মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

পাটকেলঘাটায় ড.মতিউরের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

সাতক্ষীরা জেলার গর্ব ছিলেন বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড.এম মতিউর রহমান, প্রায় ১শ বিভিন্ন সংগঠনসহ প্রতিষ্ঠানের সাথে অতপ্রত ভাবে জড়িত ছিলেন, তার কর্মময় জীবনীর মাধ্যমে চিরস্মরনীয় হয়ে থাকবেন সকলের হৃদয়ে, পাটকেলঘাটার সাংবাদিকদের বৃহত্তম সংগঠন রিপোর্টার্স ক্লাব পাটকেলঘাটা প্রধান উপদেষ্টা ছিলেন, এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে তার অংশগ্রহন ছিলো লক্ষণীয়, সাতক্ষীরা জেলার কৃতি সন্তাদের মধ্যে তিনি সর্ব শ্রেষ্ট, বাংলাদেশের জনগন কাছে সাতক্ষীরা নয় ড. এম মতিউর রহমানের সাতক্ষীরা হিসেবে পরিচিতি লাভ করেছে, তিনি ছিলেন বৃহত্তর বাংলাদেশ আনুবিক শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান।
প্রয়াত ড.এম মতিউর রহমান বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী মরহুম ড. এম এ ওয়াজেদ মিয়ার সাথে দীর্ঘদিন এক সাথে পরমানু বিষয় নিয়ে চাকরীর সুবাদে কাজ করেছেন।
ড. এম এ ওয়াজেদ মিয়া পাটকেলঘাটায় এসেছেন তার সাথে সৌজন্য সাক্ষাতসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে। উপরোক্ত কথাগুলো তুলে ধরেন প্রধান অতিথিসহ উপস্থিত বক্তারা। রবিবার রাত ৮টায় পাটকেলঘাটার সাংবাদিকদের সব থেকে বড় সংগঠন রিপোর্টার্স ক্লাব পাটকেলঘাটা হলরুমে মরহুম ড. এম মতিউর রহমানের আত্মার শান্তি কামনায় দোয়া ও তার জীবনী নিয়ে আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্বে করেন রিপোর্টার্স ক্লাব পাটকেলঘাটার সভাপতি সৈয়দ মাসুদ রানা।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ক্লাব পাটকেলঘাটার উপদেষ্টা ও সাতক্ষীরা-১, (তালা-কলারোয়া) আসনের আ’লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী এ্যাড.মোহম্মদ হোসেন, ড. এম মতিউর রহমানের একমাত্র পুত্র মোখলেছুর রহমান মুকুল, মরহুমের ছোট ভাই প্রফেসের নজিবুল ইসলাম, কুমিরা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মফিদুল ইসলাম, পাটকেলঘাটা হারুণ অর রশিদ মহা বিদ্যালয়ের প্রভাষক সাংবাদিক নাজমুল হক, পাটকেলঘাটা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অলিউল ইসলাম, সাংবাদিক আশরাফ আলী, পাটকেলঘাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক খান হামিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তি।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন পাটকেলঘাটা সিদ্দীকিয়া ক্বওমিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মনিরুল হক।

অনুষ্ঠানটি পরিচালনা করেন পাটকেলঘাটা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ডা. হেলাল উদ্দীন।

জন্মাষ্টমী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

পাটকেলঘাটার শ্রী শ্রী কৃষ্ণের ৫২৪৪ তম জন্মদিন শুভ জন্মাষ্টমী পালন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী, ধর্মীয় শোভাযাত্রা, আলোচনা, কৃষ্ণপুজা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৩ টায় মির্জাপুর মহাশ্মশান কমিটির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রাটি উদ্বোধন করেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
শোভাযাত্রাটি বারাত, মনোহরপুর, জগদানন্দকাটি, মির্জাপুর পশ্চিমপাড়া ও মির্জাপুর বাজার প্রদক্ষিণ শেষে মির্জাপুর পুর্বপাড়া পুজা মন্দিরে আলোচনা সভার আয়োজন করা হয়।
জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি রাজেন্দ্রনাথ ঘোষের সভাপতিত্বে এবং মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুর্যকান্ত পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শ্রী কৃষ্ণের আর্বিভাব ও জীবনী নিয়ে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যাপক বীরেন্দ্রনাথ মাহাতা।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিত সাধু, কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম, কুমিরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইউপি সদস্য শ্যামল কান্তি ঘোষ, জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সন্তোষকুমার দাশ, কোষাধ্যক্ষ আনন্দ মোহন ঘোষ, শ্মশান কমিটির সাধারণ সম্পাদক মুকুল চন্দ্র পাল, প্রধান শিক্ষক অসিম কুমার দাশ, শিক্ষক অজয় কুমার ঘোষ, শ্যামল কুমার পাল, অসিত কুমার দাশ, তরুণ কান্তি পাল, গুরুপদ ঘোষ, অমলেন্দু দাশ প্রমুখ। অনুষ্ঠানে সাত গ্রামের ভক্তগণ অংশগ্রহণ করেন।

এছাড়া পাটকেলঘাটা বাজার সহ বিভিন্ন স্থানে শ্রী কৃষ্ণের জন্মদিন পালন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু

তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • তালায় পেশা হারিয়ে বেকারত্বে ভুগছেন কপোতাক্ষ পাড়ের জেলে সম্প্রদায়
  • তালায় পূজা উদযাপন পরিষদের নেতাকে জড়িয়ে কুৎসা রটনার অভিযোগ!
  • তালায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • তালায় ইসলামী ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পইন অনুষ্ঠিত
  • তালায় প্রতিপক্ষের দায়ের কোপে একজন আহত॥ সাতক্ষীরা হাসপাতালে ভর্তি
  • পরিকল্পিত মামলায় তালার বারবার নির্বাচিত ইউপি সদস্য নিমাই সানা পালিয়ে বেড়াচ্ছেন!
  • বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে তালার তেঁতুলিয়া শাহী জামে মসজিদে
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • তালায় ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা