বেনাপোল প্রেসক্লাবে স্বঘোষিত কমিটি। সদস্যদের ক্ষোভ
কোন রকম সিদ্ধান্ত ছাড়াই বেনাপোল প্রেস ক্লাবের নতুন কার্যকরি কমিটি-২০১৮ এর
ঘোষনা দিয়েছেন প্রেসক্লাবের স্বঘোষিত সভাপতি মহসিন মিলন।এতে চরম ক্ষোভের মধ্য রয়েছেন প্রেসক্লাবের সদস্যরা। তারা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। গত ২৭ জানুয়ারী সাধারণ সভায় ১০ ই ফেব্রুয়ারী নির্বাচনের তারিখ ঘোষনা ও নির্বাচন কমিশনার গঠন করা হয়।
কিন্তু ১০ ই ফেব্রুয়ারী সকালে নির্বাচন নাদিয়ে নির্বাচনের আগের রাতে মহসীন মিলন তার নিজের লোকজনের কাছ থেকে সাদা কাগজে সই নিয়ে পকেট কমিটি গঠন করে।যা নিয়ে চরম অসন্তোষ বিরাজ করছে সাংবাদিক পাড়ায়।
শান্তির লক্ষে যশোর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বিষয়টি জানার পর তিনি সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। মতবিনিময় কালে তিনি
বলেন, সকল সদস্যদের উপস্থিতিতে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং সমঝোতার মাধ্যমেও কমিটি হতে পারে।
তবে তার স্বচ্চতা থাকতে হবে। ১০ ফেব্রুয়ারী শনিবার প্রেসক্লাবের সদস্যদের নিয়ে নির্বাচন হওয়ার কথা কিন্তু শুক্রবার রাতে মহসিন মিলন নিজেকে সভাপতি করে বিভিন্ন পত্র পত্রিকায় প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন। যা সাধারন সদস্যেদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রেসক্লাবের সদস্যদের অভিযোগ যাদের কমিটিতে নেয়া হয়েছে তারা অনেকেই জানেনা। আবার কিছু লেখাপড়া না জানা কার্ডকেনা সাংবাদিকদের তার কমিটিতে নেয়া হয়েছে। এভাবে দীর্ঘ ১৩ বছর ধরে তিনি সভাপতির পদ আকড়ে ধরে রেখেছেন।যা সাংবাদিকদের জন্য আদৌ কাম্যনা।
আরো অভিযোগ গত সাধারন সভায় প্রেসক্লাবের আয় ব্যয়ের সঠিক হিসাব ও প্রকৃত আয়ের উৎসগুলি তিনি উপস্থাপন করেননি। ব্যাংকে থাকা প্রেসক্লাবের ২ লাখ টাকারও হিসাব দেননি তিনি। প্রেসক্লাবের ভাড়া করা ঘরটি ও সুকৌশলে ব্যক্তি নামে ডিড করে নিয়েছেন। যা গঠনতন্ত্র পরিপন্থি। প্রেসক্লাবের রেজিষ্টারসহ সকল কাগজপত্র প্রেসক্লাবে থাকার কথা থাকলেও রয়েছে তার নিজের অফিসে।
সে সব রেজিষ্টারে ইচ্ছা মাফিক বছরে দু‘ একবার মিটিং ডেকে স্বাক্ষর করিয়ে নেন।সদস্যরা এসব কর্মকান্ডের প্রতিবাদ করলে তিনি গোস্সা হন। নির্বাচন ছাড়া মনগড়া কমিটি ঘোষনা করায় ঘোষিত নতুন কমিটির সহ সভাপতি জামাল হোসেন ও সাধারন সম্পাদক মোঃ রাশেদুর রহমান রাশু এ কমিটি ঘোষনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদ জানিয়ে তারা বলেন, গঠনতন্ত্র অনুয়ায়ী সকলের উপস্থিতিতে আগামী সাত দিনের মধ্যে নতুন বৈধ কমিটি গঠন না করলে স্বঘোষিত সভাপতি মহসিন মিলনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
এনামুল-সম্রাটসহ ৪ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ
ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে সংসদবিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন