শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

নড়াইলের পুলিশ কারো কাছে হাত পাতবে না: পুলিশ সুপার জসিম

নড়াইলের পুলিশ ঈদ উপলক্ষে কারো কাছে হাত পাতবে না, তাদেরকে ঈদ খরচ দিবেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম নিজেই।
গণমাধ্যমকর্মীদের সাথে শনিবার (১ জুন) সকাল ১০টায় নিজ কার্যালয়ে এমনটাই ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে সবার সাথে সাথে পুলিশদের খরচও বেড়ে যায়। কিন্তু ঈদ উপলক্ষে তাদের বাড়তি কোনো উপার্জন না থাকায় তারা অসদুপায় অবলম্বন করে বা অন্যের কাছে হাত পাতে, যা সমগ্র পুলিশ ডিপার্টমেন্টের জন্য লজ্জাজনক। এই লজ্জা অনুধাবন করতে পেরে এবার আমি নিজ উদ্যোগে নড়াইল জেলা পুলিশের প্রত্যেকটি সদস্যকে ঈদ খরচ সকলের হাতে তুলে দিব। আগামীকাল থেকে নড়াইল জেলার প্রত্যেকটি থানা, পুলিশ ফাঁড়ি, ক্যাম্পে কর্মরত সকল পুলিশ সদস্যের ঈদের খরচ যার যার কাছে পৌঁছে দেওয়া হবে। এছাড়াও কোনো পুলিশ সদস্য যদি পুলিশ সুপার কর্তৃক প্রদত্ত ঈদ খরচ না পায় তাহলে সাথে সাথে পুলিশ সুপারকে জানানোর জন্য নির্দেশ দিয়েছেন।
সেই সাথে তিনি হুঁশিয়ারি প্রদান করে বলেন, যেহেতু আমি নিজ উদ্যোগে প্রত্যেক পুলিশ সদস্যকে ঈদ খরচ দিচ্ছি সেহেতু কোনো পুলিশ সদস্য যদি অন্যের কাছে হাত পাতে তাহলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার),আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, পুলিশ ঈদ উপলক্ষে কারো কাছে হাত পাতবে না, সবার সাথে সাথে পুলিশদের খরচও বেড়ে যায়। কিন্তু ঈদ উপলক্ষে তাদের বাড়তি কোনো উপার্জন না থাকায় তারা অসদুপায় অবলম্বন করে বা অন্যের কাছে হাত পাতে, যা সমগ্র পুলিশ ডিপার্টমেন্টের জন্য লজ্জাজনক। এই লজ্জা অনুধাবন করতে পেরে এবার আমি নিজ উদ্যোগে নড়াইল জেলা পুলিশের প্রত্যেকটি সদস্যকে ঈদ খরচ সকলের হাতে তুলে দিব।

৪২৫ পিস ইয়াবাসহ গ্রেফতার-২
শিক্ষা একজনের ঘান আমাদের সবার: পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) এর নিকট আসা গোপন সংবাদের ভিত্তিতে নড়াইলে ৪২৫ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩১,মে) গোভির রাতে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতির পাখিমারা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো পাখিমারা গ্রামের মৃত লুৎফর সরদারের ছেলে নতুন মিয়া (৩১) এবং মোঃ আইয়ুব মোল্যার ছেলে তুরজাউন মোল্যা (৩২)।
পুলিশ জানায়, ঐ দিন ভোরবেলা পাখিমারা গ্রামের তরিকুলের খালি জায়গা নামক স্থানে মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঐ দুই ব্যক্তিকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৪২৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার),আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, আমার নিকট আসা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঐ দুই ব্যক্তিকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৪২৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। নড়াইলকে আমরা ইতোমধ্যে মাদকের করাল গ্রাস থেকে অনেকাংশে মুক্ত করে ফেলেছি। তবে বেশ কিছু মাদকব্যবসায়ী প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে নতুন নতুন কৌশল অবলম্বন করে ব্যবসা করা শুরু করছে। কিন্তু নড়াইল জেলা পুলিশের টিমগুলোর কাছে তাদেরকে পরাজয় বরণ করতে হচ্ছে। এ কারণে সকলকে মাদক, জঙ্গি ও সন্ত্রাস থেকে দূরে থাকার জন্য কঠোর হুঁশিয়ারিও প্রদান করেন তিনি। তিনি আরও বলেন, নড়াইল জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। ঐ দুই ব্যক্তির বিরুদ্ধে নড়াগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দয়ের কারা হয়েছে যার মামলা নম্বর ১০।

শ্রীশ্রী গণেশ পাগলের সেবাশ্রমে কুম্ভমেলায় লাখো ভক্তের ঢল

শনিবার (১ জুন) ২৭৪: শ্রীশ্রী গণেশ পাগল সেবাশ্রমে দেশের সর্ববৃহৎ উপমহাদেশের অন্যতম কুম্ভমেলা মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী দীঘিরপাড় মহামানব মঙ্গলবার থেকে শুরু হয়েছে। প্রথমে এক রাতের মেলা হিসেবে আত্মপ্রকাশ করলেও বর্তমানে এ মেলা বসে তিনদিনের জন্য। ১৬৭ একর জমিতে দেড়শ বছরের ঐতিহাসিক কুম্ভমেলা উপলক্ষে দেশ-বিদেশের লাখো ভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গন। মেলা উপলক্ষে পুলিশ, র‌্যাবসহ আইন শৃংখলা বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রায় ৯ কিলোমিটার ব্যাপী মেলায় প্রায় ৫ সহস্রাধিক স্টল পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। এসকল স্টলে মিলছে দেশীয় ঐতিহ্যর সকল পণ্য। সন্ধ্যা নাগাদ এ মেলায় অন্তত ১৫ লাখ ভক্তের সমাগম ঘটবে বলে আশাবাদ মেলা কমিটির।
মেলা কমিটির সদস্যরা জানান, সত্য যুগে দেবতা ও অসুরদের সমুদ্র মন্থনে যে অমৃতসুধা উঠেছিল তা চারটি কুম্ভ পাত্রে ভারতের হরিদ্বার, প্রয়াগ, উজ্জয়িনী ও নাসিক এ চারটি স্থানে রাখা হয়েছিল। সেই আলোকে ১৩৭ বছর পূর্বে ১৩ জন সাধু ১৩ কেজি চাল ও ১৩ টাকা নিয়ে ১৩ই জ্যৈষ্ঠ জেলার রাজৈর উপজেলার কদমবাড়ীর দীঘিরপাড়ে ভারতের কুম্ভমেলাকে অনুসরন করে এ মেলার আয়োজন করেন। সেই থেকে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ীর দীঘিরপাড় শ্রীশ্রী গনেশ পাগল সেবাশ্রমে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এক রাতের মেলা হলেও চলে তিন থেকে -৫ দিন ব্যাপী। বরিশাল, রাজশাহী, বগুড়া, চিটাগং, রংপুর,যশোর, খুলনা,ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, গৌরনদীসহ দেশের বিভিন্ন জেলা থেকে সাধু সন্যাসী ও ভক্তবৃন্দরা দলে দলে ঢাকঢোল বাজিয়ে জয় হরিববল ধবনি করতে করতে নাচ-গান করে বাসে, ট্রাকে, ট্রলারে ও পদব্রজে এ মেলা প্রাঙ্গনে আসতে থাকে। এছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত ও নেপাল থেকেও বহু ভক্তবৃন্দ আসে এতিহ্যবাহী এ কামনার মেলায়। এ মেলায় আসা হাজার হাজার সাধু সন্যাসী ও তার ভক্তরা একতারা আর দোতারায় সুর দিয়ে সারা রাত মেতে থাকেন। যেন এক মিলন মেলায় রুপ নেয় এই কুম্ভমেলা। তিল ধারণের ঠাই ছিল না মেলার আশপাশের এলাকা।
দেশ বিদেশ থেকে আসা এসব সাধু সন্যাসী ও ভক্তরা প্রার্থনা, আরাধনা, পূজা-অর্চণা, ধর্মীয় সঙ্গীত, নৃত্য-বাদ্য বাজনা পরিবেশনের মধ্য দিয়ে রাত অতিবাহিত করেন। এ মেলা উপলক্ষে ৭ দিন আগে থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে এসেছে দোকানিরা। বাঁশ বেতের শিল্প কারু কাজ খচিত গৃহস্থালী মালামাল, মৃৎ শিল্প বা মাটির তৈরি তৈজসপত্র,বাহারী মিস্টি, দৃষ্টি আকর্ষণীয় খেলনা ও বাহারী প্রসাধণী পণ্য দিয়ে সাজিয়ে তুলেছে কমপক্ষে ৫ সহস্রাধিক বিভিন্ন ধরনের স্টল।
মেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রণব কুমার বিশ্বাস বলেন, মেলা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করা হয়েছে। মেলায় আগত ভক্তদের আপ্যায়ণের জন্য চিড়া, গুড়, চাল,ডাল ও খিচুরি প্রসাদের আয়োজন করা হয়েছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ শাহজাহান বলেন, মেলা শুরু হওয়ার কয়েক দিন আগ থেকেই কদমবাড়ী মেলা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ প্রশাসন সজাগ রয়েছে।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ বিভাগ) উত্তম প্রসাদ পাঠক, আমাদের প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, আইন শৃংখলা রক্ষার জন্য তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ডিএসবি, ডিবি, র‌্যাব-৮ এর সদস্য ও সাদা পোষাকে পুলিশ মোতায়েন করা হয়েছে। মেলায় আগত দর্শনার্থীদের তল্লাসী করাসহ আইন শৃংখলাবাহিনীর সমন্বয়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
এদিকে গণেশ পাগলের কুম্ভমেলা উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মহা আনন্দ মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার কান্দি ইউনিয়নে এ মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। কান্দি ইউনিয়নের সমাজসেবক তুষার মধু এ মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেন।
কান্দি ইউনিয়নের তালপুকুরিয়া থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ধারাবাশাইল বাজারের দুর্গা মন্দির চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে শ্রী শ্রী গণেশ পাগলের ভক্তবৃন্দ মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী গ্রামের অনুষ্ঠিত ঐতিহ্যবাহী কুম্ভমেলায় অংশগ্রহণের জন্য রওনা দেন।
সমাজসেবক তুষার মধু বলেন, শ্রী শ্রী গণেশ পাগলের সেবাশ্রমে অনুষ্ঠিত কুম্ভমেলায় কান্দি ইউনিয়ন থেকে প্রায় ২ হাজার ভক্তবৃন্দ অংশগ্রহণ করবেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ছবি সংযুক্ত

ইয়াবাসহ গ্রেফতার-১

পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) এর নিকট আসা গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’এস আই তাইদুর রহমানের নেতৃতে রাত ১০টার দিকে নড়াইল সদরের শাহাবাদ ইউনিয়নের দলজিতপুর গ্রামের তিন রাস্তার মাথার বটতলা থেকে আহমদ হোসেনর ছেলে মোঃ মনির হোসেনকে ৩৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র ওসি আশিকুর রহমান জানান, জেলা গোয়েন্দা পুলিশ ডিবির একটি চৌকস টিমের এস আই তাইদুর রহমান, এ এসআই আব্দুর রাজ্জাক, এ এসআই নাহিদ নিয়াজ, কং নারায়ন, মফিজ, রকিব ও সরোয়ারকে শগে নিয়ে অভিযান চালায় এসময় ৩৫ পিস ইয়াবাসহ গ্রেফতার মনির হোসেনকে করে এলাকায় দীর্ঘদিন মাদক বিক্রি করে আসছে। এ খবর পেয়ে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াইল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার),আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, নড়াইলকে আমরা ইতোমধ্যে মাদকের করাল গ্রাস থেকে অনেকাংশে মুক্ত করে ফেলেছি। তবে বেশ কিছু মাদকব্যবসায়ী প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে নতুন নতুন কৌশল অবলম্বন করে ব্যবসা করা শুরু করছে। কিন্তু নড়াইল জেলা পুলিশের টিমগুলোর কাছে তাদেরকে পরাজয় বরণ করতে হচ্ছে। এ কারণে সকলকে মাদক, জঙ্গি ও সন্ত্রাস থেকে দূরে থাকার জন্য কঠোর হুঁশিয়ারিও প্রদান করেন তিনি। তিনি আরও বলেন, নড়াইল জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

এতিম শিশুদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করলেন ডিসি ও এসপি
ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স এর আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমি নড়াইল এর সহযোগিতায় এতিম শিশুদের মধ্যে পবিত্র ঈদ-উল-ফিতর এর আনন্দ ছড়িয়ে দিতে ঈদ বস্ত্র বিতরণ করলেন নড়াইলের জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
বাংলাদেশ শিশু একাডেমি নড়াইল এর কার্যালয়ে বস্ত্র বিতরণ কার্যক্রম করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইলের সুযোগ্য জেলা প্রশাসক আনজুমান আরা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার)।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স এর কর্মকর্তা-কর্মচারীগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নড়াইলের বিভিন্ন এতিমখানার শিশুরা, এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আসন্ন ঈদ-উল-ফিতর এর আনন্দ থেকে যাতে কোনো এতিম, অসহায় শিশু বঞ্চিত না হয় তার লক্ষ্যে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স ও বাংলাদেশ শিশু একাডেমি নড়াইলের আয়োজনে ঈদ বস্ত্র বিতরণের এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এতিম শিশুরা অনেক সময় এই ঈদের আনন্দকে সুন্দর ভাবে উপভোগ করতে পারে না। ঈদের এই খুশি যাতে সকল শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ে সে জন্য তিনি সকল সচ্ছল মানুষদের খেয়াল রাখতে বলেন। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম তার বক্তব্যে বলেন, এতিম শিশুরা ঈদের সময় ভালো জামাকাপড় পরিধান করতে পারে না এমনকি তারা অনেক সময় ঈদের খুশি থেকে বঞ্চিত হয়। একজন সচ্ছল ব্যক্তির বাচ্চা যে পোশাক পরে ঈদ উদযাপন করে তা দেখে হয়তো এতিম শিশুরা আপসোস করে। এতিম শিশুদের এই আপসোসকে দূর করার জন্য ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স ও বাংলাদেশ শিশু একাডেমিকে তিনি স্বাগত জানান।

হজযাত্রীদের প্রশিক্ষণ

নড়াইলে ২০১৯ সালের সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের উদ্দেশ্যে হজযাত্রীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মকান্ডের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা। আজ সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি নড়াইলে জেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশন নড়াইলের আয়োজনে এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার), জেলা প্রশাসকের কার্যালয় নড়াইল ও ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীগণসহ হজযাত্রীগণৃন্দ, এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। হজ যাত্রীদের এ প্রশিক্ষণের মাধ্যমে হজের বিভিন্ন নিয়ম-কানুন সম্পর্কে প্রাথমিক ধারণা হয়। বিশেষ করে যারা নতুন হজ করতে যাবে তাদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, হজ প্রত্যেক সমর্থবান ব্যক্তির জন্য ফরজ একটি কাজ। আমাদের দেশ থেকে প্রতি বছর কয়েক হাজার লোক সুদূর আরব দেশে হজের উদ্দেশ্যে দেশ ত্যাগ করে থাকে। সকল হজযাত্রী যাতে নিরাপদে তাদের গন্তব্যস্থলে পৌঁছে সুষ্ঠু-সুন্দর ভাবে হজ পালন করতে পারে তার জন্যই এ প্রশিক্ষণের আয়োজন। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) বলেন, হজ একটি ফরজ কাজ কিন্তু অনেকে এই ফরজ কাজ করতে গিয়ে অনেক ধরনের বিপদ-আপদের মধ্যে পতিত হন। হজযাত্রীরা যাতে নিরাপদে তাদের ফরজ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে তার জন্য প্রশিক্ষণের প্রয়োজন। এ সময় সকল হজযাত্রীর সফলতা কামনা করে তিনি বলেন, দেশের বাইরে আমাদের দেশের ভাবমূর্তি ভাল রাখা সকল নাগরিকের কর্তব্য। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সকল হজযাত্রীদের মধ্যে একটি করে হজ নীতিমালা বই প্রদান করা হয়।

লুট হওয়া ৪০টি গরু প্রকৃত মালিককে ফেরত দিলেন পুলিশ সুপার

নড়াইলে প্রকৃত মালিককে তার ৪০টি গরু ফেরত দিয়েছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। নড়াইল জেলার সদর উপজেলাধীন ভদ্রবিলা ইউনিয়নের অন্তর্গত মাথাভাঙ্গা গ্রামের সত্যজিতের ৪০টি গরু নিজে উপস্থিত থেকে ফেরত প্রদান করেন পুলিশ সুপার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াস হোসেন পিপিএম, ভদ্রবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মোশারেফ হোসেন, এসময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানা গেছে, চলতি মাসের ২০ তারিখে মাথাভাঙ্গা গ্রামে গরুকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে সত্যজিত ও রবীন্দ্রনাথ গ্রুপের মধ্যে সংঘাতের সৃষ্টি হয়। সংঘাত চলাকালে রবীন্দ্রনাথ গ্রুপের দলনেতা রবীন্দ্রনাথ ও তার দুই ছেলে আহত হয়। এরই ধারাবাহিকতায় রবীন্দ্রনাথ নিজে বাদী হয়ে নড়াইল সদর থানায় সত্যজিত গ্রুপের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলা হওয়ার পর গ্রেফতার এড়াতে সত্যজিৎ গ্রুপের সদস্যরা এলাকা ছাড়ে এবং তাদের গরু ছাগল রবীন্দ্রনাথ গ্রুপ লুটপাট করে নিয়ে গেছে মর্মে নড়াইল পুলিশ সুপারের নিকট মৌখিকভাবে অভিযোগ করেন। বিষয়টি খতিয়ে দেখার জন্য পুলিশ সুপার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিলে ওসি মোঃ ইলিয়াস হোসেন পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে মাথাভাঙ্গা গ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় তল্লাশি চালিয়ে সত্যজিত গ্রুপের মোট ৪০টি গরু উদ্ধার করেন। উদ্ধার শেষে আজ সেগুলো সত্যজিত উপস্থিত না থাকায় সত্যজিতের মা ও বোন তৃষ্ণার নিকট স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে হস্তান্তর করেন। গরুগুলো আদৌ লুট হয়েছিল না লুকিয়ে রাখা হয়েছিল বিষয়টি খতিয়ে দেখছেন নড়াইলের পুলিশ সুপার।
এ বিষয়ে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, আসামি গ্রুপের মালামাল লুট করার রেওয়াজ নড়াইলে দীর্ঘদিন ধরে চলমান। আবার এই সুযোগকে পুঁজি করে আসামি পক্ষও তাদের নিজেদের মালামাল লুকিয়ে রেখে অন্যের বিরুদ্ধে অভিযোগ করে থাকে। আমরা প্রাথমিকভাবে তল্লাশি চালিয়ে সত্যজিৎ গ্রুপের ৪০টি গরু প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দিয়েছি এবং এ বিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

এনামুল-সম্রাটসহ ৪ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে সংসদবিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

  • নড়াইলে শিশু মহিমা খুন ।। দাদা-দাদিসহ ৮জনের বিরুদ্ধে মামলা
  • টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী
  • সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
  • নড়াইলে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এসপি জসিম উদ্দিন
  • এবার বাংলাদেশেও ভাঙল প্রচলিত নিয়ম, যাত্রী নিয়ে বিয়ে করতে বরের বাড়িতে কনে!
  • তবু নড়াইলের দিপালী’র মুক্তিযোদ্ধার স্বীকৃতি মেলেনি! মৃত্যুর পরে রাষ্ট্রীয় মর্যাদার প্রত্যাশা
  • আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে মিন্নি
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • পিরোজপুরের মঠবাড়িয়ায় এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
  • নড়াইলে ইয়াবাসহ ইউএনও অফিসের সহায়ক গ্রেফতার
  • নড়াইলে ভাইস চেয়ারম্যানের জামিন ও রিমান্ড না মঞ্জুর
  • ঢাবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় বাগেরহাট জেলা…