মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

তুরস্কে আগাম নির্বাচনের ঘোষণা এরদোগানের

নির্ধারিত সময়ের ১৭ মাস আগে তুরস্কে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বুধবার তিনি আগাম নির্বাচনের ঘোষণা দেন।

আগামী বছরের নভেম্বর মাসে তুরস্কের পরবর্তী প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন এগিয়ে চলতি বছরের জুন মাসে করার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট।

এরদোগান জানান, দেশটির বিরোধী দল ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টির (এমএইচপি) প্রধান ডেভলেত বাচেলির প্রস্তাব অনুসারে আগাম নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২৪ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এ নির্বাচনের মধ্য দিয়ে দেশটির রাজনৈতিক কিছু পরিবর্তন আসবে বলেও ঘোষণা করেন তিনি।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, পুরনো পদ্ধতির শাসন ব্যবস্থা ছিল দুর্বল। তবে আগামী নির্বাচনের পর সরকার ও প্রেসিডেন্ট একসঙ্গে কাজ করবে।

এরদোগান বলেন, তুরস্কের বর্তমান সংকট নিরসন বিশেষ করে সিরিয়ায় সেনা উপস্থিতির মতো বিষয় নিয়ে সংকট কাটিয়ে উঠতে প্রেসিডেন্টের হাতে নির্বাহী ক্ষমতা নেয়া জরুরি। এসব বিষয়ে শক্ত হাতে সিদ্ধান্ত নেয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, প্রেসিডেন্ট ও সরকারকে পুরনো অনেক ব্যবস্থার সঙ্গে কাজ করতে হচ্ছে যা প্রতিদিন প্রতিটি পদক্ষেপে বিঘ্ন সৃষ্টি করে।

এরদোগানের ঘোষণার পর বিলটি দেশটির পার্লামেন্টে পাঠানো হয়েছে। বিলে সই করেছেন দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিন। এছাড়া স্বাক্ষর করেছেন বিরোধীদলীয় নেতা ডেভলেত বাচেলিও। আগামী ২০ ও ২১ এপ্রিল সংসদে আলোচনার পর এটি গৃহীত হতে পারে।

এরদোগান এমন এক সময় নির্বাচনের ঘোষণা দিয়েছেন যখন এরদোগান সরকারের সফল আফরিন অভিযান শেষ হয়েছে। ওই অভিযানের পর পিকেকেসহ সন্ত্রাসী গোষ্ঠীর সম্ভাব্য হামলার ঝুঁকি থেকে অনেকটা নিরাপদ হয়েছে। এছাড়াও তুরস্কের এককভাবে পরিচালিত এ অভিযান আন্তর্জাতিক বিশ্বে দেশটির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। এটি এরদোগানের জন্য আগামী নির্বাচনে বিশেষ সহায়ক হবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

তুরস্কের নির্বাচনী সংস্থা বলেছে, দেশে আগাম নির্বাচন অনুষ্ঠানে তাদের কোনো সমস্যা নেই।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ১৯ জনের মৃত্যু

পাকিস্তানের উত্তরাঞ্চলে শক্তিশালী ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের আঘাতে ১৯বিস্তারিত পড়ুন

২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হিক্কা

ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় হিক্কা। এর ফলে ঝড়ের পাশাপাশি ভারীবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ৩য় বারের মতো কাশ্মীর ইস্যুতে মধ্যস্ততার প্রস্তাব ট্রাম্পের
  • এক রাজার ১০০ স্ত্রী ও ৫০০ সন্তান! (ভিডিও)
  • মুখে মাকড়সা চড়লে ‘রিল্যাক্স’ অনুভূত হয় এই নারীর! (ভিডিও)
  • পানির নিচে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে মার্কিন নাগরিকের মৃত্যু
  • মাথায় ৪ ইঞ্চি লম্বা শিং নিয়ে হাসপাতালে বৃদ্ধ!
  • ১৩০টির বেশি দেশ ঘুরে বেড়ানো এক অন্ধ পর্যটকের গল্প
  • হেলমেট ঢোকেনি মাথায়, জরিমানা নিতে ব্যর্থ ট্রাফিক পুলিশ!
  • ৪ বছর প্রেম শেষে ৩০০ বছর বয়সী ভূতকে বিয়ে! (ভিডিও)
  • ছাগল চুরির ৪১ বছর পর ধরা পড়ল চোর!
  • যে গ্রামে প্রতিটা বাড়িই দরজাহীন, ব্যাংকে নেই তালা!