বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

বেনাপোল- খুলনা কমিউনিটার ট্রেন বেসরকারি খাতে লিজ দেয়ার ষড়যন্ত্র

যশোরের বৃহৎ স্থলবন্দর বেনাপোলের সাথে বিভাগীয় শহর খুলনার মধ্যে চলাচলকারী লাভজনক খুলনা-বেনাপোল কমিউটার ট্রেনটি বেসরকারি খাতে লিজ দেয়ার চক্রান্ত চলছে। বাংলাদেশ রেলওয়ের একজন উর্ধ্বতন অবসরপ্রাপ্ত কর্মকর্তা কমিউটার ট্রেনটি বেসরকারি খাতে লিজ নেয়ার জন্য রেলের মহাপরিচালকের দফতরে দেন-দরবার করছেন বলে জানা গেছে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রাণের দাবির প্রেক্ষিতে গত ১৪ বছর আগে খুলনা-বেনাপোল কমিউটার ট্রেন চালু হয়। কিছুদিন পরে রেলের কতিপয় অসাধু কর্মকর্তা এই ট্রেনটিকে বেসরকারি খাতে লিজ দেন।

যার পরিপ্রেক্ষিতে যাত্রীরা সঠিক সেবা থেকে বঞ্চিত হন। চোরাকারবারী-টানাবাজদের দখলে চলে যায় কমিউটার ট্রেনটি। সাধারণ মানুষের দাবিতে আবারো কমিউটার ট্রেনটি সরকারি ব্যবস্থাপনায় চলাচল করছে। কিন্তু রেলওয়ের কতিপয় অসাধু উর্ধ্বতন কর্মকর্তা নিজেদের পকেটভারি করার জন্য লাভজনক এই খুলনা-বেনাপোল কমিউটার ট্রেনটি পুনরায় বেসরকারি খাতে লিজ দেয়ার পাঁয়তারা করছেন।

সরেজমিনে বেনাপোল-খুলনা কমিউটার ট্রেনে ভ্রমণ করে দেখা যায়, সকাল ৬ টায় ট্রেনটি খুলনা স্টেশন ত্যাগ করে দৌলতপুর, নওয়াপাড়া, সিঙ্গীয়া, যশোর, ঝিকরগাছা, নাভারণ স্টেশন পার হয়ে সকাল সাড়ে ৮ টায় বেনাপোলে পৌঁছায়। এ সব স্টেশনের বেশিরভাগ যাত্রী ভারতে যান। পরবর্তীতে সকাল ৯ টায় বেনাপোল স্টেশন ত্যাগ করে বেলা ১১ টা ৪৫ মিনিটে খুলনা পৌঁছায়। এই ট্রেন আবার দুপুর ১২টায় খুলনা স্টেশন ত্যাগ করে ৬ টি নির্ধারিত স্টেশন থেকে যাত্রী ওঠানামা করিয়ে বেলা আড়াইটায় বেনাপোল পৌঁছায়। পুনরায় বিকাল সাড়ে ৩ টায় খুলনার উদ্দেশ্যে বেনাপোল ত্যাগ করে। সব স্টেশনে কম-বেশি যাত্রীর ভিড় লক্ষ্য করা যায়। খুলনা থেকে বেনাপোল আসতে বাসে সময় লাগে ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা। ভাড়ার পরিমাণ দেড়শ টাকা। সে ক্ষেত্রে কমিউটার ট্রেনে খুলনা থেকে বেনাপোল আসতে সময় লাগে আড়াই ঘণ্টা আর ভাড়া মাত্র ৪৫ টাকা। এ কারণে খুলনা থেকে জেলা শহর যশোরসহ ভারতে যাতায়াতকারী যাত্রীরা বাসের চেয়ে কম খরচে ট্রেনে যাতায়াত করে থাকেন। বিজিবি, পুলিশ এবং ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শকদের কড়াকড়ির কারণে বর্তমানে ট্রেনে পূর্বের মত চোরাচালানীরা যাতায়াত করতে পারে না। ফলে অন্যান্য যাত্রী সাচ্ছন্দে ও নিরাপদে তাদের গন্তব্যে যাতায়াত করে থাকেন। পূর্বের তুলনায় কমিউটার ট্রেন থেকে সরকারি কোষাগারে বেশি অর্থ জমা হচ্ছে। বর্তমানে গড়ে প্রতিমাসে এ ট্রেন থেকে ৩৭ লাখ টাকা টাকা আয় করছে বাংলাদেশ রেলওয়ে। গত বছরের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের একদিনের হিসাব অনুযায়ী দেখা যায়, এ ট্রেন থেকে ২২ ডিসেম্বর খুলনা স্টেশনে আয় হয়েছে ২৬ হাজার ৯ শত ৮০ টাকা। ২৯ ডিসেম্বর দৌলতপুর থেকে ১০ হাজার ৫৫ টাকা, ৩০ ডিসেম্বর নওয়াপাড়া থেকে ৮ হাজার ৯ শত ৮০ টাকা, ২১ ডিসেম্বর সিঙ্গিয়া থেকে ৩ হাজার ২ শত ৩০ টাকা, ৩০ ডিসেম্বর যশোর থেকে ১৪ হাজার ৫ শত ৩০ টাকা, ২৯ ডিসেম্বর নাভারণ থেকে ৮ হাজার ৪ শত ৭০ টাকা এবং ৩০ ডিসেম্বর বেনাপোল থেকে ৩৮ হাজার ৮ শত ৭০ টাকা।

এছাড়া ৩০ ডিসেম্বর টিটিই ক্যাশ ৫ হাজার ৫ শত ৮০ টাকা, টিসিক্যাশ ২ হাজার ১ শ ৭০ টাকা। এ হিসাবে প্রতিমাসে গড়ে বেনাপোল-খুলনা কমিউটার ট্রেন থেকে সরকারের আয় হয় ৩৫ লাখ টাকার বেশি। অথচ লাভজনক এই ট্রেনটিকে রেলের কতিপয় অসাধু কর্মকর্তা বেসরকারি খাতে লিজ দেয়ার জন্য উঠেপড়ে লেগেছেন। বেনাপোল খুলনা কমিউটার ট্রেনটি বেসরকারি খাতে লিজ দেয়া হচ্ছে কিনা এ ব্যাপারে পাকশীতে কর্মরত চিফ কমার্শিয়াল ম্যানেজার মিহির কুমার গুহ এর সাথে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় ০১৭১১-৫০৬১১৫ নম্বর মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, নীতিমালা মেনেই ট্রেন বেসরকারি খাতে লিজ দেওয়া হয়। আপাতত: খুলনা-বেনাপোল কমিউটার ট্রেনটি লিজ দেয়ার কোন চিন্তা-ভাবনা নেই। তবে শেষ ৬ মাসের আয়ের চেয়ে বেশি টাকা দিলে তার অনুকূলে লিজ দেয়া যেতে পারে।
বেনাপোল-খুলনা কমিউটার ট্রেনটি বেসরকারি খাতে লিজ দেয়া হলে এই ট্রেনে যাতায়াতকারী যাত্রীরা ভয়াবহ ভোগান্তির শিকার হবেন। আর এ সুযোগে চোরাচালানীরা পূর্বের মত তাদের আধিপত্য বিস্তার করবে। তাই লাভজনক খুলনা-বেনাপোল কমিউটার ট্রেনটি যাতে বেসরকারি খাতে লিজ দেয়া না হয় তার জন্য রেলমন্ত্রী ও রেলের মহাপরিচালকের সদয় দৃষ্টি কামনা করেছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাধারণ মানুষ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা