সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

যেভাবে ১৫ মিনিটে মিশে যাবে মুখের কালো দাগ!

বাইরে কোথাও বেড়াতে যাচ্ছেন। এসময় উৎফুল্ল হয়ে সুন্দর করে সাজতে আয়নার সামনে দাঁড়াতেই মনটা খারাপ হয়ে গেল! কারণ চোখের নিচে ও মুখে কালো ছোপ ছোপ দাগ। এখন সাজাসাজি বাদ দিয়ে কীভাবে এই কালো দাগগুলো দূর করবেন তা নিয়ে ভাবতে বসে গেলেন।

বিশেষজ্ঞদের মতে, ত্বকে আঘাত লাগলে শরীরে নিজস্ব মেকানিকেরা ক্ষত সারিয়ে দেয়, কিন্তু দাগটা তো থেকেই যায়। ক্ষত বলতে শুধু গভীর আঘাতকেই বেঝায় না, ব্রণের দাগ, পোকা কামড়ানোর বা পোড়া দাগ সবই কিন্তু মুখে নিজের উপস্থিতির ছাপ রেখে যায়।

সব ক্ষেত্রেই যে দাগ এক ধরনের হবে, তা কিন্তু নয়। কী কারণে ক্ষত সৃষ্টি হয়েছে, তার ওপর নির্ভর করে দাগের ধরন। আর এক এক ধরনের দাগের জন্য রয়েছে এক এক রকমের চিকিৎসা। তাই আপনার দাগ কেমন, সেটা বুঝে নিয়ে যদি যথাযথ চিকিৎসা শুরু করতে পারেন, তাহলে হাতেনাতে ফল পাবেন খুব অল্প সময়েই।

আরে মুখে কালো দাগ নিয়ে অতো ভাবনা কিসের? আসুন এ বিষয়ে রূপ বিশেষজ্ঞদের কিছু পরামর্শ জেনে নেয়া যাক :

টমাটো : টমেটোয় রয়েছে ব্লিচিং এজেন্ট, তাই এটি থেতো করে মুখে লাগালে দেখবেন দাগ কমে গেছে। এটি মুখে লাগিয়ে ২০ মনিট রেখে দিন। তারপর ধুয়ে ফেলুন।

মধু : ব্রণের কারণে হওয়া দাগ সারাতে মধুর কোনো বিকল্প নেই। মুখে গোলাকারভাবে ধীরে ধীরে মধু লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপর মুখটা ভালো করে ধুয়ে ফেলুন। রোজ এমনটা করলে দেখবেন দাগ কমে যাচ্ছে।

অলিভ অয়েল : এই তেলে ভিটামিন-ই আছে। অলিভ অয়েল শুধু দাগ কমায় না, সেই সঙ্গে ত্বককে নরম করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

লেবু : এই ফলে ব্লিচিং ক্ষমতা থাকায় মুখের দাগ কমাতে সাহায্য করে। তবে লেবু, ত্বককে খুব শুষ্ক করে দেয়। তাই এটি মুখে লাগানোর পর মনে করে ময়েশ্চারাইজার ক্রিম লাগাবেন।

নারকেল তেল : ভিটামিন- ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এই তেলটি মুখে লাগালে দাগ কমে যায়। এমনকি পুরানো দাগ কমাতেও এটি দারুন কাজে আসে।

লাল চন্দন : চিকেন পক্সের কারণে হওয়া দাগ সারাতে এটির কোনও বিকল্প নেই। এছাড়াও ব্রণের দাগ কমাতেও লাল চন্দন দারুন কাজ করে। মধুর সঙ্গে লাল চন্দন মিশিয়ে মুখে লাগান। তাহলেই দেখবেন ত্বক কেমন উজ্জ্বল হয়ে উঠছে।

আলু : পরিমাণ মতো আলু বেটে নিয়ে সেটা মুখে লাগান। তবে রোজ এটি মুখে লাগালে ভালো ফল পাওয়া যায়।

একই রকম সংবাদ সমূহ

এবার বাংলাদেশেও ভাঙল প্রচলিত নিয়ম, যাত্রী নিয়ে বিয়ে করতে বরের বাড়িতে কনে!

এবার বাংলাদেশেও ভাঙল প্রচলিত নিয়ম, যাত্রী নিয়ে বিয়ে করতে বরেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় উপজেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে পুষ্টি বিষয়ে গোলটেবিল বৈঠক

কলারোয়ায় উপজেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে পুষ্টি বিষয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

ভালোবাসার সুড়ঙ্গ রহস্য (ভিডিও)

প্রকৃতি অপার রহস্যের ভান্ডার। তাই সে মাঝে মাঝেই আমাদের চমকেবিস্তারিত পড়ুন

  • কিডনি রোগ প্রতিরোধ ও প্রতিকারের উপায়
  • ঝুঁকি নিয়ে ছবি তুলে আলোচনায় দম্পতি
  • এক বছর পরও নড়াচড়া করে মৃতদেহ!
  • সেলফি তোলায় ছড়াচ্ছে উকুন!
  • আলসেমি দূর করার উপায়
  • রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে উপকারী আমড়া
  • সেলফির কারণে দ্রুত ছড়াচ্ছে উকুন!
  • হৃদরোগ প্রতিরোধের সহজ মন্ত্র
  • কাশ্মীরের একটি গ্রামের নাম ‘বাংলাদেশ’
  • ফেসবুকে নতুন ফিচার চালু, ডিলিট হবে সবকিছু
  • ব্যবহারকারীদের নিরাপত্তায় ফেসবুকে নতুন ফিচার
  • সৌরশক্তিতেই চলবে শাওমি