সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

নড়াইলে ছেলেধরা, ইভটিজিং বিরোধী সমাবেশ

নড়াইলে ছেলেধরা, মাদক ও ইভটিজিং বিরোধী স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই) সকালে নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলাদা আলাদাভাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) এর সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন, পিপিএম, নড়াইল সদর থানার ওসি (তদন্ত) হরিদাস পালসহ নড়াইল জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ। এ সময় দুটি স্কুলে আলাদা আলাদাভাবে প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে এ সমাবেশে অংশগ্রহণ করে।

মূলত ছেলে ধরা, পদ্মা সেতু নিয়ে গুজব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের অপপ্রচার এবং মাদকের অপব্যবহার সম্পর্কে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে নড়াইল জেলা পুলিশের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত কয়েকদিন ধরেই জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মসজিদ, মন্দির, গীর্জা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে ধরা ও পদ্মা সেতুতে মাথা নিয়ে গুজবের ব্যাপারে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হচ্ছে। সেই সাথে লিফলেট বিতরণ ও মাইকিং প্রচারণাও চলছে নড়াইল জেলার প্রত্যেকটি অলিগলিতে।

সভায় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) ছেলে ধরা ও পদ্মা সেতু নিয়ে গুজবে কান না দেয়ার জন্য ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানান। সেই সাথে সন্দেহভাজন ব্যক্তিকে গণপিটুনি না দিয়ে নড়াইল জেলা পুলিশকে অবগত করার জন্য তিনি নির্দেশনা প্রদান করেন।

দুুর্নীতি বিরোধী মতবিনিময় সভা

নড়াইলে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী ও নৈতিকতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ১০টায় নড়াইল সরকারি মহিলা কলেজ ‘মাল্টিপারপাস হল’ এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

এতে সভাপতিত্ব করেন নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)।

প্রধান অতিথি তাঁর বক্তব্যকালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা শুধু বাবা মা’র কাছে মিথ্যা কথা বলবে না। ‘ফেসবুক থেকে বেরিয়ে এসে টেক্সবুকে নিজেকে নিয়মিত করো, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে খুব সর্তকতা অবলম্বন করবে, হুটহাট করে আবেগ বশত: হয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ করবে না।’ ‘এসব দিকগুলি ঠিকঠাক থাকলে তোমাদের জীবনে কারো কোন অসুবিধা হবে না ইনশাল্লাহ্।’

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. আজিম উদ্দিন, দুদক সমন্বিত যশোর জেলার সহকারি পরিচালক মো. মাহফুজ ইকবাল, নড়াইল সরকারি মহিলা কলেজের বাংলার সহকারি অধ্যাপক পিযুষ কুমার দাস, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মো. আলী হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও নড়াইল কণ্ঠ পত্রিকার সম্পাদক কাজী হাফিজুর রহমান, দুপ্রক কমিটির সদস্য ও সাংবাদিক মুন্সি আসাদুর রহমান, দুদক সমন্বিত যশোর জেলার সহকারি পরিদর্শক মো. মনিরুল ইসলাম, অত্র কলেজের ২য় বর্ষের ছাত্রী মিথি সহ প্রমুখ।

মতবিনিময় শেষে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষকসহ সকলকে শপথবাক্য পাঠ করান নড়াইল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও আব্দুল হাই সিটি কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান মল্লিক। নড়াইল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় প্রায় ৩শত শিক্ষার্থী, কলেজের শিক্ষকমন্ডলী, সাংবাদিক উপস্থিত ছিলেন।

কবর থেকে কলেজ ছাত্রের লাশ উত্তোলন

নড়াইলের এলাহি মোল্যা (১৬) নামে এক কলেজ ছাত্রের মৃত্যুর চার মাস পর সকাল ১১টার দিকে ময়না তদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। তার পিতা কলাবাড়িয়া গ্রামের রব্বানী মোল্যার দায়েরকৃত হত্যা মামলায় ময়না তদন্তের জন্য আদালতের নির্দেশে ওই লাশ উত্তোলন করা হয়েছে।

জানা যায়, গত ২৩ মার্চ বিকাল ৩টার দিকে জেলার নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামের মৃত ফরমান মোল্যার পুত্র জমির মোল্যাসহ দুর্বৃত্তরা গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজের এইচএসসি প্রথমবর্ষের ছাত্র এলাহি মোল্যাকে (১৬) রাস্তা থেকে ডেকে নিয়ে একই গ্রামের ফিরোজা বেগমের বাড়িতে একটি ঘরে আটকে রেখে মারধর করে ও ্ৈবদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয়।

এ সময় তার বাবা রব্বানী মোল্যা নড়াইল আদালতের জিআর ৩৬/১৯ নম্বর মামলায় জেলহাজতে ছিলেন। তিনি জামিনে মুক্ত হয়ে হাজত থেকে বেরিয়ে এসে গত ১৩মে নড়াইল আদালতে তার ছেলে এলাহিকে হত্যার অভিযোগ দায়ের করেন। বিজ্ঞ আদালতের নির্দেশে নড়াইলের নড়াগাতি থানা পুলিশ অভিযোগটি একটি নিয়মিত মামলা হিসাবে নথিভুক্ত করে। কবরস্থান থেকে এলাহির লাশ উত্তোলনের সময় নড়াইলের কালিয়ার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.নাজিবুল আলম, নড়াইলের নড়াগাতি থানার ওসি মো. আলমগীর কবির ও মামলার তদন্ত কর্মকর্তা এস আই খান মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন। নড়াইলের নড়াগাতি থানার ওসি মো.আলমগীর কবির, আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, ‘যেহেতু এলাহির মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা রুজু হয়েছে।
সেহেতু মৃত্যুর প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে ময়না তদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন করে মর্গে প্রেরণ করা হয়েছে।’ নড়াইলের কালিয়ায় গুল খেয়ে ছবেদ শেখ (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। কালিয়া হাসপাতালে বিকাল সাড়ে তিনটায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। সে উপজেলার সালামাবাদ ইউপির ভাউড়িরচর গ্রামের মৃত আদত্য শেখের ছেলে। পারিবারিক কলহের জেরে দুপুরে প্রচুর পরিমাণ গুল খেয়ে সে অসুস্থ্য হয়ে পড়ে। তখন পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কোন অভিযোগ না থাকায় পরিবারের সদস্যদের নিকট পুলিশ লাশ হস্তান্তর করেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

এনামুল-সম্রাটসহ ৪ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে সংসদবিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

  • নড়াইলে শিশু মহিমা খুন ।। দাদা-দাদিসহ ৮জনের বিরুদ্ধে মামলা
  • টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী
  • সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
  • নড়াইলে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এসপি জসিম উদ্দিন
  • এবার বাংলাদেশেও ভাঙল প্রচলিত নিয়ম, যাত্রী নিয়ে বিয়ে করতে বরের বাড়িতে কনে!
  • তবু নড়াইলের দিপালী’র মুক্তিযোদ্ধার স্বীকৃতি মেলেনি! মৃত্যুর পরে রাষ্ট্রীয় মর্যাদার প্রত্যাশা
  • আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে মিন্নি
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • পিরোজপুরের মঠবাড়িয়ায় এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
  • নড়াইলে ইয়াবাসহ ইউএনও অফিসের সহায়ক গ্রেফতার
  • নড়াইলে ভাইস চেয়ারম্যানের জামিন ও রিমান্ড না মঞ্জুর
  • ঢাবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় বাগেরহাট জেলা…