রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

পাঁচতলা থেকে পড়েও বেঁচে গেল শিশু

নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না ভারতের মুম্বাইয়ের বাসিন্দা অজিত এবং জ্যোতি বারকাডে। পাঁচতলা থেকে বারান্দার জানালা খুলে নিচে পড়ে গিয়েছিল তাদের এক বছরের শিশুপুত্র। সব শেষ ভেবে নিচে দৌড়ে এসেছিলেন তারা। কিন্তু এসে দেখেন, চোট পেলেও দিব্যি জ্ঞান রয়েছে তাদের ছেলের। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। আপাতত চিকিৎসাধীন শিশুটি।

আনন্দবাজার জানায়, মুম্বাইয়ের বিএস দেবাশি রোডের গোপী কৃষ্ণ আবাসনের বাসিন্দা অজিত এবং জ্যোতি। গোটা পরিবার নিয়ে সেখানে বাস তাদের। বৃহস্পতিবার সকালে ফ্ল্যাটের ড্রয়িং রুমে আপন মনে খেলছিল তাদের চোদ্দ মাসের ছেলে অথর্ভা বারকাডে। পৌনে ৯টা নাগাদ ড্রয়িং রুমের দেয়ালে বসানো ফরাসি ধাঁচের কাচের জানালা খুলে জামা-কাপড় মেলতে যান অজিতের মা। কিন্তু জানলা ঠিক করে বন্ধ করতে ভুলে যান তিনি।

তাতেই বিপত্তি বাধে। বাইরের দিকে লোহার গ্রিল বসানো না থাকায়, খেলতে খেলতে খোলা কাচের জানলা দিয়ে নিচে পড়ে যায় অথর্ভা। বিষয়টি বুঝতে দেরি হয়নি তাদের। আতঙ্কে নিচে ছুটে আসেন সকলে। কিন্তু এসে দেখেন, মাটিতে শুয়ে কাঁদছে ছোট্ট শিশুটি। ঠোট ফেটে রক্ত পড়ছে তার। প্রাথমিক ধাক্কা সামলে ধাতস্থ হন তারা। তারপর নজর যায় অথর্বের পাশে নুয়ে পড়া একটি গাছের ডালের দিকে। বাকিটা বুঝতে আর অসুবিধা হয়নি।

আবাসন চত্বরেই দীর্ঘদিন ধরে বেড়ে উঠেছে গাছটি। তার উচ্চতা পাঁচতলা ছাড়িয়ে গিয়েছে। একটি ডাল আবার পাঁচতলায় অজিতদের ফ্ল্যাটের জানলার নিচে পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তাই খোলা জানালা দিয়ে সোজা ওই গাছের ডালের ওপর এসে পড়ে অথর্ব। তার ভারে ডালটি নুয়ে পড়ে। সেখান থেকে মাটিতে পড়ে যায় অথর্ভা। তাই গুরুতর চোট পায়নি সে। বরং ভয়ে কেঁদে ফেলে।

তড়িঘড়ি মুলুন্ডের বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অথর্ভাকে। এই মুহূর্তে সেখানে আইসিইউতে ভর্তি রয়েছে সে। তার ঠোঁট ফেটে গেছে। চোট লেগেছে পায়ে। তবে লিভারে আঘাত লাগাতেই চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন তাকে। তবে আঘাত তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ১৯ জনের মৃত্যু

পাকিস্তানের উত্তরাঞ্চলে শক্তিশালী ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের আঘাতে ১৯বিস্তারিত পড়ুন

২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হিক্কা

ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় হিক্কা। এর ফলে ঝড়ের পাশাপাশি ভারীবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ৩য় বারের মতো কাশ্মীর ইস্যুতে মধ্যস্ততার প্রস্তাব ট্রাম্পের
  • এক রাজার ১০০ স্ত্রী ও ৫০০ সন্তান! (ভিডিও)
  • মুখে মাকড়সা চড়লে ‘রিল্যাক্স’ অনুভূত হয় এই নারীর! (ভিডিও)
  • পানির নিচে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে মার্কিন নাগরিকের মৃত্যু
  • মাথায় ৪ ইঞ্চি লম্বা শিং নিয়ে হাসপাতালে বৃদ্ধ!
  • ১৩০টির বেশি দেশ ঘুরে বেড়ানো এক অন্ধ পর্যটকের গল্প
  • হেলমেট ঢোকেনি মাথায়, জরিমানা নিতে ব্যর্থ ট্রাফিক পুলিশ!
  • ৪ বছর প্রেম শেষে ৩০০ বছর বয়সী ভূতকে বিয়ে! (ভিডিও)
  • ছাগল চুরির ৪১ বছর পর ধরা পড়ল চোর!
  • যে গ্রামে প্রতিটা বাড়িই দরজাহীন, ব্যাংকে নেই তালা!