সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ভারত আমাদের সবচেয়ে বন্ধু প্রতীম রাষ্ট্র – শেখ আফিল উদ্দিন এমপি

ভারত আমাদের সবচেয়ে বন্ধু প্রতীম রাষ্ট্র, যারা যুদ্ধের সময় সার্বক্ষনিক মাতৃস্নেহে ছায়া দিয়ে, অন্ন, বস্ত্র, আশ্রয়স্থল, চিকিৎসাসহ প্রয়োজনীয় সেবা দিয়ে একটি স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ গঠনে অগ্রনী ভূমিকা রেখেছিলেন। বৃহস্পতিবার(২৪ জানুয়ারি/১৯) বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন প্রাঙ্গণে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৫ যশোর ১(শার্শা) আসনে আলহাজ্ব শেখ আফিল উদ্দিন টানা তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের বিশাল সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একথা বলেন তিনি।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন প্রাঙ্গণে অত্র প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব ফিজুর রহমান সজনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্বর্ধনা অনুষ্ঠানে শেখ আফিল উদ্দিন এমপি আরো বলেন, হাটি হাটি পা-পা করে আমরা দীর্ঘ ৪৭ বছর অতিক্রম করেছি, কিন্তু স্বাধীনতার ৩৭ বছরে এদেশে তেমন কোন উন্নয়ন হয়নি। নানা বিভিষিকাময় ষঢ়যন্ত্রের মাধ্যমে এদেশের মাটিতে লুকিয়ে থাকা তখনকার পাকিস্তানি পেতাত্মারা নির্মমভাবে হত্যা করে জাতির জনক বঙ্গবন্ধুকে। সূর্য সন্তানদের হত্যা করে রক্তের হলি খেলায় বারংবার তারা এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। বাংলাদেশকে একটি তলা বিহীন রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করে। সেখানে জাতির জনকের কণ্যা তথা চলমান প্রধাণ মন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ত্যাগ, তিতিক্ষা, ধৈর্য্য ও সততার মধ্য দিয়ে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বাঙালী জাতিকে বীরের জাতিতে প্রশংসিত করেছেন।

তিনি বলেন, বাংলাদেশ এখন আর কারো উপর নির্ভরশীল নয়। তাই, বিশ্ব নেতারা এখন আর আমাদের তলা বিহীন ঝুড়ির দেশের বাসিন্দা বলে না। শেখ হাসিনার সফল ১০ বছরের শাসনামলে আমরা চলেছি উন্নয়নের মহাসড়কে। আগামী ৫ বছর প্রধান মন্ত্রী স্বুস্থ্য থাকলে এবং মহান আল্লাহ তাঁকে বাঁচিয়ে রাখলে দীর্ঘ ৪৭ বছরে এদেশে যে উন্নয়ন হয়েছে তা ডাবল ছাড়িয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় সাংসদ শেখ আফিল উদ্দিন আরো বলেন, প্রধান মন্ত্রী স্বপ্ন দেখেন এদেশের কোমলমতী শিশুদের লেখা-পড়া শিখিয়ে সুসন্তানে পরিণত করতে পারলে খুব দ্রুত বাংলাদেশ একদিন উন্নত দেশের বাসিন্দা হতে পারবে। তাই, প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্বপ্নে স্বপ্নায়িত হয়ে শার্শা উপজেলার শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে আমিও প্রতিজ্ঞাবদ্ধ। এজন্য চাই এলাকার সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা। তাতে আমার যা কিছু করণীয় আমি তা করব। আমি চাই, প্রত্যেক বাড়িতে একটি হলেও সু-সন্তান তৈরি করতে হবে। তাহলে ওই সু-সন্তানের আলোয় একদিন তার পরিবার আলোকিত হবে, অণ্যদিকে তার আলোয় আমার সোনার বাংলাদেশ আলোকিত হবে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার বেলাল হোসেন চৌধুরী, ভারতের কোলকাতা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্টস এসোসিয়েশনের সভাপতি রাজু গোস্বামী এবং শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

এসময় আরো বক্তব্য রাখেন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান, সাবেক সভাপতি আলহাজ্ব সামছুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা ও কাস্টমস বিষয়ক সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, অহিদুজ্জামান অহিদ, শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসানসহ বেনাপোল কাস্টমস হাউসের কর্মকর্তা, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক আলহাজ্ব জামাল হোসেন, মহসিন মিলন, কোষাধ্যক্ষ আলহাজ্ব এনামুল হক মুকুলসহ নেতৃবৃন্দ, সদস্য ও বিভিন্ন পেশাজীবি এবং রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা