দেবহাটা থানা পরিদর্শন করলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত এডিআইজি

পুলিশ জনগনের বন্ধু, অপরাধীদের দুশমন। সমাজে শান্তি প্রতিষ্ঠা পুলিশ কাজ। মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ দমনে পুলিশকে কঠোর হয়ে কাজ করছে। মাদক নির্মূলে মাদকের সাথে সংশ্লিষ্ট ক্রেতা, বিক্রেতা ও সহযোগীতা কারীদের কাউকে ছাড় দেওয়া যাবে না। কারণ মানুষ সমাজের চরম দুশমন। মাদকের ছোবলে যুবক সমাজ ধংশ হয়ে যাচ্ছে। সমাজে অপরাধ বেড়ে চলেছে। তাছাড়া সরকারের নির্দেশ মাদককে জিরো টলারেন্সে আনতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। যদি মাদকের সাথে পুলিশের কোন সদস্য সংযুক্ত থাকে তাহলে আমাদের তথ্য দিয়ে সহযোগীতা করুন। আমরা তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিব। তাছাড়া পুলিশ সদর দপ্তর, খুলনা রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপারের কার্যালয় সাতক্ষীরা থেকে মাদক নির্মূলে কঠোর থেকে আরো কঠোর ব্যবস্থা গ্রহনের কথা ইতোমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় দেবহাটা থানা পরিদর্শন কালে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মোঃ একরামুল হাবীব এসব কথা বলেন। এসময় সমাজ থেকে অপরাধ নির্মূল করতে এবং অপরাধীদের দমন করতে যেয়ে নিরীহ কাউকে হয়রানী বা মিথ্যা মামলায় ফাঁসানো না হয় সে দিকে ওসি কে খেয়াল রাখার নির্দেশ দেন তিনি।
মতবিনিময় পূর্বে দেবহাটা থানার চলমান বিভিন্ন মামলার অগ্রগতি, মাদক, জঙ্গী, সন্ত্রাস দমন ও দায়েরকৃত বিভিন্ন মামলা, অভিযোগ ইত্যাদি বিষয়ে খোঁজ খবর নেওয়ার পাশাপাশি নথিপত্র পর্যবেক্ষণ করেন। একই সাথে অফিসার ইনচার্জ(ওসি)সহ সকলকে সমাজের শান্তি প্রতিষ্ঠায় কাজ করার জন্য নির্দেশ দেন। তিনি দেবহাটা থানার কর্মকান্ডর বিষয়ে জানতে কর্মরত এসআই, এএসআই, পুলিশ সদস্যদের সাথে পৃথক পৃথক ভাবে আলোচনা করে দেশ সেবাই কাজ করার নির্দেন প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম, কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মির্জা সালাউদ্দীন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী কামাল হোসেন, ওসি(তদন্ত)শরিফুল ইসলাম, সেকেন্ড অফিসার ইয়ামিন আলী, এসআই উজ্বল দত্ত, আল-আমিন, মাজরিহা হোসাইন, হাবিবুর রহমান, আব্দুল কাদের, আব্দুস সামাদ, এমাইদুল ইসলাম, আব্দুল গনি, এএসআই আল-আমিন, কায়সার, আবুল কালাম, মাসুদ হোসেন, শামিম আহম্মেদ, আলাউদ্দীন, আমজাদ হোসেন, পিএসআই ফরিদ হোসেন ও প্রীতিশ কুমার প্রমূখ।
দেবহাটায় ৪০ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক
দেবহাটা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪০ বোতল ফেন্সিডিলসহ ১ নারী মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার বহেরা পাটনীপাড়া গ্রামের সফর আলীর স্ত্রী আছিয়া খাতুন (৪৫)। সূত্র জানায়, দেবহাটা থানার এসআই মাজরিহা হোসাইন সোমবার রাতে ওয়ারেন্ট তামিল করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে বহেরা পাটনীপাড়া এলাকার অভিযান পরিচালনা করে আছিয়া খাতুনকে ভারতীয় আমদানী নিষিদ্ধ ৪০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। তার বিরুদ্ধে দেবহাটা থানায় দায়েরকৃত মামলা নং- ১১, তাং- ২৪-১০-১৭ ইং। গ্রেফতারকৃত আসামীকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। এ বিষয়ে দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন জানান, মাদককে না বলুন, একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়–ন। এই প্রত্যয়কে সামনে রেখে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। মাদকের সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
দেবহাটার অসুস্থ যুবলীগ ও ছাত্রলীগ কর্মীকে দেখতে হাসপাতালে আওয়ামীলীগের নের্তৃবৃন্দরা
হাসপাতালে ভর্তি দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাফিজুল ইসলাম হাফিজ ও উপজেলা যুবলীগের কর্মী আলামিনের শয্যাপাশে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনিসহ নের্তৃবৃন্দরা। তিনি অসুস্থ ২ নেতার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে তাদেরকে হাসপাতালে দেখতে যান।
উল্লেখ্য যে, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাফিজুল ইসলাম হাফিজ গত কয়েক দিন আগে আকষ্মিক ষ্ট্রোকজনিত রোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া উপজেলার টিকেটের যুবলীগ কর্মী আলামিন গত ১৯ অক্টোবর এক সড়ক দূর্ঘটনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরার একটি বেসরকারী ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। আহত আলামিন টিকেট গ্রামের দরিদ্র দিনমজুর জামাত আলীর ছেলে। আওয়ামীলীগের সাধারন সম্পাদক আহত আলামিনের চিকিৎসার্থে ৩০ হাজার টাকা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিজয় ঘোষ সহ বিভিন্ন পর্যয়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)


একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন