আরো খবর...
রাজগঞ্জে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু
মনিরামপুরের রাজগঞ্জে মঞ্জু খাতুন (২৮) নামে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে৷ পরিবারের অভিযোগ, তার স্বামী বাবলু মুন্সি গলা টিপে হত্যা করেছেন৷
বাবলু মালয়েশিয়া প্রবাসী তিন মাসের ছুটিতে সে বাড়ীতে বেড়াতে আসে৷ একই গ্রামে অন্য এক মেয়ের সঙ্গে পরকীয়ার জেরে তিনি স্ত্রীকে হত্যা করেছেন বলে অভিযোগ৷ এই ঘটনায় স্বজনরা হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে৷ খবর পেয়ে গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে৷
মঞ্জুর চাচাতো ভাই আবুল কালাম জানান, প্রায় ১৫ বছর আগে ঝাঁপা মিস্ত্রিপাড়ার রাজ আলী মুন্সির ছেলে বাবলু মুন্সি সঙ্গে বিয়ে হয় একই গ্রামের বাগাডাঙ্গিপাড়ার জমশেদ মোড়লের মেয়ে মঞ্জু খাতুনের৷ তাদের জিহাদ (১১) ও লামিয়া (৮) নামে দুটি সন্তান রয়েছে৷ পরকীয়া নিয়ে তাদের সংসারে অশান্তি লেগেই ছিল৷ এরইমধ্যে মালয়েশিয়ায় কাজের সন্ধানে যান বাবলু৷ কিন্তু সংসারের অশান্তি কমেনি৷ এই পর্যন্ত ৭-৮ বার বিষয়টি নিয়ে গ্রাম্য শালিসও হয়েছে৷ মাস দুয়েক আগে বিদেশ থেকে ফিরে শালিসের মাধ্যমে মঞ্জুকে ঘরে তোলেন বাবলু৷
কালামের অভিযোগ, পাড়ার একটি মেয়ের সঙ্গে পরকীয়া রয়েছে বাবলুর৷ এই কারণে সোমবার বিকেলে ছেলে জিসান ও বাবা-মাকে মাঠে পাঠিয়ে দিয়ে মঞ্জুকে গলাটিপে হত্যা করে সে৷ বিষয়টি চাপা দিতে এরপর মেয়ে লামিয়াকে নিয়ে বাবলু রাজগঞ্জ বাজারে যায়৷ সেখান থেকে ফিরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আশপাশের লোকের কাছে প্রচার করে মঞ্জু স্ট্রোক করে মারা গেছে৷ আমাদেরকেও একই কথা বলে ফোন করে বাবলু৷
সন্ধ্যায় আমরা এসে দেখি বাড়ির বারান্দায় মঞ্জুকে কাপড় দিয়ে ঢেকে ফেলে রেখেছে৷ তখন বৈদ্যুতিক আলোয় কিছু বোঝা যায়নি৷ সকালে দেখি মঞ্জুর গলায় কালো দাগ৷ এতে আমরা নিশ্চিত হয়েছি, মঞ্জুকে গলা টিপে মেরে ফেলেছে বাবলু৷ এই বিষয়ে আমরা হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছি৷
জানতে চাইলে মঞ্জুর বাবা জমশেদ আলী কান্নায় ভেঙে পড়েন৷ ফলে তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে পারেননি৷
স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ হোসেন বলেন, শুনেছি সোমবার বিকেলে বাবলু তার ছেলেটিকে সাথে নিয়ে রাজগঞ্জ বাজারে গেছে৷ তখন মঞ্জু খাটের ওপর শুয়ে ছিল। পরে সে নিচে পড়ে যায়৷ এসময় পাশের তিন নারী এসে মঞ্জুকে ধরেন৷ তাদের হাতের ওপরই মঞ্জুর মারা গেছে৷
এবিষয়ে জানতে চাইলে ঝাঁপা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাখাওয়াত হোসেন বলেন, লাশের গলার কাছে একটা লালচে দাগ পাওয়া গেছে৷ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হচ্ছে৷
রাজগঞ্জে সমতা সেবা সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত
মঙ্গলবার বিকালে রাজগঞ্জ বাজারস্থ সমতা সেবা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রধান কার্যালয়ে সমিতির দাপ্তরিক বিষয় ও আগামী ২১ অক্টোবর সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷
সাবেক চেয়ারম্যান গোলাম রসুল চন্টার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমিতির প্রতিষ্ঠাতা চাকলাদার শরিফুল ইসলাম, সদস্য মাস্টার মাহাবুর রহমান, রোজিনা আক্তার, সাইদুজ্জামান মনা, আব্দুল্লাহ, জসিম উদ্দিন, আব্দুস সাত্তার, সাইদুল ইসলাম প্রমুখ৷ অনুষ্ঠিত আলোচনা সভায় ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়৷
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা
বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন
ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত
যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন