বিষয়টি জানে না৷ খোজ খবর নিয়ে জানা গেছে গোগা গ্রামের আপেলউদ্দীনের ছেলে জসিম ৫/৭ বছর আগে নিজ নামে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড,চাঁদাবাজী, জোরজবরদস্তি মূলক বিচার শালীসের নামে গোটা গোগা ইউনিয়নে ত্রাসের রামরাজত্ব কায়েম করেছে৷ এ সব অবৈধ কর্মকান্ড পরিচালনার জন্য জসিম বহু আগে গোগা বাজারে একটি অফিস খুলেছে যেটি জসিমের আদালত নামে এলাকাবাসির কাছে পরিচিত৷ এব্যাপারে সচেতন এলাকাবাসি সন্ত্রাসী জসিম ও তার সহযোগিদেরকে অতিদ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন ৷চলবে….

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা