মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

তিন কিশোরকে হস্তান্তর

পিরোজপুরের অপহৃত শিশু বেনাপোলে উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্ত থেকে হৃদয় নামে তিন বছরের এক শিশুকে উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ।

শনিবার (৫ই মে) বেলা ১২ টার সময় শিশুটিকে বেনাপোল বলফিল্ড এলাকা থেকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিশুটি পিরোজপুর জেলার সদর থানার ঝাটকাটি গ্রামের শহীদ ব্যাপারীর ছেলে।

হৃদয়ের পালিত মা, পিরোজপুর সদর থানার রাজারখোলা গ্রামের তাসলিমা খাতুন জানান বিগত কয়েক মাস পূর্বে শিশু হৃদয়ের মা কারণ বসত: জেলখানায় থাকায় তার বাবার কাছ থেকে হৃদয়কে দত্তক নেন তিনি। হঠাৎ গত ২মে-২০১৮ তারিখ বেলা সাড়ে তিনটার দিকে বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রামের মাহাবুল, সাহাবুল, বকুল ও হাফিজুর নামের একটি চক্র হৃদয়কে অপহরণ করে নিয়ে আসে এবং ফোনালাপের মাধ্যমে তার কাছে পৌছে দেওয়ার নামে ৫ হাজার টাকা দাবি করে। যা পরিশোধ করলেও শিশুটিকে পৌছে না দেওয়ায় তিনি পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পরে বেনাপোল পোর্ট থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে।

পিরোজপুর সদর থানার উপ-পুলিশ পরিদর্শক(এসআই) স্বজন জানান, অপহৃত হওয়া শিশুর পালিত মা’য়ের অভিযোগের ভিত্তিতে পোর্ট থানা পুলিশে ম্যাসেজ দেওয়া হয়। পরে শিশুটির অবস্থান সনাক্ত করে তাদেরকে খবর দিলে বেনাপোল বলফিল্ড এলাকা থেকে উদ্ধার করে।

বেনাপোল পোর্ট থানার উপ-পুলিশ পরিদর্শক(এসআই) মনির হোসেন জানান, পিরোজপুর সদর থানার ম্যাসেজের ভিত্তিতে অপহৃত শিশুটিকে বেনাপোল বলফিল্ড এলাকার পশ্চিম পার্শ্বে আব্দুর রহমানের ছেলে নূর মোহাম্মদের বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া শিশুটিকে তার পালিত মা সনাক্ত করে নিশ্চিত করলে তাকে পিরোজপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বেনাপোল পুলিশের কাছে তিন কিশোরকে হস্তান্তর করেছে ভারত

যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তিন বাংলাদেশি কিশোরকে দেশে ফেরৎ পাঠিয়েছে ভারত। শনিবার (৫ ই মে) বিকেল ৩টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।পুলিশ জানায় ভালো কাজ দেয়ার কথা বলে দু’বছর আগে দালালরা তাদের ভারতে পাচার করে।

দু’দেশের চিঠি চালাচালির ফলে রাজবাড়ির আরিফুল ইসলামের ছেলে সোহেল (১৮), সিলেটের মনিবুর রহমানের ছেলে সাজেদুর রহমান (১৭) ও সুনামগঞ্জের শফিকুল ইসলামের ছেলে ফারুক মিয়া (১৭) দেশে ফিরে আসে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, এই তিন কিশোর সীমান্তের অবৈধ পথে ভারত গিয়ে রাজমিস্ত্রি ও ফ্যাক্টরির কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে ধরা পড়ে। পরে আদালতের মাধ্যেমে কলকতার উত্তর ২৪ পরগনা জেলার হাওড়ায় ‘লিলুয়া’ নামের বেসরকারি একটি শেল্টার হোমে তাদের রাখা হয়। সেখান থেকে দুই বছর পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরে আসলো তারা। ফেরত আসা কিশোরদের ‘রাইটস’ যশোর নামে একটি মানবাধিকার সংস্থা গ্রহণ করেছে।

রাইটস যশোরের সমন্বয়কারী তৌফিক হাসান জানান, এই তিন কিশোরকে যশোর নিয়ে তাদের নিজস্ব শেল্টারহোমে রেখে ওদের অভিভাবকের হাতে তুলে দেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

এনামুল-সম্রাটসহ ৪ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে সংসদবিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

  • নড়াইলে শিশু মহিমা খুন ।। দাদা-দাদিসহ ৮জনের বিরুদ্ধে মামলা
  • টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী
  • সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
  • নড়াইলে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এসপি জসিম উদ্দিন
  • এবার বাংলাদেশেও ভাঙল প্রচলিত নিয়ম, যাত্রী নিয়ে বিয়ে করতে বরের বাড়িতে কনে!
  • তবু নড়াইলের দিপালী’র মুক্তিযোদ্ধার স্বীকৃতি মেলেনি! মৃত্যুর পরে রাষ্ট্রীয় মর্যাদার প্রত্যাশা
  • আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে মিন্নি
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • পিরোজপুরের মঠবাড়িয়ায় এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
  • নড়াইলে ইয়াবাসহ ইউএনও অফিসের সহায়ক গ্রেফতার
  • নড়াইলে ভাইস চেয়ারম্যানের জামিন ও রিমান্ড না মঞ্জুর
  • ঢাবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় বাগেরহাট জেলা…