মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

রাজগঞ্জের ঝাঁপা বাওড়ের উপর নির্মিত ভাসমান সেতুর উদ্বোধন

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে উৎসব মুখর পরিবেশে মঙ্গলবার বিকেলে যশোরের রাজগঞ্জের ঝাঁপা বাওড়ের উপর নির্মিত দেশের সর্ববৃহৎ ‘‘ভাসমান সেতু’র উদ্বোধন করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

যশোরের জেলা প্রশাসক প্রধান অতিথি আশরাফ উদ্দিন হিসেবে এ সেতুর উদ্বোধন করেন।

এলাকার ৫৯ ব্যক্তির অর্থায়নে নির্মিত ভাসমান এ সেতুর উদ্বোধনের ফলে ঝাঁপা বাওড়ের দু’পাশের প্রায় ২০ হাজার মানুষের মধ্যে চলাচলের সেতু বন্ধন আরো দৃঢ় হলো। এমনটাই জানা গেছে এলাকাবাসীর সাথে কথা বলে। এ ছাড়া সেতু উদ্বোধন উপলক্ষে বাওড়ের দুই তীরের মানুষের মধ্যে মিলনমেলায় পরিনত হয়।

ঝাঁপা গ্রাম উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে বাওড়ের পশ্চিম প্রান্তে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের।

ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক মন্টুর সভাপতিত্বে বিকেলে কেটে সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন জেলা প্রশাসক আশরাফ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) হুসাইন মুহাম্মদ আল মুজাহিদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সেতুর উদ্ভাবক মাদ্রাসা শিক্ষক আসাদুজ্জামান। এক হাজার মিটার দৈর্ঘ্যরে এ সেতুর উদ্বোধন করে জেলা প্রশাসক বলেন, এ ধরনের বিরল সেতু উদ্বোধন করতে পেরে আমি গর্বিত। এ ছাড়া সেতু নির্মানে স্থানীয় উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, এ সেতু আরো উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে সরকারের উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

এ দিকে এ সেতু উদ্বোধন উপলক্ষে বাওড়ের দুই তীরে হাজার হাজার নারী-পুরুষের উপস্থিতিতে সেখানে পরিনত হয় মিলন মেলায়। মানুষের মাঝে দেখা দেয় আনন্দের বন্যা।

ঝাঁপা গ্রাম উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি এবং ভাসমান সেতু নির্মানের উদ্যোক্তা মেহেদী হাসান টুটুল এবং মাদ্রাসা শিক্ষক আসাদুজ্জামান জানান, বছর খানেক আগে বাঁওড় পাড়ে বসে তারা কয়েকজন বন্ধু গল্প করছিলেন। এসময় বাওড়ে মেশিন দিয়ে বালি তোলা হচ্ছিল। সেই মেশিনটি রাখা হয়েছিল প্লাস্টিকের ব্যারেলের ওপর ভাসমান অবস্থায়। এ দৃশ্য দেখে সেতু নির্মানের পরিকল্পনা করেন তারা। এরপর গ্রামবাসীর সাথে বৈঠক এবং তহবিল গঠনের কাজ শুরু করেন ওই বন্ধুরা। গ্রামের মোট ৫৯ ব্যক্তির কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা নিয়ে তহবিল গঠন করে স্থানীয় লেদ শ্রমিকদের সহায়তায় প্লাষ্টিকের ব্যারেল আর স্টীলের পাত দিয়ে নির্মান করা হয় এক হাজার ফুট দৈর্ঘ্যরে এ ভাসমান সেতু। প্রধান উদ্যোক্তা মাদ্রাসা শিক্ষক আসাদুজ্জামান জানান, এলাকাবাসীর সহযোগীতায় প্রায় এক বছর সময়ের মধ্যে এ সেতু নির্মান করতে পেরে তিনি সহ তার বন্ধুরা (আয়োজক) ধন্য।

হরিহরনগর মাঠে মরহুম রাজু, খলিল ও মিকাইল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
“খেলাধুলাই বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এ শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার বিকালে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হরিহরনগর ইউনিয়ন মাঠে ৫ম মরহুম রাজু, খলিল ও মিকাইল স্মৃতি ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে৷
ছাত্র যুব দরিদ্র কল্যাণ স্পোটিং ক্লাবের আয়োজনে ও ষোলখাদা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাধন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চালুয়াহাটী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিলন, হরিহরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক রিপন কুমার ধর, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ৩নং ওয়ার্ড সভাপতি মুনছুর আলী, ২নং ওয়ার্ড সভাপতি মহিতোষ ঘোষ, সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন, ইউ পি সদস্য সফিয়ার রহমান, ছাত্র যুব দরিদ্র কল্যাণ স্পোটিং ক্লাবের সভাপতি নাহিদ ইমরান বাবু, ক্রীড়া সম্পাদক শৈলেন রায় প্রমুখ৷
উক্ত ক্রিকেট টুর্নামেন্টে কপোতাক্ষ স্পোটিং ক্লাবকে ৩ উইকেটে পরাজিত করে লাউজানী স্পোটিং ক্লাব বিজয়ী হয়েছে৷ বিজয়ী দলকে পুরস্কার হিসেবে একটি রঙ্গিন টেলিভিশন প্রদান করা হয়েছে এবং রানাস অব দলকে একটি ছাগল প্রদান করা হয়েছে৷

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা