মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

গাছের ডাল ভেঙ্গে হতাহত ২

যশোর-বেনাপোল সড়কের শতবর্ষী গাছ অপসারণের দাবিতে মানববন্ধন

যশোরের নাভারণে রোববার সন্ধ্যায় যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ বাজারের নিউমার্কেটের সামনে শতবর্ষী গাছের ডাল ভাঙ্গার ঘটনায় কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে ১জন নিহত ও ১জন আহত হয়। মোটরসাইকেল চালক শার্শা উপজেলার কাশিয়া ডাঙ্গা গ্রামের কদর আলীর ছেলে মোটরসাইকেল চালক ও মাংস ব্যবসায়ী নুর হোসেন (২৪) নিহত এবং অপর সহযাত্রী একই এলাকার ইসমইল হোসেনের ছেলে আসাদুল ইসলাম (২৫) আহত হন।

এ ঘটনায় সোমবার সকালে যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল জেলাপরিষদের অন্যান্য সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

সাইফুজ্জামান পিকুল বলেন- ৩৮কিলোমিটার যশোর-বেনাপোল মহাসড়কের পুরাতন, জরাজীনর্, প্রাণঘাতী শতবর্ষী গাছ সঠিকভাবে রক্ষণাবেক্ষনের অভাবে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। এসব গাছ বয়সের ভারে পচন ধরে ডালপালা শুকিয়ে গেছে। আর এগুলো ভেঙ্গে নীচে পড়ে পথচারীরা হতাহতের শিকার হচ্ছেন। আরও বড় ধরনের দুর্ঘটনার থেকে রক্ষা পেতে মহাসড়কের গাছগুলো দ্রুত অপসারনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ-আালোচনা করা হবে।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাভারণ হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া, জেলাপরিষদের সার্ভেয়ার এম এ মঞ্জু, জেলাপরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, জেলাপরিষদের সদস্য অহিদুজ্জামান, জেলাপরিষদের সদস্য ইকবাল আহমদ রবি, ঝিকরগাছা উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি রমজান শরীফ বাদশাহ, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, শার্শা উপজেলা আওয়ামিলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সালেহ আহম্মেদ মিন্টু, শার্শা সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হেসেন, শার্শা সদর ইউনিয়নের আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আলহাজ মুরাদ হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও নাভারণ বাজারের ব্যবসায়ীবৃন্দ।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান- সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ বাজারের নিউমার্কেটের সামনে শতবর্ষী একটি শিষু গাছের ডাল মড়মড় করে ভেঙ্গে আস্তে আস্তে নীচের দিকে পড়তে থাকলে পার্শ্ববর্তী লোকজন ভয়ে এদিক-সেদিক ছুটাছুটি করতে থাকে। এ সময় নুর হোসেন ও তার সহযাত্রী আসাদুল ইসলাম মোটর সাইকেলযোগে শিষু গাছের কাছে আসার পর লোকজনের

চিৎকার শুনে নুর হোসেন মোটরসাইকেল নিয়ে ডানে ঘোরানোর সাথে সাথে বেনাপোল থেকে যশোর অভিমুখে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট ২০-৮০৪৮) মোটরসাইকেলটিকে চাপা দিলে মোটরসাইকেলের ২জন আরোহী মারাত্মক জখম হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলার নাভারণ-বুরুজবাগান স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে গুরুতর আহত নুর হোসেন কে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নুর হোসেন মারা যান। দূর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া জানান- দূর্ঘটনার পর আমার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে দূর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ সময় যশোর-বেনাপোল মহাসড়কের পুরাতন, জরাজীর্ন ও প্রাণঘাতী শতবর্ষী গাছ অপসারনের দাবিতে এলাকাবাসির সমন্বয়ে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা