সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

লাল টসটসে লিচু এখন রাজশাহীর বাজারে

মধুমাস জ্যেষ্ঠ আসতে না আসতেই রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে টসটসে লিচু। বাজারে ফল কিনতে আসা ক্রেতাদের নজর এখন লাল রঙের এ রসালো লিচুতে। তবে দাম তুলনামূলক অনেক বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি। বাজারে বেশি পরিমাণে লিচু উঠলে দাম নেমে আসবে ক্রেতার নাগালে।

রাজশাহী মহানগরীর সাহেববাজারে দুজন বিক্রেতাকে লিচু বিক্রি করতে দেখা গেল গতকাল। তারা জানান, এ মৌসুমে বৃহস্পতিবারই প্রথম বাজারে লিচু উঠেছে। প্রতি ১০০ লিচু তারা বিক্রি করছেন ৩০০ থেকে ৩২০ টাকায়। বেশি পরিমাণে লিচু উঠলে তা নেমে আসবে ১৫০ থেকে ২০০ টাকায়। এখন চড়া দামে কেনায় বেশি দামেই বিক্রি করতে হচ্ছে তাদের। লিচু বিক্রেতা নগরীর ছোটবনগ্রাম মাস্টারপাড়া মহল্লার মাসুদ রানার জানান, তাদের এলাকায় বেশকিছু লিচু বাগান রয়েছে। তাই প্রতি মৌসুমে তিনি সেসব বাগান মালিকদের কাছ থেকে লিচু কিনে বাজারে খুচরা বিক্রি করেন। প্রথম দিন তিনি পাঁচ হাজার লিচু কিনেছেন। দাম বেশি হওয়ায় বেচাবিক্রি তার খুব একটা জমেনি।

প্রায়ই একই কথা জানালেন লিচু বিক্রেতা আফজাল হোসেনও। তিনি বলেন, ক্রেতারা বেশ আগ্রহ নিয়েই লিচু দেখছেন। কিন্তু দাম শোনার পর বেশিরভাগ ক্রেতাই পিঁছুটান দিচ্ছেন। বৃহস্পতিবার তিনি সাড়ে তিন হাজার লিচু আনলেও দুপুর পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র ৯০০ লিচু। আফজাল হোসেন বলেন, এখন রোদের তেজ নেই। পরপর বৃষ্টির কারণে আবহাওয়া ঠাণ্ডা।তাই লিচুর বিক্রি কম। পাশাপাশি চড়া দাম প্রভাব ফেলেছে বিক্রিতে। আবহাওয়া তপ্ত হয়ে উঠলে বিক্রি বাড়বে রসালো এ ফলের।লিচু ক্রেতা মাকসুদা খাতুন বলেন, লিচু তার বাচ্চার খুব পছন্দ। তাই বাজারে দেখামাত্রই তিনি কিনেছেন। তবে দামটা বেশি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, রাজশাহীতে ৪৭৬ হেক্টর জমিতে লিচু বাগান রয়েছে। এখন ছোট-বড় মিলিয়ে লিচু বাগানের সংখ্যা ৯০টিরও বেশি। বাগান ছাড়াও বসতবাড়িতে দেশি লিচুর পাশাপাশি উচ্চ ফলনশীল চায়না-৩ এবং বোম্বে ও মাদ্রাজি জাতের লিচু চাষ হয়েছে। এবার প্রতি কেজিতে গড়ে ২০ লিচু ধরে চার টনেরও বেশি লিচু উৎপাদনের আশা করা হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দেব দুলাল ঢালি বলেন, রাজশাহী অঞ্চলে এবার যখন লিচুর ফুল ফুটতে শুরু করেছিল তখন আবহাওয়া ছিলো নাতিশীতোষ্ণ। আবার ফুল ফোটা থেকে লিচুর গুটি আসা পর্যন্ত বৃষ্টিপাতও তেমন হয়নি। তাই এবার ভালো উৎপাদন হয়েছে লিচুর। চাষিরা এবার লাভবান হবেন বলেও আশা প্রকাশ করেন কৃষি বিভাগের এই কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

এনামুল-সম্রাটসহ ৪ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে সংসদবিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

  • নড়াইলে শিশু মহিমা খুন ।। দাদা-দাদিসহ ৮জনের বিরুদ্ধে মামলা
  • টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী
  • সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
  • নড়াইলে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এসপি জসিম উদ্দিন
  • এবার বাংলাদেশেও ভাঙল প্রচলিত নিয়ম, যাত্রী নিয়ে বিয়ে করতে বরের বাড়িতে কনে!
  • তবু নড়াইলের দিপালী’র মুক্তিযোদ্ধার স্বীকৃতি মেলেনি! মৃত্যুর পরে রাষ্ট্রীয় মর্যাদার প্রত্যাশা
  • আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে মিন্নি
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • পিরোজপুরের মঠবাড়িয়ায় এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
  • নড়াইলে ইয়াবাসহ ইউএনও অফিসের সহায়ক গ্রেফতার
  • নড়াইলে ভাইস চেয়ারম্যানের জামিন ও রিমান্ড না মঞ্জুর
  • ঢাবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় বাগেরহাট জেলা…