শনিবার, অক্টোবর ১২, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ভোটের নিরাপত্তায় খুলনায় বিজিবির টহল

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোটের দুই দিন আগে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও ব্যাপের পাশাপাশি মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী বিজিবি।

রবিবার সকাল থেকে খুলনার প্রধান সড়কগুলোতে বিজিবিকে টহল দিতে দেখা যাচ্ছে। আজ রবিবার দিবাগত রাত ১২টা থেকে ভোটের প্রচার শেষ হওয়ার আগেই প্রশাসনের এই উদ্যোগ দেখল খুলনাবাসী। মোট ১৬ প্লাটুন বিজিবিকে ভোটের পরেও প্রত্যাহারের সিদ্ধান্ত হবে।

গত ৩১ মার্চ খুলনার পাশাপাশি গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই দুই নগরে সেনা মোতায়েনের দাবি জানায় বিএনপি। তবে সেই দাবি নাচক করে নির্বাচন কমিশন।

উচ্চ আদালতে রিট আবেদনের জটিলতায় গাজীপুরে ভোট আটকে যাওয়ায় এখন কেবল খুলনাকে নিয়ে ভাবতে হচ্ছে কমিশনকে। আর ভোটের নিরাপত্তায় দক্ষিণের এই নগরে পুলিশ, বিজিবি, এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন), আনসার-ভিডিপি মিলিয়ে নয় হাজারেরও বেশি নিরাপত্তা কর্মী মাঠে নামানোর পরিকল্পনার কথা জানিয়েছে তারা।

খুলনার জেলা প্রশাসক আমিন উল আহসান জানান, সকাল থেকে ১৬ প্লাটুন বিজিবি মাঠে নেমেছে। এছাড়া ভোট কেন্দ্র ও নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা ও নির্বাচনী আচরণবিধি মানা নিশ্চিত করতে ৩১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।
‘আজ সকাল থেকে তারা নিজ নিজ অধিক্ষেত্রে দায়িত্ব পালন করছেন। এছাড়া আগামীকাল সোমবার ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বিচারিক হাকিম) দায়িত্ব পালন করবেন।’

খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার সোনালী সেন বলেন, ‘নির্বাচনে সাড়ে নয় হাজার পুলিশ, বিজিবি, এপি ব্যাটেলিয়ান ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। এর মধ্যে পুলিশের পাশাপাশি ১৬ প্লাটুন বিজিবি, সাড়ে চার হাজার আনসার-ভিডিপি সদস্য থাকবে।’

‘নয়শ অঙ্গীভূত আনসার-ভিডিপি সদস্যও থাকবে। নির্বাচনের ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) কেন্দ্রে ২৪ জন এবং সাধারণ কেন্দ্রে ২২ জন করে পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া পুলিশের ৭০টি টিম দায়িত্ব পালন করবে।’

‘প্রত্যেক ম্যাজিস্ট্রেটের টিমের সাথে একটি করে পুলিশের টিম থাকবে। আটটি মোটর সাইকেল টিম এবং ১১টি পিকেট টিম দায়িত্ব পালন করবেন।’

র‌্যাব-৬ এর অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক নির্বাচনে র‌্যাবের ৩২টি দল দায়িত্ব পালন করবে। যার প্রতিটি টিমে আট জন সদস্য থাকবে। এছাড়া চারটি স্টাইকিং ফোর্স থাকবে। একেকটি দলে ১০ জন করে থাকবে।

খুলনায় এবার মেয়র পদে পাঁচ জন প্রার্থী লড়াই করছেন। এরা হলেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক, ধানের শীষ প্রতীকে বিএনপির নজরুল ইসলাম মঞ্জু, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির শফিকুর রহমান মুশফিক, হাতপাখা প্রথীকে ইসলামী আন্দোলনের মুজ্জাম্মিল হক এবং কাস্তে প্রতীকে সিপিবির মিজানুর রহমান বাবু।

এছাড়া নগরীর ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৪৮ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

খুলনায় এবার মোট ভোটার ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯৮৬ ও নারী ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন।

নির্বাচনে ২৮৯টি কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) কেন্দ্র রয়েছে ২৫৪টি। আর ৩৫টিকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোট কক্ষ রয়েছে এক হাজার ৫৬১টি। অস্থায়ী ভোট কক্ষ ৫৫টি।

ভোট নেয়া এবং গণনায় প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা রয়েছেন চার হাজার ৯৭২ জন।
রিটার্র্নিং কর্মকর্তা ইউনুচ আলী বলেন, ‘অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন কমিশনের সকল প্রস্তুতি শেষ হয়েছে। ইতিমধ্যে নির্বাচনের ভোটগ্রহণের জন্য ব্যালট পেপার, সিল, কালিসহ নির্বাচনী সরঞ্জাম খুলনায় পৌঁছেছে।’

‘১৪ মে সকাল ১০টা থেকে প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের এসব সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হবে। আজ রবিবার বিকেল থেকে ২২ সদস্যের নির্বাচন পর্যবেক্ষক দল দায়িত্ব পালন করবে। তারা নির্বাচনের সকল বিষয় পর্যবেক্ষণ করবে।’

আজ রাত ১২টার পর থেকে খুলনায় কোনো প্রার্থী আর প্রচার-প্রচারণা করতে পারবেন না বলেও জানান রিটানির্ং কর্মকর্তা। শনিবার রাত ১২টার মধ্যে বহিরাগতদের সিটি থেকে চলে যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে বলেও জানান তিনি।

এবার নির্বাচনে দুইটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে ভোট নেয়া হবে বলেও জানান রিটার্নিং কর্মকর্তা। ওই দুই কেন্দ্রে ভোটের আগের দিন সোমবার সকাল ১০টা হতে বেলা দুইটা পর্যন্ত প্রতীকী ভোট চলবে বলেও জানান তিনি।
তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ পরিস্থিতি পর্যবেক্ষণে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে বলেও জানান ইউনুচ আলী।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

ঢাবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় বাগেরহাট জেলা

গত ১৩ তারিখ অনুষ্ঠিত ‘গ’ ইউনিট ভর্তি পরীক্ষায় ঝিরিঝিরি বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

এমটিসি গ্লোবাল একাডেমিক লিডারশীপ অ্যাওয়ার্ড পেলেন এনইউবিটি খুলনার উপাচার্য

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা-এর উপাচার্য প্রফেসর ড.বিস্তারিত পড়ুন

  • এনইউবিটি খুলনাতে ফল সেমিস্টার ২০১৯- এর এ্যাডমিশন ফেয়ার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ছড়ানোর অভিযোগে ছাত্র গ্রেফতার
  • সুন্দরবন অঞ্চলের পর্যটন শিল্পের উন্নয়নে পরামর্শ সভা
  • ভারতে জেল খাটার পর ৪ বাংলাদেশি যুবককে বেনাপোলে হস্তান্তর
  • খুলনা এনইউবিটি’র উদ্যোগে ‘বেস্ট ট্যালেন্ট খুলনার মেধা যাচাই’ প্রতিযোগিতা
  • কলারোয়ার এক কলেজ ছাত্র নিখোঁজ ॥ থানায় জিডি
  • মঠবাড়িয়ায় মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজ
  • সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরার ৮টি গ্রামে ঈদুল আযহা পালিত
  • এনইউবিটি খুলনাতে জাতীয় শোক দিবস পালন
  • গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে কলারোয়ায় জীবন বীমা অফিসে দুদকের ঝটিকা অভিযান
  • খুলনায় উপকূলীয় পানি সম্মেলন অনুষ্ঠিত