রবিবার, অক্টোবর ১৩, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

বিপর্যয়ের মুখে শ্যামনগরের বাগদা চিংড়ী ঘের মালিক ও চাষীরা

দেশের দক্ষিন-পশ্চীম অঞ্চালের সীমান্তবর্তী সাতক্ষীরার সাদা সোনা হিসাবে খ্যাত শ্যামনগরে বাগদা চিংড়ীতে মড়ক লাগায় মারাত্নক বিপর্যয়ের মুখে পড়েছে উপজেলার ঘের মালিক বাগদা চিংড়ী চাষীরা।

মৎস্য অধিদপ্তরে কর্মকর্তারা বলছে, হঠাৎ অনাবৃষ্টি ও অসাভাবিক তাপ বৃদ্ধির কারণে চিংড়ী ঘেরের মাটি ও পানি গরম হওয়া বাগদা চিংড়ী মারা যাওয়ার এক মাত্র কারন। চাষীরা বলছে শুধু এবছর নয় দুইহাজার দশকের পর থেকে প্রতি বছর চিংড়ীতে মহামারী মড়কে চিংড়ী মরে যাচ্ছে। কোন রাসায়নিক সার বা বৈজ্ঞানিক পদ্ধতির উপকরনে কোন কাজ হচ্ছে না।

চলতি বছরের ১ জানুয়ারী থেকে শ্যামনগর উপজেলা ১২টি ইউনিয়নে ১৭৪৪২ হেক্টর জমিতে ছোট বড় প্রায় দুই হাজার চিংড়ী চাষীরা চিংড়ী ঘেরের মাছ চাষের উপযোগী করে বাগদার রেনু পোনা অবমুক্ত করে। মার্চ ও এপ্রিল মাসেও মহামারী মড়কে প্রায় প্রতিটি ঘেরে মড়ক লেগে উপজেলা প্রায় ৭০% চিংড়ী ঘের ইতোমধ্যে চিংড়ী শুন্য হয়ে পড়েছিল। বর্তমানও খোঁজ খবর নিয়ে জানা যায়, আবারও অধিকাংশ ঘেরে মড়ক লেগে চিংড়ি শুন্য হয়ে পড়েছে। সে কারনে পিছিয়ে গেল শ্যামনগরের চিংড়ী চাষ। আরও দুই মাস তাদের অপেক্ষা করা লাগবে নতুন চিংড়ীর জন্য।

সরেজমিনে উপজেলা বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া খবরে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বাগদা চাষীরা জানান, গত বছর বাগদার মড়ক বা ভাইরাস তুলনামূলক কম ছিল। সে কারনে উপজেলার ছোট বড় অধিকাংশ চাষীরা চিংড়ী চাষে লাভবান হয়েছিল। সে লক্ষ নিয়ে এ বছর চিংড়ী চাষীরা মনের উদ্যামে ভালো ভাবে ঘেরে পরিচর্যা করে চিংড়ী চাষের উপযোগী করে লবন পানি উত্তোলন করে ঘেরে চিংড়ি পোনা অবমুক্ত করে। চাষীদের মুখের হাসি মুছে গেছে।

গত কয়েকদিন চিংড়ী মড়কের কারন হিসাবে একাধিক সূত্রে জানা গেছে, শ্যামনগর উপজেলা বুড়িগোয়ালিনী ইউনিয়নের ক্ষুদ্র চিংড়ী চাষী আজগার আলী জানান, ১৯৭০ দশক থেকে লোনা পানির সোনা নামে খ্যাত চিংড়ী চাষ করে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার চাষীরা সাবলম্বী হয়েছে অনেকের ভাগ্য পরিবর্তন ঘটে কুলি থেকে কোটি পতি হয়েছে এমন লোকের সংখ্যা অনেক বেশি। আবার হাতে গোনা কিছু চাষীরা এই চিংড়ী চাষে বঞ্চিত হয়ে হিরো থেকে জিরো হয়ে গেছে।
১৯৭০ দশক থেকে শুরু হওয়া চিংড়ী কোন রোগ বালাই ছাড়াই দুই হাজার দশক পর্যন্ত খুব ভালো চলেছে। দুইহাজার দশকের পর থেকে চিংড়ী চাষে নেমে আসে মহামারি মড়ক (ভাইরাস)। সেখান থেকে অদ্যাবধি পর্যন্ত প্রতি বছর কম বেশি চিংড়ীর মড়ক বা ভাইরাসের কারনে মারাত্নক ক্ষতিগ্রস্থ হচ্ছে চিংড়ী চাষীরা। ভাইরাসের কারনে বিকল্প চিংড়ী চাষে লাভের জন্য বেশ কিছু প্রভাবশালী চিংড়ী চাষীরা দেশী-বিদেশী ব্যাংক থেকে ঋণ নিয়ে আধা-নিবিড় পদ্ধতিতে চিংড়ী চাষ শুরু করেছে গত কয়েক বছর। কিন্তু, সেখানেও কোন পদ্ধতি টিকাতে পারছে না ওই চাষীরা। তাদের প্রকল্পেও মরে ছাপ হয়ে যাচ্ছে চিংড়ী। এমন হতাশা ব্যক্ত করেন, এশিয়ার বৃহত্তম আধা-নিবিগ পদ্ধতিতে চিংড়ী উৎপাদন প্রকল্প শাওন ফিস প্রাঃ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আব্দুস সাত্তার মোড়ল।

চিংড়ীর মড়ক বা ভাইরাসের কারন নিয়ে দেশী বিদেশী বিভিন্ন গভেষকরা অনেকরকম মন্তব্য করেছেন । যার প্রয়োজনীয় ঔষধ ও উপকরণ বাজারে ভরপুর হয়ে গেছে। চাষীরা কিনে চিংড়ী ঘেরে প্রয়োগ করছে। কিন্তু, রক্ষা হচ্ছে না চিংড়ীর মড়ক। এ ব্যাপারে কথা হয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফারুক হোসনের সাথে। তিনি বলেন, শুধু ভাইরাসের কারনে চিংড়ীর মড়ক কারন বললে ভূল, চিংড়ী ঘেরের পানি স্বল্পতার কারনে মাটি ও পানি রোদের তাপে মাত্রাধিক গরম হয়ে চিংড়ীর মড়ক দেখা যায়। তাছাড়া আধা-নিবিড় পদ্ধতিতে চিংড়ী ঘেরে যাদের চিংড়ী মরছে তার কারন মৎস্য কর্মকর্তা আরও বলেন, মাত্রারিক্ত পোনা ছাড়া এর অন্যতম কারন। ভাইরাসও আছে তা নিয়ন্ত্রন করার কোন পদ্ধতি এখনও উদ্ভাবন করা সম্ভব হয়নি। চিংড়ী চাষে সরকার বছরে হাজার হাজার কোটি বৈদেশিক মুদ্রা আয় করে। সেজন্য চিংড়ীর ভাইরাস বা মড়ক প্রতিরোধ নিয়ন্ত্রনের জন্য সরকার ব্যপক তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন

  • শ্যামনগর থেকে অস্ত্র গুলি উদ্ধার ॥ আটক-১
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • শ্যামনগরের গাবুরায় ভেড়িবাঁধে ভয়াবহ ভাঙন
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • সুন্দরবনে মুক্তিপনের দাবীতে ১৪ জেলে অপহরণ!
  • শ্যামনগরে যুবলীগের অনুষ্ঠান শেষে ফেরার সড়ক দূর্ঘটনায় কর্মী নিহত, আহত ২
  • সাতক্ষীরা জেলাব্যাপী মাদক গ্রেফতার ১৯, ফেন্সিডিল-গাঁজা উদ্ধার