রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ব্রেন্টন ছিল জিম ট্রেইনার

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে বন্দুক হামলা চালিয়ে অন্তত ৪৯ জন মুসলিমকে হত্যাকারী পরিচয় সম্পর্কে আরো বিস্তারিত জানা গেছে। হামলাকারী ২৮ বছর বয়সী অস্ট্রেলিয় নাগরিক বেন্টন ট্যারেন্ট একজন ব্যক্তিগত জিম ট্রেইনার ছিলেন।
তিনি অস্ট্রেলিয়ার উত্তর নিউ সাউথ ওয়েলসে’র গ্র্যাফটন শহরের বিগ রিভার জিম’এ চাকরি করতেন।- খবর এবিসি নিউজ ও ডয়চে ভেলে’র

জিমনেশিয়ামটির ম্যানেজার ট্রেসি গ্রে এ সংবাদ নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি নিউজিল্যান্ডের মসজিদে গণহত্যা চালিয়ে তা সামাজিক যোগাযোগের মাধ্যমে সরাসরি সম্প্রচার করেছেন, তিনি তাদের জিমেরই একজন ট্রেনার। তিনি বলেন, ২০০৯ সালে হাইস্কুল পাশ করার পর থেকে তিনি ২০১১ সাল পর্যন্ত দু’বছর সেখানে কাজ করেছেন। এরপর তিনি চাকরি ছেড়ে দিয়ে বিদেশ ভ্রমণে চলে যান। ট্রেসি বলেন, ট্যারেন্ট একজন নিবেদিত প্রাণ ট্রেইনার ছিলেন। সে প্রতিষ্ঠানটির সামাজিক সেবার অংশ হিসেবে এলাকার শিশুদের বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান কর্মসূচির সঙ্গে জড়িত ছিলেন।

তিনি জানান, তার কাছে কখনই মনে হয়নি যে সে এমন সহিংস কিছু করতে পারে। নিশ্চই পরবর্তী বছরগুলোতে তার সঙ্গে এমন কিছু ঘটেছে যা তাকে সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছে।

ট্যারেন্ট জানিয়েছেন, জিমের চাকরি ছাড়ার পর তিনি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণের আগে স্বল্প সময়ের জন্য ‘বিটকানেক্ট’ নামক একটি ক্রিপটো কারেন্সি প্রতিষ্ঠানের হয়ে কাজ করেছিলেন। এরপর কিছু টাকা জমিয়ে তিনি ভ্রমণে নেমে পড়েন। তার পাসপোর্টে’র তথ্যমতে তিনি ইউরোপ, দক্ষিণ-পূর্ব এশিয়া ও পূর্ব এশিয়ার বিশকিছু দেশ সফর করেছেন। তার ভ্রমণকৃত দেশগুলোর মধ্যে বিতর্কিত দেশ উত্তর কোরিয়াও রয়েছে।

ট্যারেন্ট তার সম্পর্কে বলেছেন, তিনি হচ্ছেন অস্ট্রেলিয়ার একটি সাধারণ শ্রমজীবি পরিবারের একজন ‘সাধারন শেতাঙ্গ’ মানুষ। ট্রেসি জানিয়েছেন, ট্যারেন্ট হাইস্কুলে পড়াশোনা করা অবস্থায়ই তার বাবা মারা যান। তার পরিবারে মা ও এক বোন রয়েছেন।

শুক্রবার ‘আল নূর’ মসজিদে বন্দুক হামলার ঘটনার পর এক তদন্তে নিউজিল্যান্ড পুলিশ জানিয়েছে, হামলাকারী ট্যারেন্ট ও তার সহযোগীরা উগ্র ডানপন্থি ও মুসলিমবিদ্বেষী।

ঘটনাস্থলে ফেলে যাওয়া একটি ইশতেহার থেকে জানা যায় ট্যারেন্ট অভিবাসী ও মুসলিমদের প্রতি বিরূপ মনোভাবাপন্ন ছিলেন। ৭৪ পৃষ্ঠা দীর্ঘ এই ইশতেহারে বারবার সে শ্বেতবর্ণ মানুষদের শ্রেষ্ঠত্বের কথা বলেছেন।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে ঢুকে হামলার ঘটনায় ৪৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মাইক বুশ। এদের মধ্যে অন্তত তিনজন বাংলাদেশের অনারারি কনসাল ইঞ্জিনিয়ার শফিকুর রহমান।ট্যারেন্ট সামাজিক মাধ্যমে আগেও নানা বিদ্বেষী বক্তব্য ছড়িয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার ব্যক্তিগত প্রোফাইল থেকেই গোটা হামলার ঘটনাটি অনলাইনে সরাসরি সম্প্রচার করা হয়। সেই ভিডিওতে গুলি করে নিরীহ মানুষকে হত্যা করাকে ‘পার্টি’র সঙ্গে তুলনা করেন তিনি!

কেন এই হামলা?
সাধারণ পরিবারে বেড়ে ওঠা এই যুবকের ভেতর আগে থেকেই ছিল বর্ণবাদ, অন্ধত্ব। নিজের ভেতরে এই বাড়তে থাকা বিদ্বেষের সাথে সাথে এমন হামলার কারণ হিসাবে ইশতেহারে সে দিয়েছে ইউরোপের উদাহরণ।

ফ্রান্সে বেড়াতে এসে আশেপাশে বহু অভিবাসী মানুষদের দেখে যুবকটি আস্তে আস্তে এই হামলার জন্য নিজেকে তৈরি করেন। তিনমাস আগেই টার্গেট হিসাবে ঠিক করে ক্রাইস্টচার্চ।

হামলাকারী যুবকের খাতা-কলমে কোনো চরমপন্থি সংগঠনের সাথে যুক্ত থাকার খবর এখনও পাওয়া যায়নি। কিন্তু তার ইশতেহার ও বিভিন্ন অনলাইন মাধ্যমে লেখা প্রতিক্রিয়া থেকে পুলিশ ধারণা করছে যে একাধিক বর্ণবাদী, ইহুদিবিদ্বেষী ও ইসলামবিদ্বেষী ব্যক্তিদের দ্বারা সে অনুপ্রাণিত হয়েছিল।

অভিবাসীদের ‘বহিরাগত’ ভাবা এই যুবকের বন্দুকের গায় হিটলারের স্লোগান লেখা ছিল!

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ১৯ জনের মৃত্যু

পাকিস্তানের উত্তরাঞ্চলে শক্তিশালী ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের আঘাতে ১৯বিস্তারিত পড়ুন

২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হিক্কা

ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় হিক্কা। এর ফলে ঝড়ের পাশাপাশি ভারীবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ৩য় বারের মতো কাশ্মীর ইস্যুতে মধ্যস্ততার প্রস্তাব ট্রাম্পের
  • এক রাজার ১০০ স্ত্রী ও ৫০০ সন্তান! (ভিডিও)
  • মুখে মাকড়সা চড়লে ‘রিল্যাক্স’ অনুভূত হয় এই নারীর! (ভিডিও)
  • পানির নিচে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে মার্কিন নাগরিকের মৃত্যু
  • মাথায় ৪ ইঞ্চি লম্বা শিং নিয়ে হাসপাতালে বৃদ্ধ!
  • ১৩০টির বেশি দেশ ঘুরে বেড়ানো এক অন্ধ পর্যটকের গল্প
  • হেলমেট ঢোকেনি মাথায়, জরিমানা নিতে ব্যর্থ ট্রাফিক পুলিশ!
  • ৪ বছর প্রেম শেষে ৩০০ বছর বয়সী ভূতকে বিয়ে! (ভিডিও)
  • ছাগল চুরির ৪১ বছর পর ধরা পড়ল চোর!
  • যে গ্রামে প্রতিটা বাড়িই দরজাহীন, ব্যাংকে নেই তালা!