বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ভিটামিন “এ” প্লাস ক্যাম্পিইন

দেবহাটায় মাদক বিরোধী সাইকেল র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

মাদক কে না বলুন, মাদক মুক্ত দেশ গড়–ন। মাদক কেনা-বেচা করে যারা সমাজের শত্রু তারা।
বৃহস্পতিবার দেবহাটার খানবাহাদুর আহছানউল্লা কলেজে রোভার গ্রুপের আয়োজনে ঢাকা আহছানীয়া মিশন, চেতনা ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্বিক সহযোগীতায় মাদক বিরোধী সাইকেল র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মাদক মুক্ত দেশ ও জাতি গড়ার লক্ষ্যে উপজেলাবাসীকে সচেতন করতে উক্ত র‌্যালী ও সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় কলেজ চত্বরে কলেজের অধ্যাক্ষ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক বাবু মদন মোহন সানা, ঢাকা আহ্ছানিয়া মিশনের হেড অব হেলথ সেক্টর ও কলেজের প্রাক্তন ছাত্র ইকবল মাসুদ, শিরিন সুলতানা, কলেজ ম্যানেজিং কমিটির সদস্য ও আইডিয়ালের নির্বাহী পরিচালক ডাঃ নজরুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মজিদ, বাংলা বিভাগের প্রধান পিযুষ কান্তি মল্লিক, সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মহসিন প্রমুখ।
এসময় কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
পরে সাইকেল র‌্যালীটি কলেজ গেইট হতে সখিপুর বাজার, পারুলিয়া বাসস্টান্ড, কুলিয়া ব্রিজ, আশু মার্কেট, বহেরা বাজার, ধোপাডাঙ্গামোড়, টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়, দেবহাটা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে সমাবেত হয়।
প্রদক্ষিণ শেষে পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল-আসাদ, দেবহাটা থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, অধ্যাক্ষ রিয়াজুল ইসলাম, ঢাকা আহছানীয়া মিশনের ডেপুটি ডিরেক্টর ইকবল মাসুদ প্রমূখ। এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা কলেজের প্রভাষক আকবর আলী, হাফিজুর রহমান, সখিপুর আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার তবিবুর রহমান, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ফুলকুড়ি সংস্থার পরিচালক মিজানুর রহমানসহ কলেজের রোভার গ্রুপের প্রায় দেড় শতাধীক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল।
পথসভায় বক্তরা বলেন- মাদকমুক্ত দেশ গড়তে হলে সমাজের সর্বস্থরে মাদক বিরোধী প্রতিরোধ কার্যক্রম গড়ে তুলতে হবে। সমাজে মাদকের কুফল তুলে ধরার মাধ্যমে মাদকমুক্ত দেশ গড়তে হবে। বিশেষ করে তরুণ ও যুবকদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে পারলে মাদক নির্মূল হবে। সেই সাথে মাদক কেনা-বেচা বন্ধ করতে হবে। পরিবার থেকেও সন্তানদের খোঁজ খবর রাখতে হবে। তাছাড়া বাংলাদেশ সরকারের স্বপ্ন বাস্তাবায়ন করতে হলে মাদকমুক্ত দেশ গড়ার বিকল্প নেই। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকায় দেবহাটায় অনেক অংশে মাদক মুক্ত হয়েগেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মাদকমুক্ত সুস্থ সমাজ গড়তে এক হয়ে কাজ করতে হবে।
উল্লেখ্য যে, জাতিসংঘের মাদক বিরোধী প্রতিষ্ঠান ওয়াল্ড ড্রাগ ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস এন্ড ক্রাইম (ইউএনওডিসি) এর ২০১৬ রিপোর্ট অনুযায়ী বিশ্বে ২৪ কোটি ৭০ লাখ মানুষ মাদক সমস্যায় আক্রান্ত। বাংলাদেশেই যেখানে বেসরকারি হিসেবে প্রায় ৭০ লাখ মানুষ মাদকাসক্ত। এই সংখ্যা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। এর কারণে প্রতিবছর অকালে আমাদেরও মেধাবী তরুণ প্রজন্মের একটি অংশ হারিয়ে যাচ্ছে। এজন্য দেশের সামাজিক ও অর্থনীতির উন্নয়ন ঘটাতে সমাজকে মাদকমুক্ত করতে হবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রোভার লিডার আবু তালেব। সভাশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল-আসাদ ও দেবহাটা থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম সাইকেল চালিয়ে র‌্যালীতে অংশ গ্রহন করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে যেয়ে মাদকমুক্ত দেবহাটা গড়ার প্রত্যায়ে শেষ হয়।

দেবহাটায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পিইন অনুষ্ঠিত
জাতীয় ভিটামিন“এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রাণালয়ের আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্পনা কর্মকর্তা ডাঃ রনজিৎ কুমার গাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রণাব কুমার মল্লিক, ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মেহেদি হাসান, ডাঃ আবু হুসাইন, মেডিক্যেল অফিসার নাসরিন সুলতানা, উপজেলা ইমাম সমিতির সভাপতি আব্দুস সাত্তার প্রমূখ। মূল পরিকল্পনা উপস্থাপন করেন ইপিআই কর্মকর্তা সালাউদ্দীন আহম্মেদ।
সভায় সারাদেশের ন্যায় আগামী ৫ আগষ্ট ভিটামিন “এ”প্লাস ক্যাম্পেইন প্রথম পর্ব আনুষ্ঠানিক ভাবে উৎযাপন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।
এসময় থেকে ১১ মাস বয়সী শিশু, প্রতিবন্ধী শিশুসহ ১৭৩০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৩৭৪৬ জনকে ১২৮টি কেন্দ্রের মাধ্যমে ভিটামিন এ খাওয়ানো হবে বলে উল্লেখ করা হয়। নিকটস্থ কেন্দ্র থেকে শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়া তে অনুরোধ জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বন্ধু কল্যান থ্রী হুইলার সমিতির মাসিক সভা
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • দেবহাটায় ভ্যান চালক ও তার পরিবারকে মারপিটের অভিযোগ
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • দেবহাটায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক মর্মান্তিক আহত
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • দেবহাটায় জমি-জায়গা নিয়ে ব্যবসায়ীকে মিথ্যা হয়রানির অভিযোগ
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • দেবহাটায় খাল থেকে যুবতীর লাশ উদ্ধার
  • ‘সকলে সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব’ : দেবহাটার ইউএনও সাজিয়া আফরিন