যেকোন অস্থিতিশীলতা দমনে বদ্ধপরিকর আশাশুনির ওসি বিপ্লব
আশাশুনি থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বিপ্লব দেব নাথ যোগ দেয়ার পর পুলিশের সম্মিলিত চৌকস দায়িত্বপালনে রেকর্ড সংখ্যক আসামি গ্রেপ্তার হয়েছে। উদ্ধার হয়েছে অস্ত্র-গোলাবারুদ ও মাদকদ্রব্য।
গত ১৭জুলাই আশাশুনি থানায় ওসির দায়িত্ব গ্রহণ করেন পুলিশ পরিদর্শক বিপ্লব দেব নাথ। যোগদানের পর থেকে থানা এলাকায় শান্তি শৃংখলার উন্নয়ন ও সার্বিক পরিবেশ অটুট রাখতে জোরদার কার্যক্রম শুরু করেন তিনি। ওয়ারেন্টের আসামি গ্রেপ্তারের পাশাপাশি নাশকতা, মাদকতাসক্ত ও অন্যান্য অপরাধ দমনে সুচিন্তিত তৎপরতার উদ্যোগ গ্রহন করেন চৌকস এ পুলিশ অফিসার।
সাতক্ষীরা জেলা পুলিশে যোগ দেয়ার পর তিনি ইতোমধ্যে টানা ৪বার জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননাও পেয়েছেন। আশাশুনি থানায় যোগ দেয়ার আড়ে আইজি (বার) ব্যাজধারী এ পুলিশ অফিসার কলারোয়া থানায় কর্মরত ছিলেন। সেখানেও মাদক নিয়ন্ত্রনসহ সার্বিক আইনশৃংখলা সমুন্নত রাখতে সচেষ্ট ছিলেন।
রাজনৈতিক অঙ্গনে জামাত-শিবির অধ্যুষিত কলারোয়াকে স্থিতিশীল করে এখন আশাশুনির দায়িত্ব পালনে এগিয়ে চলেছেন ‘জনগণের কল্যানে নমনীয় আর অপরাধীদের জন্য কঠোর’ ওসি বিপ্লব।
পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের নির্দেশনা অনুযায়ী সার্বিক দিক বিবেচনায় রেখে এসআই, এএসআইসহ ফোর্সবৃন্দকে কাজে লাগিয়ে ঈপ্সিত লক্ষ্যে উপনীত হতে স্বচেষ্ট হন ওসি বিপ্লব। ফলে মাত্র একমাস পূর্ণ হওয়ার এক সপ্তাহ আগেই তিনি রেকর্ড সংখ্যক ওয়ারেন্টের আসামি গ্রেপ্তারে সক্ষম হন।
এ রিপোর্ট তৈরির সময় ১১ সেপ্টেম্বর পর্যন্ত থানায় ৩৮৭ জন সিআর ও জিআরভুক্ত ওয়ারেন্টের আসামি গ্রেপ্তার করেন তিনি। একই সাথে সাজাপ্রাপ্ত আসামি ৯জন ও নাশকতা মামলার আসামি ৮৩ জন গ্রেপ্তার করেছেন।
পাশাপাশি দেশীয় রিভলবার ১টি, তাজাগুলি ২ রাউন্ড, হাতবোমা ৪টি উদ্ধার করেছেন। এছাড়া গাঁজা দেড় কেজি, ইয়াবা ২০ পিচ ও ৭টি চোরাই মহিষ উদ্ধার করা হয়েছে তার নির্দেশনায়।
ওসি বিপ্লব দেব নাথ জানান- ‘আইন শৃংখলা রক্ষার্থে আমরা বদ্ধপরিকর। অপরাধীদের সাথে কোন আপোষ নেই। সরকারের ভিশন অনুযায়ী জনগণের কল্যাণে কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। আশাশুনি থানাব্যাপী অপরাধ দমনে সর্বদা সচেষ্ট আছি এবং থাকতে চাই।’
তিনি আরো জানান- ‘রাজনৈতিকসহ যেকোন অস্থিতিশীলতা কোনভাবেই বরদাস্থ করা হবে না।’
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন