সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

বঙ্গবন্ধু এনে দিয়েছিলেন লাল সবুজের পতাকা : শেখ আফিল উদ্দিন এমপি

৮৫ যশোর-১ (শার্শা)’র সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেন, জাতীর জনকের স্বপ্ন ছিল এ দেশের উন্নয়ন। তাই তিনি নিজ জীবনের বিনিময়ে হলেও এদেশকে পরাধীনতার শিকল থেকে মুক্ত করার ঘোষণা দিয়েছিলেন। কথাও রেখেছিলেন। ৭১-এ বঙ্গবন্ধু বাঙ্গালী জাতিকে পরাধীনতা থেকে মুক্ত করে এনে দিয়েছিলেন লাল সবুজের পতাকা।

বুধবার দিনব্যাপী শার্শা উপজেলার গোড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন, একঝালা-বসন্তপুর পাকা রাস্তা উদ্বোধন, বেতনা নদীর ব্রীজ উদ্বোধন, ডিহি ইউনিয়নের গোকর্ণ-পন্ডিতপুর পাকা রাস্তা উদ্বোধন, নারিকেল বাড়িয়া-শালকোনা পাকা রাস্তা উদ্বোধন’র মাঝে বিভিন্ন এলাকার আলোচনায় সভায় প্রধাণ অতিথি হিসেবে একথা বলেন তিনি।

গোড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি ও শার্শা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক খবির উদ্দিন খান’র সভাপতিত্বে অনুষ্ঠিত কয়েক আলোচনা সভায় প্রধাণ অতিথি শেখ আফিল উদ্দিন এমপি আরো বলেন, বঙ্গবন্ধু তার জীবদ্দশায় শতভাগ কথা রক্ষা করে এদেশের মানুষকে স্বাধীনভাবে বঁচে থাকার অধিকার এনে দিয়েছিলেন। স্বপ্ন ছিল এদেশের মানুষ কেউ না খেয়ে মারা যাবে। বিশ্বের বুকে বাংলাদেশ হবে এক উন্নত জাতির দেশ। কিন্তু দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করতে ৭১’র সেই পরাজিত শক্তিরা এদেশের পিছু ছাড়েনি। শেখ মুজিবুর রহমান যাতে এদেশের উন্নয়ন করতে না পারে সেজন্য তারা বঙ্গবন্ধুসহ তার সস্বপরিবারে হত্যার মিশন নেয়। হত্যা করে বাঙালী জাতীর প্রতিষ্ঠাতা পিতা বঙ্গবন্ধুসহ তার সহধর্মিণী, সন্তান, পরিজনদের। মহান আল্লাহর অশেষ কৃপায় সেদিন নরঘাতকদের হাত থেকে রক্ষা পেয়েছিলেন আজকের ডিজিটাল বাংলাদেশের রুপকার উন্নয়নের মডেল প্রধাণ মন্ত্রী শেখ হাসিনা।

এ সময় সাংসদ শেখ আফিল উদ্দিন আরো বলেন, মনে রাখতে হবে ৭১’র সেই হায়েনার দল আজো সক্রিয় হয়ে এদেশে অবস্থান করছে। তারা বিভিন্ন ছদ্মরুপ ধারণ করে এদেশের উন্নয়নকে বাধাগ্রস্থ্য করতে জাতীর জনকের কণ্যা প্রধাণ মন্ত্রী শেখ হাসিনাকে হত্যার মিশনসহ বঙ্গবন্ধুর আদশের্র দল আওয়ামীলীগকে ধ্বংস করতে মরিয়া হয়ে উঠেপড়ে লেগেছে। সাবধান! ইতিমধ্যে তারা আওয়ামীলীগের সাথে মিশে গিয়ে নানা ধরণের বিভ্রান্তি সৃষ্টি করছে।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে প্রধাণ অতিথি শেখ আফিল উদ্দিনের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক আলহাজ্ব সালেহ আহমেদ মিন্টু, সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, যুবলীগের সভপতি ও জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক ও শার্শা সদর ইউপি চেয়ারম্যান সোয়ারাব হোসেন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, নিজামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আযাদ, ডিহি ইউপি চেয়ারম্যান হোসেন আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, ডিহি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলসহ উপজেলা ও স্থানীয় আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

গোড়পাড়া মাধ্যমিক বিদ্যালযয় ও একঝালা বাজারে বিশাল উদ্বাধনী সমাবেশে উপস্থিত ছিলেন গোড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক কামরুজ্জামান, আলিমুর রহমান, গোড়পাড়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আযাদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তরফদার, সাংগঠনিক নজরুল ইসলাম, কৃষকলীগের সভাপতি নাসির উদ্দিন, যুবলীগ সভাপতি আলাউদ্দিন খান, নিজামপুর ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফইম উদ্দিন খান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা