রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

মুসলিম ক্যাব চালককে গণপিটুনি দিয়ে বলানো হলো ‘জয় শ্রীরাম’

ভারতে এক মুসলিমকে যুবককে পিটিয়ে হত্যার ঘটনার রেশ না কাটতেই আরেক মুসলিম ক্যাব চালককে গণপিটুনি দিয়ে বলানো হলো- ‘জয় শ্রীরাম’। এবার এমন ঘটনা ঘটেছে মুম্বাইয়ের থানেতে।
পুলিশ জানিয়েছে, গত সোমবার থানের ডিভা এলাকায় ২৫ বছরের এক মুসলিম ক্যাব চালককে জয় শ্রীরাম স্লোগান দিতে জোর করে তিন ব্যক্তি। তারপরই তাকে মারধর করা হয়। এ ঘটনায় গত মঙ্গলবারই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তরা আগাসন গ্রামের বাসিন্দা। অভিযুক্তদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

নির্যাতনের শিকার ২৫ বছর বয়সী ফৈজল উসমান খান জানান, গত বছর ডিসেম্বর থেকে তিনি একটি ক্যাব সংস্থায় চালকের কাজ করছেন। গত সোমবার রাত তিনটার দিকে ডিভার একটি হাসপাতাল থেকে যাত্রী নিয়ে মুম্বাইয়ের দিকে আসছিলেন তিনি।

তখনই তার গাড়িটি খারাপ হয়ে যায়। ফৈজল বলেন, পার্কিং লাইট জ্বেলে গাড়িটা স্টার্ট করার চেষ্টা করছিলাম। ঠিক সে সময়ই স্কুটারে চেপে পেছনে এসে দাঁড়ায় তিন যুবক।

তারা মদ্যপ অবস্থায় ছিল। কাচে ধাক্কা মেরে বারবার জিজ্ঞেস করছিল, কেন রাস্তার মাঝে আমি গাড়ি দাঁড় করিয়েছি। এরপরই জোর করে গাড়ির চাবি কেড়ে নিয়ে চালককে টেনে বের করে আনা হয়।

এক যাত্রী বিরক্ত হয়ে অভিযুক্তদের গালিগালাজ করতে থাকলেও তাতে কাজ হয়নি। অভিযুক্ত তিনজন চালকের ধর্ম তুলে কটূক্তি করতে থাকে। একপর্যায়ে তাকে জয় শ্রীরাম বলতে জোর করা হয়। বলা হয়, এ স্লোগান দিলে তবেই তাকে ছেড়ে দেয়া হবে। এরপর গাড়ির যাত্রী পুলিশকে ফোন করলে চালকের ফোন নিয়ে পালিয়ে যায় তিনজন।

ফৈজল জানিয়েছেন, তার ফোন কেড়ে নেয়ার পাশাপাশি তাকে মারধরও করা হয়েছে। তিনি বলেন, ‘আল্লাহ’ বলে চিৎকার করাতেই মার খেতে হয়েছে। তবে বুদ্ধি করে ওই তিনজনের স্কুটারের নাম্বার লিখে রেখেছিলেন ফৈজল।

সেই সূত্র ধরেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। থানে পুলিশ কমিশনার বিবেক ফানসালকর বলেন, ধর্মীয় ভাবাবেগে আঘাত করায় অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে। এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে। তবে এখনও আতঙ্কে আছেন ফৈজল।

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের হয়ে প্রচারণা চালানো মোদি’র তা ভারতের পররাষ্ট্রনীতির পরিপন্থী

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ডবিস্তারিত পড়ুন

ছাত্রদলের কাউন্সিল: ৮ভোটে হেরে গেলেন কেশবপুরের সেই শ্রাবণ

জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে সভাপতি পদে মাত্র ৮ ভোটে হেরে গেছেনবিস্তারিত পড়ুন

ছাত্রদলের নতুন সভাপতি খোকন, সম্পাদক শ্যামল

কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব পেল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল।বিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • শোভন-রাব্বানী বাদ, ছাত্রলীগের নেতৃত্বে জয় ও লেখক
  • শোভন-রাব্বানীকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী
  • বিশ্বের শীর্ষ নারী নেতৃত্বের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • আগুন নিয়ে খেলতে বারণ করলেন শামীম ওসমান
  • ৮ সেপ্টেম্বর থেকে বিদ্রোহী প্রার্থীদের চিঠি দেয়া হবে : ওবায়দুল কাদের
  • মইনুল হোসেন ফের কারাগারে