আরো খবর...
নড়াইলে ঈদ উপলক্ষ্যে ‘বেশি ভাড়া’ আদায়রোধে রাস্তায় পুলিশ সুপার
ঈদ উপলক্ষে মানুষের থাকে ঘরে ফেরার তাড়া। এ সময় প্রিয়জনের সাথে ঈদের খুশি ভাগাভাগি করার জন্য মানুষ ঘরমুখো হয়ে পড়ে। এ কারণে যানবাহনগুলোতেও থাকে উপচে পড়া ভীড়। আর এই সুযোগকে পুঁজি করে কিছু অসাধু পরিবহন শ্রমিক যাত্রীদের কাছ থেকে স্বেচ্ছাচারিতার মাধ্যমে আদায় করে থাকেন বাড়তি ভাড়া।
নড়াইলে ঈদে ঘরমুখো মানুষের নিকট থেকে বেশি ভাড়া আদায়রোধে রাস্তায় নেমেছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার)।
সোমবার (০৩ জুন) সকালে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় দেখা যায়, নড়াইল ট্রাফিক বিভাগের কয়েকজন সদস্যকে সাথে নিয়ে পুলিশ সুপার নিজেই বিভিন্ন যানবাহন মনিটরিং করছেন। যানবাহন কর্তৃপক্ষ বাড়তি ভাড়া আদায় করছে কি না সে সম্পর্কেও যাত্রীদের কাছে জানতে চান।
এ সময় সে সব যানবাহন যাত্রীদের নিকট থেকে বেশি ভাড়া আদায় করছে তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য ট্রাফিক সদস্যদের নির্দেশ দেন।
সেই সাথে যানবাহনের বৈধ কাগজপত্র ও চালকের ড্রাইভিং লাইসেন্স আছে কি না তাও পরীক্ষা করেন।
এ বিষয়ে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) বলেন, ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফেরার তাড়া থাকে। আর এই সুযোগকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকরা যাতে বাড়তি ভাড়া আদায় করে তাদেরকে হয়রানি না করতে পারে সেজন্য এই পদক্ষেপ।
তিনি বাস পরিবহন মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, বুলু দাস, জাহাঙ্গীর শেখসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অন্যান্য সদস্যদের এ বিষয়ে সজাগ থাকার জন্য নির্দেশনা দিয়েছেন। এখন থেকে প্রতিদিনই নড়াইল ট্রাফিক বিভাগের সদস্যরা এভাবে যানবাহন মনিটরিং করবেন বলেও তিনি জানিয়েছেন।
এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, বুলু দাস, জাহাঙ্গীর শেখসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ঈদে সাবধানতা অবলম্বনে মাইকিং প্রচারণায় পুলিশ সুপার
নড়াইলে আসন্ন ঈদকে সামনে রেখে মানুষকে বেশি বেশি সাবধানতা অবলম্বন করার জন্য নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে মাইকিং প্রচারণা চলছে।
সোমবার (০৩ জুন) সকালে নড়াইল শহরের প্রধান প্রধান এলাকায় গিয়ে এ মাইকিং প্রচারণা শোনা যায়।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) এর উদ্যোগে এ মাইকিং প্রচারণা চলছে বলে জানা গেছে।
মাইকিং প্রচারণায় বলা হচ্ছে ঈদের সময় প্রতারক ও ছিনতাইকারী চক্র খুবই সক্রিয় হয়ে থাকে। সেই সাথে যোগ হয় মলম পার্টি। এরা সাধারণ মানুষের ছদ্মবেশে বাসের যাত্রী ও পথচারীদের সাথে মিশে গিয়ে আলাপচারিতার এক ফাকে তাদের স্বার্থ হাসিল করে থাকে। কাজেই এ সময় জনগণকে আরো বেশি সচেতন থাকতে হবে। অপরিচিত লোকের থেকে দূরে থাকা এবং তাদের প্রস্তাব করা কোনো খাবার গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। কারণ খাবারের মাধ্যমে চেতনানাশক ঔষধ মিশিয়ে প্রতারক চক্র সহজে অন্যকে কাবু করে ফেলে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিবির ওসি আশিকুর রহমানসহ ডিবি পুলিশের চৌকশ টিমসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বিন্দ।
এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, বুলু দাস, জাহাঙ্গীর শেখসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ বিষয়ে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে আমরা নড়াইল জেলায় সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছি। শুধুমাত্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কোনোকিছু করা সম্ভব নয়, যদি না মানুষ সচেতন থাকে। এ কারণে আমরা বিভিন্ন জনসমাগমপূর্ণ এলাকায় প্রচারণামূলক মাইকিং কার্যক্রম পরিচালনা করছি। এতে করে জনসাধারণ সাবধানতার সাথে চলাচল করতে পারবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ওপেন হাউজ ডে পালিত
‘পুলিশকে সহায়তা করুন পুলিশের সেবা গ্রহণ করুন ’এই স্লোগানকে সামনে রেখে নড়াইল সদর থানায় ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৩ জুন) বেলা ১২টায় নড়াইল সদর থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, পিপিএম (বার)।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইলিয়াস হোসেন, পিপিএম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন। সভায় অন্যান্যদের মধ্যে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ, থানার বিভিন্ন স্তরের পুলিশ সদস্য, নড়াইল পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চৌকিদার, দফাদারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) সকলের মাঝে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, দুর্নীতি, পারিবারিক অবক্ষয় ও সামাজিক অবক্ষয় সম্পর্কে বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, সন্ত্রাস, জঙ্গি, মাদক, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পুলিশের সেবা জনগণের দোরগোঁড়ায় পৌঁছে দেয়ার লক্ষে পুলিশ কাজ করে যাচ্ছে। পুলিশ জনগণের শক্র নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। মাদকের সঙ্গে কোনও আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, মাদক সেবনকারী ও মাদক ব্যাবসায়ীদের কোন দল নেই। তারা যে দলের বা যে গোষ্ঠির হউক না কেন তাদের ছাড় দেয়া হবেনা। মাদক ছেড়ে কেউ স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে তাকে সহযোগিতা করা হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাল্যবিয়ে ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। সবাই সচেতন হলেই দেশ থেকে মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিয়ে বন্ধ হয়ে যাবে। পরে আগত ব্যক্তিদের কাছ থেকে পুলিশ সুপার বিভিন্ন অভিযোগ সম্পর্কে অবগত হন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
পরে সবাইকে ‘মাদককে না বলি’ শপথ বাক্য পাঠ করান পুলিশ সুপার।
মৃত পুলিশ সদস্যদের পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ
নড়াইলে দায়িত্ব পালনকালে নিহত ও মৃত পুলিশ সদস্যদের পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
সোমবার (০৩ জুন) সকালে নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে এসব উপহার বিতরণ করা হয়।
এ সময় নড়াইলে দায়িত্ব পালনকালে নিহত ও মৃত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তাও করা হয়। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি নিজেই।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) নড়াইল জেলা শাখার সভানেত্রী নাহিদা আক্তার চৌধুরী সুমি, নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইলিয়াস হোসেন, পিপিএম, জেলা বিশেষ শাখার ডিআইও-১ সহ নড়াইল জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে নড়াইল জেলায় কর্মরত অবস্থায় মৃত পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, পাঞ্জাবি, সেমাই, চিনি, তেল, সাবান সহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয়। অনুষ্ঠানে মৃত পুলিশ সদস্যের পরিবারের সদস্য ও পুলিশের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) তাঁর বক্তব্যে বলেন, যে সকল পুলিশ সদস্য কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন তারা সমগ্র পুলিশ ডিপার্টমেন্ট এর কাছে উজ্জ্বল নক্ষত্র হয়ে আছে। তাদের পরিবারের মাঝে ঈদে একটু হাসি ফোটানোর জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এ কাজ অব্যাহত থাকবে বলে তিনি জানান।
স্বর্ণপট্টিতে নিরাপত্তা পরিদর্শন
নড়াইলে আসন্ন ঈদকে সামনে রেখে চুরি, ডাকাতি ও ছিনতাই রোধ করতে স্বর্ণ ব্যবসায়ীদের সাথে পুলিশের পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৩ জুন) বেলা ২টায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এর নড়াইল জেলা শাখার সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার)।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াস হোসেন, পিপিএম, বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এর নড়াইল জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, নড়াইল জেলা ট্রাফিক বিভাগের সদস্যবৃন্দ প্রমুখ। অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রায় শতাধিক স্বর্ণ ব্যবসায়ী উপস্থিত বক্তব্য রাখেন। সভায় আইনশৃংখলা উন্নয়নসহ দিক নির্দেশনা দেয়া হয়।
পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) তাঁর বক্তব্যে বলেন, আসন্ন ঈদকে ঘিরে প্রতারক চক্র মার্কেটে খুবই সক্রিয় থাকে। এজন্য তাদের অপকর্ম রোধে প্রত্যেকের দোকানে সিসি ক্যামেরা থাকা জরুরি। সেই সাথে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে পুলিশকে জানানোর নিদের্শ দেন তিনি।
সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের নিয়ে ইফতার
নড়াইলে ‘স্বপ্নের খোঁজে’ পরিবার নামক বেসরকারি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কর্তৃক এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ জুন) সন্ধ্যায় নড়াইল শহরের দানাপানি রেস্টুরেন্টে শতাধিক সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের নিয়ে এ দোয়া ও ইফতার মাহফিলের অনুষ্ঠান সম্পন্ন হয়।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল গণপূর্ত অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মোঃ খাইরুজ্জামান, সদর উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, নড়াইল সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শক্তিপদ বিশ্বাস, পৌর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ কামরুজ্জামান প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা মির্জা গালিব সতেজ।
এ অনুষ্ঠানে নড়াইলের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
‘স্বপ্নের খোঁজে’ পরিবারের পক্ষ থেকে এস.এম শাহ পরান বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছি। আগামীতেও আমাদের এ ধারা অব্যাহত থাকবে।” উল্লেখ্য যে, নড়াইলে বিভিন্ন সময়ে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে থাকে ‘স্বপ্নের খোঁজে’ পরিবার। তাদের এ সমাজসেবামূলক কর্মকা- ইতোমধ্যে নড়াইলে প্রশংসা কুড়িয়েছে। তাদের এই স্বেচ্ছাসেবী সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন নড়াইলের সুশীল সমাজ।
শীর্ষ ইয়াবা ব্যবসায়ীসহ গ্রেফতার-২
নড়াইলের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী হেসেনকে (৪৫) আটক করেছে পুলিশ। গতকাল দিবাগত রাত ১২ টার দিকে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগতির থানার চাপাইল গ্রাম থেকে তাকে আটক করে। হোসেন নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি চাপাইল গ্রামের আবুল কাশেম খানের ছেলে। হোসেনের বিরুদ্ধে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিসহ পার্শবর্তী থানায় খুন, অস্ত্র, ডাকাতি, চাদাবাজি ও ইয়াবাসহ ৭ টি মমলা রয়েছে। নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) জানান, আমার নিকট আসা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঐ দুই ব্যক্তিকে আটক করা হয় এবং তাদের কাছ এ সময় তার কাছ থেকে ২৪০ পিচ ইয়াবা উদ্ধার করা হয় এবং তার সহযোগী মোল্লাহাট উপজেলার আস্তাইল গ্রামের মুত ওহাব খানের ছেলে এনামুল খান (৪৭) কে আটক করা হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
এনামুল-সম্রাটসহ ৪ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ
ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে সংসদবিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন