সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

দু’টি কিডনি হারিয়ে মৃত্যু পথযাত্রী আশাশুনির অপর্ণা বাঁচতে চায়

আশাশুনিতে দু’টি কিডনি হারিয়ে অকাল মৃত্যুর প্রহর গুণছে হতদরিদ্র পরিবারের গৃহবধু দুই শিশু সন্তানের জননী অপর্ণা বৈদ্য।
উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়া গ্রামের বাসিন্দা কৃষ্ণ বৈদ্য ১১ বছর আগে বিয়ে করেন একই ইউনিয়নের দক্ষিণ বড়দল গ্রামে। মা, স্বামী- স্ত্রী, ছেলে, মেয়ে ও শ্বাশুড়ি সহ মোট ৬ জনের সংসার। সহায় সম্বল বলতে ৪৯ শতক জমি। মাটির ঘরেই বসবাস। সংসার চালাতে ছিট কাপড়ের ব্যবসা করেন কৃষ্ণ। মেয়ে পম্পা ৪র্থ শ্রেণী আর ছেলে বাপি ২য় শ্রেণীতে পড়ে। ছেলে-মেয়ের লেখাপড়া আর মায়ের ঔষধ খরচ যুগিয়ে একার রোজগারে কোনমতে সংসার চলে তাদের।

কিন্তু গত প্রায় ১ বছর যাবত শরীরে অসুস্থতা বোধ করতে থাকে স্ত্রী অপর্ণা বৈদ্য। প্রথমদিকে তেমন গুরুত্ব না দিলেও অসুস্থতা যখন বাড়তে থাকে তখন স্ত্রীকে নিয়ে ডাক্তারের শরনাপন্ন হয় সে। গত মার্চ ও এপ্রিল মাসে সাতক্ষীরয়া কয়েকটি হাসপাতালে পৃথক-পৃথক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানতে পারে সুদর্শনা অপর্ণার দু’টি কিডনিই নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে উন্নত চিকৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য পার্শ্ববর্তী দেশ ভারতের নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে ২ জন কিডনি বিশেষজ্ঞকে দেখিয়ে পরিক্ষা নিরীক্ষা করিয়ে একই রিপোর্ট পাওয়া যায়। অর্থাৎ গৃহবধু অপর্ণাকে বাঁচাতে হলে তার দু’টি কিডনিই বাদ দিতে হবে।
খবর শুনে সেই থেকে বিমর্ষ হয়ে পড়েছে অপর্ণা। আর তার অবর্তমানে ২ শিশু সন্তানের ভবিষ্যতের কথা ভেবে নির্বাক চেয়ে থাকছে তাদের মুখপানে।

অপর্নার পারিবারিক সূত্রে জানা গেছে, ইতোমধ্যেই তার চিকিৎসা বাবদ ধার দেনা করে প্রায় ৪ লক্ষ টাকা খরচ করেছে তার পরিবার। ডাক্তারি পরামর্শ মতে বর্তমানে প্রতি সপ্তাহে অপর্ণাকে ২ বার ডায়ালেসিস করাতে হয়। যেখানে মাসিক খরচ ২০ থেকে ২৫ হাজার টাকা। যা যোগাড় করা পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব। সাহায্যের জন্য গত দেড় মাস আগে উপজেলা সমাজসেবা অধিদপ্তরে আবেদন করলেও সেখান থেকে মেলেনি কোন অর্থ। তাই টাকার অভাবে সপ্তাহে ১ বার করে ডায়ালেসিস করিয়ে কোনমতে বেঁচে আছে সে। মা হয়ে চোখের সামনে মেয়ের ধুকে ধুকে মরা আর সইতে পারছে না অপর্ণার মা হাজারি মন্ডল।
তাই কিডনি ক্রয় করার সামর্থ না থাকায় নিজেই একটি কিডনি দিতে চাচ্ছে সে। কিন্তু কিডনি প্রতিস্থাপন করতে কয়েক লক্ষ টাকা প্রয়োজন। যা যোগাড় করা কৃষ্ণ বৈদ্যর মতো দরিদ্র পরিবারের পক্ষে মোটেও সম্ভব নয়। তাই ২ সন্তানের জননীকে বাঁচাতে সমাজের বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে ছিটকাপড়ের ফেরিওয়ালা কৃষ্ণ বৈদ্য ও তার পরিবার।
গৃহবধু অপর্ণাকে বাঁচাতে ০১৭৯৮-০৩৩১০৫ বিকাশ নম্বরে অথবা ফাস্ট সিকিউরিটি ব্যাংক, কপিলমুনি শাখা, পাইকগাছার ০২০৮১২২০০০০৫৯৯৯ সঞ্চয়ী হিসাবে সাহায্য পাঠানোর জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

জাতীয় যুব দিবস পালনে প্রস্তুতি সভা

জাতীয় যুব দিবস- ২০১৮ সফল ভাবে পালনের জন্য আশাশুনিতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীনের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমাজ সেবা অফিসার ইমদাদুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী দারুস সালাম, দারিদ্র বিমোচন কর্মকর্তা ফিরোজ আহমেদ, এনজিও মৌমাছি পরিচালক সুশান্ত মল্লিক প্রমুখ। সভায় ১ নভেম্বর সকাল ১০.৩০ টায় র‌্যালী ও র‌্যালী শেষে আলোচনা সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া সফল আত্মকর্মীদের পুরস্কৃত করা, ঋণ বিতরণ ও গাছের চারা বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

দরগাহপুরে সাবেক মেম্বারের ইন্তেকাল

আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার হায়াত আলি (৬০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)।
শ্রীধরপুর গ্রামের ফকির গাজীর পুত্র হায়াত আলি ক্যান্সারে ভুগছিলেন। সোমবার দিবাগত রাত ১১ টার দিকে তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মঙ্গলবার বাদ জোহর শ্রীধরপুর জামে মসজিদ চত্বরে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ইমামতি করেন মাওঃ মোফাজ্জেল হোসেন। এসময় সাবেক এমপি মৃত রিয়াছাত আলি বিশ^াসের পুত্র আ ন ম মোর্তজা, আ’লীগ নেতা জি এম আক্তারুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান স ম জমির উদ্দিন, মেম্বার মনিরুল ইসলাম, মাওঃ জাকির হোসেন, সাবেক মেম্বার শহিদুল ইসলাম, আঃ গফফার, শের আলি, সাংবাদিক মাসুদুর রহমান ও শেখ আরাফাত সহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্লানিং ডাইরেক্টরের ইন্তেকাল

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্লানিং ডাইরেক্টর মোল্যা আকবর হোসেন (৬১) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)।
সোমবার বেলা আনুঃ ১১টার সময় ঢাকা পিজি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
আশাশুনির সাবেক তহশীলদার ও দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত আক্কাজ আলীর জ্যৈষ্ঠ পুত্র এবং আশাশুনি প্রেসক্লাবের সদস্য বাহবুল হাসনাইনের চাচা শ^শুর মোল্যা আকবার হোসেন ব্রেইন স্ট্রোক জনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১কন্যা সহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার জোহরবাদ নওয়াপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে মাওঃ ইউনুছ আলীর ইমামতিতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজা নামাজে এলাকার গন্যমান্য ব্যক্তি ও সুধিজন অংশ গ্রহন করেন।

সদর ইউনিয়ন শ্রমিকলীগের কমিটি গঠন

জাতীয় শ্রমিকলীগ আশাশুনি সদর ইউনিয়ন শাখা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় শ্রমিকলীগ আশাশুনি উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ৪৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলম ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল স্বাক্ষরিত পত্রে জানাগেছে, মোঃ শাহিনুল গাজীকে সভাপতি, শেখ মোঃ আঃ আলিমকে সাধারণ সম্পাদক ও কুমারেশ মন্ডলকে সাংগঠনিক সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট আশাশুনি সদর ইউনিয়ন শ্রমিকলীগ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির মেয়াদ ২ বছর।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!

সাতক্ষীরার আশাশুনিতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করে অধিক লাভ ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সরকারি কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় আটক-২
  • আশাশুনির শোভনালীতে বিনামূল্যে মশার কয়েল বিতরণ
  • সাতক্ষীরা জেলাব্যাপী মাদক গ্রেফতার ১৯, ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • আশাশুনিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পাউবো’র প্রায় ২৫০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুকিপূর্ন ॥ হুমকির মুখে উপকূলীয় জনপদ