বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

নির্যাতিত’র বাড়িতে ইউএনও

মণিরামপুরে মায়ের সামনে মেয়ের যৌন হয়রানির অভিযোগ

যশোরের মণিরামপুরে ৭/৮ জন বখাটে যুবকের বিরুদ্ধে এক কলেজ ছাত্রীকে নষ্টা (খারাপ) মেয়ে আখ্যা দিয়ে মায়ের সামনে যৌন নির্যাতন চালিয়ে ভিডিও ধারণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ওই ছাত্রীর মা ১৯ নভেম্বর বাদি হয়ে চার বখাটের নাম উল্লেখসহ অজ্ঞাত ৯-১০ জনের বিরুদ্ধে মণিরামপুর থানায় পর্নোগ্রাফী আইনে একটি মামলা করেছন। পুলিশ ইতিমধ্যে চারজনকে আটক করেছে। তবে অভিযোগ রয়েছে বাকী আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘোরাঘুরি করলেও পুলিশ তাদেরকে আটক করছে না। ফলে বাদি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করছে।

জানা যায়, গত ১৬ নভেম্বর সন্ধ্যার দিকে উপজেলার মনোহরপুর গ্রামের এক কলেজ ছাত্রীর বাড়ীতে দেখা করতে যায় তার প্রেমিক দ্বীন মোহাম্মাদ। এ ঘটনা জানতে পেরে স্থানীয় ১০-১২ জন বখাটে যুবক ওই ছাত্রীর বাড়ীতে গিয়ে দ্বীন মোহাম্মদকে মারধর করে। অভিযোগ রয়েছে প্রতিবেশী বখাটে নুরুল ইসলাম, হেলাল উদ্দিন, আজহারুল ও তাদের ৭-৮ জন সহযোগী ওই ছাত্রীকে নষ্টা মেয়ে আখ্যা দিয়ে মায়ের সামনে
আংশিক বিবস্ত্র করে যৌন নির্যাতন চালায়।

এ সময় বৃদ্ধা মা ঠেকাতে আসলে বখাটেরা মাকেও মারধর করে এবং সকল ঘটনা মোবাইলে ভিডিও ধারণ করে। একপর্যায়ে মা-মেয়ের আর্ত-চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাদের উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থী ও দ্বীন মোহাম্মাদকে পুলিশ হেফাজতে নেয়।
পরদিন (১৯ নভেম্বর) ওই শিক্ষার্থীর মা মণিরামপুর থানায় নুরুল ইসলাম, হেলাল উদ্দিন, আজহারুল ও হেলাল হোসেনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৯-১০ জনের বিরুদ্ধে পর্ণোগ্রাফী আইনে একটি মামলা করেন।

পুলিশ ইতিমধ্যে নুরুল ইসলাম, হেলাল উদ্দিন, আজহারুল ও হেলাল হোসেনকে আটক করেছে।

য়রানির শিকার ওই শিক্ষার্থী জানান, ওই নরপশুরা তাকে বিবস্ত্র করে যৌন নির্যাতন করেছে। তিনি ওই নরপশুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

ওই শিক্ষার্থীর মা বলেন, আমার চোখের সামনে আমার মেয়েকে টানা-হিচড়া ও বিবস্ত্র করে কামড়ে ক্ষত-বিক্ষত করে নরপশুরা৷
আমি বাধা দিতে গেলে তারা আমাকেও মারধর করে। পুলিশ কয়েকজনকে আটক করলেও অন্যরা প্রকাশ্যে ঘোরা-ঘুরি করছে। অথচ পুলিশ তাদের আটক করছে না।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও নেহালপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই খাইরুল বাসার জানান, ইতিমধ্যে চার জনকে আটক করা হয়েছে, অন্যদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

ওসি মোকাররম হোসেন জানান, পুলিশ বাকী আসামিদের দ্রুত যেকোন মূল্যে আটক করে আইনের কাঠগড়ায় দাড় করাতে সচেষ্ট রয়েছে।

মণিরামপুরে নির্যাতিত ছাত্রীর বাড়িতে ইউএনও
মণিরামপুরে বখাটে যুবকদের নির্যাতনের শিকার সেই কলেজ ছাত্রীর খবর নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান।
প্রকৃত ঘটনা জানতে রোববার বিকেলে ওই তরুণীর বাড়িতে যান ইউএনও। অপরাধীরা যাতে দ্রুত শাস্তি পায়, আক্রান্ত পরিবারকে সে আশ্বাস দিয়েছেন তিনি।
ইউএনও ওবায়দুর রহমান বলেন, মিডিয়ায় খবর প্রকাশের পর বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে গিয়ে ভিকটিমদের সাথে কথা বলে বিস্তারিত জানলাম। পরিবারটি আতঙ্কের মধ্যে রয়েছে বলে আমাকে জানিয়েছে। আমি ওদের বলেছি, ভয় পাওয়ার কিছু নেই। প্রশাসন এই ব্যাপারে তৎপর রয়েছে।
উপজলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, স্থানীয় ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান এসময় উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে নিজ বাড়িতে পড়ার ঘরে এলাকার বখাটে যুবকদের হাতে যৌন নিপীড়নের শিকার হন একাদশ শ্রেণিতে পড়ুয়া তরুণী। বখাটেরা প্রায় তিন ঘণ্টা ধরে ওই তরুণীর ওপর নির্যাতন চালিয়ে তার ভিডিও ধারণ করে। পরে তা এলাকায় ছড়িয়ে দেওয়া হয়।
ঘটনার পরের দিন ওই তরুণীর মা বাদী হয়ে পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেন। অভিযুক্তদের মধ্যে চারজনকে আটক করে আদালতে সোপর্দ করে পুলিশ। তবে ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিরা এখনো অধরা থাকায় আতঙ্কে রয়েছে পরিবারটি।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা