মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

রাজগঞ্জ বাজারের চৌরাস্তা মোড়ে তীব্র যানজট : প্রশাসনের হস্তক্ষেপ কামনা

যশোরের রাজগঞ্জ বাজারে চৌরাস্তা মোড় এখন ভাড়ায় চালিত মোটর সাইকেল, অটোভ্যান, ইজিবাইক ও মণিরামপুর সড়কের দুই পাশের নির্মানাধিন ভবনের নির্মান সামগ্রীর দখলে রয়েছে৷ যে কারনে রাজগঞ্জ চৌরাস্তা মোড়ে প্রতিনিয়ত সৃষ্টি তীব্র যানজটে স্কুল, কলেজ ও মাদরাসা গামি শিক্ষার্থীরা পড়ছে মহা বিপাকে৷ মাঝে মধ্যে চৌরাস্তা মোড়কে যানজট মুক্ত রাখতে স্থানীয় পুলিশ ব্যবস্থা নিলেও পরে কর্ণপাত করে না দখলবাজরা৷

সরেজমিনে দেখা গেছে, বাজারের মণিরামপুর সড়কের দু’ধারের রাস্তার জায়গা সরু করে রাখা হয়েছে ইট, বালি ও খোয়া৷ এছাড়া রাজগঞ্জ-মণিরামপুর সড়কে চলাচলরত ট্রেগার, মাহিন্দ্র ও মোটর সাইকেল৷ রাজগঞ্জ-যশোর, রাজগঞ্জ-বাঁকড়া, রাজগঞ্জ-ঝিকরগাছা সড়কে চলাচলরত মোটর সাইকেল, নছিমন, করিমন গুলো রাস্তার উপর রেখেই যাত্রী উঠানো, নামানোর কাজ করছে৷ যে কারনে যানজট তীব্র হচ্ছে৷ চরম ভোগান্তিতে রয়েছে পথচারিরা৷ বিশেষ করে সপ্তাহের দুই দিন সোমবার ও বৃহস্পতিবার হাটবারের দিন এতোটাই যানজটের সৃষ্টি হয়? যা জন সাধারনের চলাচল করার কোনো জায়গা থাকে না৷

সম্প্রতি, রাজগঞ্জ মোটর সাইকেল চালক সমিতি, তারা নিজেরাই রাজগঞ্জ বাজারের চৌরাস্তা মোড় যানজট মুক্ত রাখার জন্য চেষ্টা করেছিলো৷ কিন্তু পারেনি৷

এব্যাপারে কথা হয় পথচারী আফজাল হোসেনের সাথে, তিনি বলেন, বাজারের মোড়ের যে অবস্থা তাতে চলাচল করা খুব কষ্টের ব্যাপার৷ গত বৃহস্পতিবার বিকালে বাজারের চৌরাস্তা মোড়ে এক ঘন্টার তীব্র যানজটের সৃষ্টি হয়৷ এরকম যানজট বাজারের চৌরাস্তা মোড়ে এখন নিত্য দিনের৷
যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ শহিদুল ইসলাম মিলন জানান, চৌরাস্তা মোড় যানজট মুক্ত করতে হলে মোড় বড় করা লাগবে, আর নির্মানাধীন ভবনের সামনে রাখা নির্মান সামগ্রী দ্রুত সরানো লাগবে৷

আরো একজন পথচারী মোঃ সোহাগ হোসেনের মতে, বাজারের চৌরাস্তা মোড় থেকে কথিত ব্যক্তিদের সৃষ্টি করা মোটর সাইকেল, মাহিদ্র, টেগার, নছিমন, করিমন ও আলম সাধুর স্টান্ট সরানো প্রয়োজন৷ তা না হলে এই যানজট কোনো দিনও মুক্ত হবে না৷
এদিকে, স্থানীয় সচেতন সমাজ, রাজগঞ্জ বাজারের চৌরাস্তা মোড়কে যানজট মুক্ত রাখতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে৷

রাজগঞ্জে দুর্ঘটনায় দুইজন হতাহত
যশোরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাহাবুদ্দিন পাটোয়ারী (৪২) নামের এক ইঞ্জিনভ্যান চালকের মৃত্যু হয়েছে৷

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রাজগঞ্জের রোহিতা ইউনিয়নের বাসুদেবপুর বাজারে এই দুর্ঘটনাটি ঘটেছে৷
নিহত সাহাবুদ্দিন পলাশী মাঠপাড়া এলাকার দুলু মিয়ার ছেলে৷ খবর পেয়ে খেদাপাড়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ হেফাজতে নেয়৷

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাসুদেবপুর বাজার থেকে নিজের ইঞ্জিনচালিত ভ্যান নিয়ে বাড়িতে ফিরছিলেন সাহাবুদ্দিন৷ এসময় ঝিকরগাছাগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল ভ্যানটিকে ধাক্কা দিলে মাটিতে পড়ে মাথায় আঘাত পেয়ে মারা যান তিনি৷

দুর্ঘটনায় মোটরসাইকেল চালকও আহত হয়েছেন৷ স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন৷ আহত মোটরসাইকেল চালকের বাড়ি ঝিকরগাছা উপজেলার বল্লা গ্রামে বলে স্থানীয়রা জানান৷

খেদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আইনুদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ হেফাজতে নিয়েছিলাম

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা