রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

তালায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, আটক ৩

সাতক্ষীরার তালা উপজেলার মুড়াগাছা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় পিটিয়ে খালেক সরদার (২৬) নিহতের ঘটনায় ৫ জনের নামে থানায় মামলা হয়েছে।

নিহতের চাচা আনার আলী চৌকিদার বাদী হয়ে গত সোমবার (২২ জুলাই) ৫ জনের নাম উল্লেখ করে তালা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ ৩ জনকে আটক করে মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করেছে।

আটককৃতরা হলো মুড়াগাছা গ্রামের মৃত মান্নান আলী সরদারের ছেলে জনাব আলী সরদার (৬৫),তার মেয়ে নুরী বেগম (৪০) এবং শরবানু বেগম (৩৭)। মামলার অপর আসামী রহমত আলী সরদার (৩৫) ও তার স্ত্রী হালিমা বেগম (২৭) কে আটকের চেষ্টা করছে বলে পুলিশ জানিয়েছে।

সোমবার বিকালে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেলের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করে মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল তিনজনকে আটকের কথা স্বীকার করে বলেন, তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি আরওবলেন, সোমবার রাতে নারী নির্যাতন মামলার আসামী উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ধলবাড়িয়া গ্রাম থেকে মৃত আঃ আজিজ সরদারের ছেলে সোহরাব হোসেন (২৮) কে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (২২ জুলাই) সকালে খালেক সরদারের জমির উপর দিয়ে বাড়ি থেকে যাতায়াতের রাস্তা নির্মাণের সময় প্রতিপক্ষরা তার উপর হামলা চালায়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা খালেক সরদারকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খালেক সরদারের অবস্থা অবনিত হওয়ায় তাকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বেলা ১১ টার দিকে তার মৃত্যু হয়।

মৎস্য সপ্তাহের সমাপনী

“মাছ চাষে গড়বো দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা তালায় জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী। সভায় স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্ম্মল কুমাল ঘোষ। বক্ত রাখেন সমবায় কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাস,সফল মৎস্য চাষী সোহেল রানা,জুনায়েত আকবার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন,উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল।

আলোচনা শেষে মৎস্য খাতের ৫টি বিভাগের সফলতা অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মৎস্য চাষী, মৎস্য বিক্রেতা, উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু

তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • তালায় পেশা হারিয়ে বেকারত্বে ভুগছেন কপোতাক্ষ পাড়ের জেলে সম্প্রদায়
  • তালায় পূজা উদযাপন পরিষদের নেতাকে জড়িয়ে কুৎসা রটনার অভিযোগ!
  • তালায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • তালায় ইসলামী ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পইন অনুষ্ঠিত
  • তালায় প্রতিপক্ষের দায়ের কোপে একজন আহত॥ সাতক্ষীরা হাসপাতালে ভর্তি
  • পরিকল্পিত মামলায় তালার বারবার নির্বাচিত ইউপি সদস্য নিমাই সানা পালিয়ে বেড়াচ্ছেন!
  • বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে তালার তেঁতুলিয়া শাহী জামে মসজিদে
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • তালায় ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা