আরো খবর....
রাজগঞ্জে কলেজছাত্রীর বাল্য বিয়ে পণ্ড
মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া এক কলেজছাত্রীর বাল্য বিয়ের আয়োজন পণ্ড করেছে।
গত সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী উপজেলার রাজগঞ্জের মশ্বিমনগর ইউনিয়নের চাকলা গ্রামে কনের বাড়িতে এ অভিযান চালান। এছাড়া কলেজছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে এক বখাটেকে ধরে সতর্ক করে পুলিশের জিম্মায় দিয়েছে আদালত।
মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল হোসেন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
জানাগেছে, মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সলিমপুর গ্রামের আব্দুল আলীমের ছেলে ইমরান হাসানের সাথে মেয়েটির বিয়ের দিন নির্ধারণ করে পরিবার। সেই লক্ষ্যে সোমবার থেকে কনের বাড়িতে প্যান্ডেল সাজানোসহ বিয়ের আয়োজন চলছিল।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল হোসেন জানান, বাল্য বিয়ের শিকার মেয়েটি কলারোয়ার হাজী নাছির উদ্দিন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। তার বিয়ের বয়স হতে এখনো ২ মাস ২০ দিন সময় বাকি আছে। মেয়েটিকে কলেজে আশা যাওয়ার পথে কলারোয়ার খোরদো গ্রামের তৌকির আহম্মেদ মিম নামে এক বখাটে উত্যক্ত করত। ছেলেটির ভয়ে মূলত পরিবার মেয়েটির বিয়ের সিদ্ধান্ত নেন। সেই তৌকিরই পুলিশে খবর দিয়ে বিয়ের বিষয়টি জানিয়ে দেয় বলে ধারণা।
ইউএনও আহসান উল্লাহ শরিফী বলেন, কলেজছাত্রীর বাল্য বিয়ের আয়োজনের খবর পেয়ে সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে আয়োজন বন্ধ করা হয়। বয়স হওয়ার আগে মেয়ের বিয়ে দেবেন না বলে মেয়ের পিতা লিখিত দিয়েছেন। ওই ছাত্রীর কলেজের অধ্যক্ষকে ডেকে তার লেখাপড়ার ভার নিতে বলা হয়েছে।
মেয়ের পিতার মুখে উত্যক্তের কথা শুনে বখাটে তৌকিরকে সতর্ক করে খোরদো ক্যাম্প পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানান ইউএনও।
রাজগঞ্জে প্রচন্ড তাপদাহে অচল জনজীবন, বাড়ছে রোগ-বালাই
মণিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলে প্রচন্ড তাপদহে জনজীবন অচল হয়ে পড়েছে। চারিদিকে ত্রাহি ত্রাহি অবস্থা বিরাজ করছে। অফিস, মাঠ, ঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জনসাধারণের উপস্থিতি আনুপাতিক হারে কম দেখা যাচ্ছে। প্রচন্ড তাপদাহের কারণে এ অঞ্চলে দেখা দেচ্ছে বিভিন্ন রোগ-বালাই। গরম জনিত রোগে স্থানীয় চিকিৎসকরা রোগীর অবস্থা বুঝে ব্যযস্থা দেচ্ছেন।
রাজগঞ্জের স্থানীয় চিকিৎসকেরা জানিয়েছেন, এই প্রচন্ড গরমে মানুষের সাধারণত ডায়রিয়া, পেট ব্যাথা, মাথা ব্যাথাসহ আরো কিছু জটিল রোগ, এমনকি হিটস্ট্রোকও হতে পারে। এজন্য খাবার খাওয়া ও কাজ-কর্ম সাবধানতার সাথে করতে বলা হচ্ছে।
জানাগেছে, এই প্রচন্ড গরমে, গরম জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বেশির ভাগ শিশু ও বৃদ্ধারা। যাদের অবস্থা বেশি খারাব তাদেরকে যশোর সদর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পরামর্শও দেচ্ছেন স্থানীয় চিকিৎসকরা।
ফণীর পর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজগঞ্জে তাপদাহ ও ভ্যাপসা গরম আবহাওয়া অব্যাহত রয়েছে। এতে এ অঞ্চলের রোযাদার মুসল্লিরা রীতিমত হাঁপিয়ে উঠছেন।
রাজগঞ্জে গাছ থেকে পড়ে গুরুতর আহত ফাইমের মৃত্যু
মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত ফাইম হোসেন (১১) নামে এক স্কুল ছাত্রের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে৷ ফাইম উপজেলার রাজগঞ্জের কাশিপুর গ্রামের আশরাফ বিশ্বাসের ছেলে ও স্থানীয় একটি প্রাইমারী স্কুলের ৫ম শ্রেনীর ছাত্র ছিলো৷
জানাগেছে, গত সোমবার দুপুরের দিকে বাড়ীর পাশের একটি মেহেগনী গাছে পাতা ভাংগার জন্য উঠলে অসাবধানতায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হন ফাইম। সেখান থেকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যশোর সদর হাসপাতালে নেওয়া হয়৷ সেখানে ফাইমের অবস্থা দেখে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে ফাইমের স্বজনেরা যশোরের একটি ক্লিনিকে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১০টার দিকে ফাইম মারা যায়৷
গতকাল মঙ্গলবার সকালে স্থানীয়ভাবে নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়। ফাইমের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা
বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন
ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত
যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন