রাজনৈতিক দ্বন্দ্বে শার্শার অগ্রভুলোটে মামলার শিকার…..!!
যশোরের শার্শার গোগা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীগের সভাপতি ও অগ্রভুলোট গ্রামের মেম্বর তবিবুর রহমান মিথ্যা ও ষড়যন্ত্র মুলক মামলার শিকার হয়েছেন বলে দাবী করেছেন।
জানাগেছে গত ২৪ শে মে বুধবার দুপুরে মেম্বর তবিবুরের শ্যালক মুসার আম গাছ থেকে প্রতিপক্ষ হযরত আলীর ছেলে আল-আমিন ও তার কয়েকজন বন্ধুমিলে কয়েকটা আম পাড়ে। তা নিয়ে ঐ মুহুর্তে হট্রোগোল হয়। পরে আম পাড়ার জন্য হযরত আলী এক মন আম দেবেবলে সিদ্ধান্ত হয়। ঐদিন রাত ৮ টার দিকে অগ্রভুলোট বাজারে আকবর আলীর চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় হযরত আলীর ওপর তিন চারজন হটাৎ হামলা চালায়।তাকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে আহতকরে এই মর্মে হজরত আলী শার্শা থানায় স্হানীয় মেম্বর তবিবুর রহমানসহ ১১ জনের নামে মামলা দায়ের করেন।
এ মামলার ব্যাপারে মেম্বর তবিবুর রহমান ৬নংগোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদকে দায়ী করে বলেন,অনেক দিন ধরে চেয়ারম্যানের সাথে তার সম্পর্ক ভালো নেই। রশিদ চেয়ারম্যান তাকে সবসময় পরিষদ থেকে আড়াল করে রাখতেন । কিছু হলেই তার নামে মামলা হামলা দিয়ে হয়রানি করতেন ।এছাড়া তিনি তাকে অযথা অকথ্য ভাষায় গালিগালাজ করতেন।যেহেতু হযরত আলী তার ক্যাডার।এজন্য আমাকে হয়রানি করার জন্য তাকে দিয়ে মিথ্য মামলা করিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে চেয়ারম্যান আব্দুর রশিদ মুটোফোনে বলেন, তবি মেম্বর মারামারির বিষয়ে কিছুই জানেন না।তবে তিনি দুরে দাঁড়িয়ে ছিলেন এবং তার কয়েকজন সহযোগী হযরতের উপর হামলা করেন । তিনি কি সম্পুর্ণ নির্দোষ? তিনি আরো বলেন আহত হযরতকে প্রথমে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাহয়। তিন দিন রাখারপরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। হযরত আলীর হাত পা ভেঙ্গে গুরুতর জখম করেছে বলে তিনি জানান।
এলাকাবাসীর দাবি তবি মেম্বরকে পূর্বশত্রুতার জেরধরে চেয়ারম্যানের ইঙ্গিতে মামলায় ফাঁসানো হয়েছে। হযরত আলী কিছুদিন আগেও তবি মেম্বরের ঘনিষ্ট সহচর ছিলো।খাটালের টাকার ভাগবাটোয়ারা নিয়ে দন্ধের সৃষ্টিহলে হযরত আলী রশীদ চেয়ারম্যানের দলে যোগদিয়ে মেম্বরের বিরুদ্ধে ষড়যন্ত্র আটতে থাকে।মেম্বর তবিবর তার নামে মিথ্যা মামলার সঠিক তদন্তদাবী করে ন্যায় তথ্য প্রকাশের জন্য শার্শার মাননীয় এমপি মহাদয় সহ প্রশাসনের সকল উর্ধ্ধতন কর্মকর্তা ও মাননীয় প্রধান মন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা
বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন
ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত
যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন