বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

যশোরের মনিরামপুরে বাসচাপায় কলেজ ছাত্রীর মৃত্যু, অবরোধ

হেলাল উদ্দিন, মণিরামপুর (যশোর): যশোরের মণিরামপুরে যাত্রীবাহী বাসচাপায় তানজিম সুলতানা কুমু (২০) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সবুজ (৩০) নামে আরেকজন আহত হয়েছেন।

শুক্রবার সকাল ১০টার দিকে যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়কে মণিরামপুরের মোলামমিয়ার বটতলায় দুর্ঘটনাটি ঘটে। নিহত কুমু মণিরামপুর শহরের মোহনপুর এলাকার ব্যবসায়ী কামরুল হুদা মুকুলের মেয়ে। তিনি যশোর সরকারি এমএম কলেজের ইংরেজি (সম্মান) প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

আর আহত সবুজ যশোরের মুড়লী এলাকার নূর মোহম্মদের ছেলে। যশোর সিটি কলেজপাড়ায় তার দোকান রয়েছে।

থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা সবুজকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পুলিশ লাশটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ বাসটি আটক করতে সক্ষম হয়।

এদিকে, ময়নাতদন্ত বাদে লাশ স্বজনদের কাছে হস্তান্তরের দাবিতে নিহত ছাত্রীর স্বজন ও এলাকাবাসী উপজেলা গেটে সড়ক অবরোধ করে রাখেন। ফলে রাস্তাটিতে যানজট সৃষ্টি হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশের হস্তক্ষেপে ব্যারিকেড তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক করা হয়। বেলা সাড়ে ১২টায় এই রিপোর্ট লেখার সময় লাশ পুলিশের হেফাজতে থানা চত্বরে ছিলো।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান- কুমু সরকারি এমএম কলেজের হোস্টেলে থেকে লেখাপড়া করতেন। সম্প্রতি তার অনার্স (প্রথম বর্ষের) পরীক্ষা শেষ হয়। ছুটি পেয়ে বৃহস্পতিবার ঈদের কেনাকাটা শেষে শুক্রবার সকালে ফুফাতোভাই সবুজের মোটরসাইকেলে চেপে তিনি বাড়ি ফিরছিলেন। পথে মণিরামপুরের মোলাম মিয়ার বটতলায় চুকনগরগামী দ্রুত গতিসম্পন্ন একটি বাস পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার ওপর পড়েন কুমু। বাসটি তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে মৃত্যু হয় কুমুর। বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক সবুজের একটি পা ভেঙে যায়। স্থানীয়রা সবুজকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে ভর্তি করেছেন।
মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন বলেন, ‘লাশ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত বাদেই লাশ দাফন করতে চাচ্ছেন স্বজনরা। সেই কারণে তারা জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি আনতে যশোরে গেছেন। অনুমতি পেলে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। না হলে ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।’

ওসি আরো জানান, দুর্ঘটনার জন্য দায়ী বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা