বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

বেনাপোল দিয়ে এবার মহিষ আমদানী

যশোরের বেনাপোল স্থল বন্দর দিয়ে এবার মহিষ আমদানী করা হয়েছে। দুধ উৎপাদনের জন্য ভারত থেকে উন্নতমানের ১০০ টি মহিষ আমদানি করেছে ঢাকা বাংলাদেশের আমদানিকারক জেনিটিস ইন্টারন্যাশনাল।

বৃহস্পতিবার (১৯জুলাই) বেলা ৪ টার সময় বেনাপোল চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ১০০টি মহিষ।

ঢাকার আমদানিকারক জেনিটিস ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপক তরিকুল ইসলাম বলেন ভারতের হরিয়ানা প্রদেশ থেকে মহিষগুলি দুধ উৎপাদনের জন্য আমদানি করা হয়েছে। মহিষগুলির মুল্য ৮২ হাজার ২২৫ ডলার যা বাংলাদেশী টাকায় ৬৭ লাখ ৪২ হাজার ৪৫০ টাকা।
আজই মহিষ গুলি কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে ঢাকায় নেওয়া হবে।

ভারতের কোলকাতার জেকে এন্টারপ্রাইজের ব্যবস্থাপক দিপক দাস বলেন হরিয়ানা প্রদেশ থেকে বাংলাদেশে মহিষগুলি পৌছাতে তিনদিন সময় লেগেছে। তিনি বলেন তাদের ব্যবসায়িক ফার্ম বাংলাদেশ সহ বিভিন্ন দেশে গরু, মহিষ ও ঘোড়া রপ্তানি করে থাকে।

তেরো বছর পর বুদ্ধি প্রতিবন্ধী সাজান দেশে ফিরে পরিবারের কাছে

তেরো বছর পর বাড়ি থেকে হারিয়ে যাওয়া শাহাজান (৩০) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবককে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
বুধবার (১৮ জুলাই) বিকেলে বেনাপোল পোর্টথানা পুলিশ শাহাজানকে তার পরিবারের হাতে তুলে দেয়।
এর আগে গত ১৩ জুলাই সকালে স্বদেশ প্রত্যাবর্তন আইনে ভারত থেকে তাকে বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। কিন্তু তার ঠিকানা সঠিক না থাকায় এতোদিন বাড়িতে পৌঁছানোর সুযোগ হয়নি।
শাহাজান রংপুরের মিঠাপুকুর উপজেলার ফকিরপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
বেনাপোল পোর্টথানার উপ-পরিদর্শক (এসআই) মফিজ উদ্দিন জানান, বুদ্ধি প্রতিবন্ধী শাজাহান। তিনি নিজের অজান্তে ১৩ বছর আগে ভারত সীমান্তে ঢুকে পড়েন। এ সময় সীমান্তরক্ষী বিএসএফ তাকে আটক করে জঙ্গি ভেবে জেলে পাঠায়। এর ১৩ বছর আগে তিনি বাড়ি থেকে হারিয়ে যায়। বাড়ির সবাই জানতো এতোদিনে তিনি মারা গেছেন। গত পাঁচদিন আগে ভারত থেকে স্বদেশ প্রত্যাবর্তনে তাকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।
তিনি অগোছালোভাবে দু’একটা কথা বলতে পারেন। কিন্তু তা যথেষ্ট ছিলো না। এছাড়া কাগজপত্রেও তার ঠিকানা সঠিক ছিলো না। অবশেষে তার চুল, দাঁড়ি কাটিয়ে বিভিন্ন থানাতে ছবি পাঠানো হয়। পরে অনেক চেষ্টায় তার পরিচয় শনাক্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

শার্শা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

“স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগান দিয়ে বৃহস্পতিবার সকাল ১১ টায় শার্শা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উৎযাপিত হয়েছে। শার্শা উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালি শার্শা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।
র‌্যালি শেষে উপজেলা পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা কমপ্লেক্স অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পশু সম্পদ কর্মকর্তা জয়দেব কুমার সিংহের সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু। অনুষ্ঠানের শুরুতেই সুভেচ্ছা বক্তব্য রাখেন শার্শা উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ আবুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার সহ উপজেলার ১১টি ইউনিয়নের মৎস্য চাষীরা।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা