রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

মাত্র ৩৫ টাকার জন্য ২ বছর ধরে আইনি লড়াই!

আদালত মানেই ঝামেলা, বিরম্বনা ও ভোগান্তি। অথচ সেই আদালতেই মাত্র ৩৫ টাকার জন্য দুই বছর ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। নাম তার সুজিত স্বামী।

ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থান প্রদেশে।

জানা গেছে, রাজস্থানের কোটা শহরের ইঞ্জিনিয়ার সুজিত স্বামী দিল্লি যাবার জন্য টিকিট কেটেছিলেন গোল্ডেন টেম্পল মেইল ট্রেনের। অনিবার্য কারণবশত তার যাত্রা বাতিল করতে হয়। ৭৬৫ রুপি দিয়ে কাটা টিকিটে তিনি রিফান্ড পান ৬৬৫ রুপি। অর্থাৎ ১০০ রুপি কেটে রাখা হয়। যদি ওয়েটিং লিস্টে থাকা টিকিট হিসেবে তার মাশুল দেবার কথা ৬৫ রুপি। কিন্তু ৩৫ রুপি বেশি কেটে রাখা হয়। ঘটনা ২০১৭ সালের।

সেই থেকে সুজিত লেগে ছিলেন তার প্রাপ্য বাকী ৩৫ রুপি ফিরে পাওয়ার জন্য। ভারতীয় রেলের বিরুদ্ধে তিনি তথ্য অধিকার আইন অনুসারে মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ জানায়, অতিরিক্ত ৩৫ টাকা সার্ভিস ট্যাক্স হিসেবে কেটে রাখা হয়েছে। ওই বছরের ১ জুলাই থেকে সার্ভিস ট্যাক্সের বিধান চালু হয় ভারতীয় রেলে। কিন্তু সুজিতের দাবি, তিনি ২ জুলাইয়ের টিকিট কেটেছেন এপ্রিল মাসে, বাতিলও করেছেন কদিনের মধ্যেই।

অনেক চিঠি চালাচালির পরে শেষ পর্যন্ত রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, যেহেতু নিয়ম কার্যকর হবার আগেই সুজিত টিকিট বাতিল করেছেন, সেহেতু তার ৩৫ রুপি ফেরত পাওয়া উচিত। গত ১ মে সুজিতের ব্যাংক অ্যাকাউন্টে রেল কর্তৃপক্ষের পাঠানো অর্থ জমা হয়। তবে সেটা কিন্তু ৩৫ রুপি নয়। সুজিত ফিরে পেয়েছেন ৩৩ রুপি।

কোটার এই ইঞ্জিনিয়ার ক্ষোভ প্রকাশ করে বলেন, দুই বছর ধরে এই হয়রানির জন্য ক্ষতিপূরণ না দিয়ে উল্টো ২ রুপি কেটে রেখেছে রেল কর্তৃপক্ষ। তিনি জানান, ২ রুপি কেন কেটে রাখা হলো, তা নিয়ে ফের আইনি লড়াইয়ে নামবেন তিনি।

সুজিত স্বামী কিন্তু একা নন। তার দায়ের করা আরেকটি মামলা থেকে জানা যায়, এমন ৯ লাখেরও বেশি যাত্রী আছেন, যাদের বাতিলকৃত টিকিটের ক্ষেত্রে অনায্যভাবে সার্ভিস ট্যাক্স কেটে রাখা হয়েছে। সব মিলিয়ে এভাবে আদায় করা সার্ভিস ট্যাক্সের পরিমান ৩ কোটি ৩৪ লাখ রুপি। বেশিরভাগ যাত্রীই বিষয়টি সম্পর্কে সচেতন ছিলেন না, অনেকে ভুলেও গেছেন। কিন্তু সুজিত তাদের প্রত্যেকের ৩৫ রুপী ফিরিয়ে পেতে লড়াই চালিয়ে যাবেন।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ১৯ জনের মৃত্যু

পাকিস্তানের উত্তরাঞ্চলে শক্তিশালী ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের আঘাতে ১৯বিস্তারিত পড়ুন

২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হিক্কা

ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় হিক্কা। এর ফলে ঝড়ের পাশাপাশি ভারীবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ৩য় বারের মতো কাশ্মীর ইস্যুতে মধ্যস্ততার প্রস্তাব ট্রাম্পের
  • এক রাজার ১০০ স্ত্রী ও ৫০০ সন্তান! (ভিডিও)
  • মুখে মাকড়সা চড়লে ‘রিল্যাক্স’ অনুভূত হয় এই নারীর! (ভিডিও)
  • পানির নিচে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে মার্কিন নাগরিকের মৃত্যু
  • মাথায় ৪ ইঞ্চি লম্বা শিং নিয়ে হাসপাতালে বৃদ্ধ!
  • ১৩০টির বেশি দেশ ঘুরে বেড়ানো এক অন্ধ পর্যটকের গল্প
  • হেলমেট ঢোকেনি মাথায়, জরিমানা নিতে ব্যর্থ ট্রাফিক পুলিশ!
  • ৪ বছর প্রেম শেষে ৩০০ বছর বয়সী ভূতকে বিয়ে! (ভিডিও)
  • ছাগল চুরির ৪১ বছর পর ধরা পড়ল চোর!
  • যে গ্রামে প্রতিটা বাড়িই দরজাহীন, ব্যাংকে নেই তালা!